Skip to content

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪ (সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি)

    আধা-সামরিক বাহিনী বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃক সাধারন আনসার এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ পেয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম সহযোগী বাহিনী ‘সাধারণ আনসার’। বর্তমানে বাংলাদেশের আনসার ভিডিপিতে প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য আছে ৫৪,৬৬৮ জন। আর এসকল সাধারণ আনসার সদস্যগণ দেশের বিভিন্ন ৫২৭৩ টি সংস্থায় সংযুক্ত রয়েছেন।

    সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সকল সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপুর্ন সরকারি প্রতিষ্ঠানে যেমন বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশনসহ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ পরিবহন, রেল স্টেশন ও গণপরিবহণের সিকুরিটি দিয়ে আসছেন। সকল সরকারি ও সরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন আনসার ভিডিপির সাধারণ আনসারের সদস্যরা।

    সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৩

    সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারেন। আগ্রহী যোগ্য প্রার্থী হলে সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করবেন। আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সুচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পুর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।

    চাকরির ধরণসরকারি বাহিনী চাকরি
    বাহিনীর নামবাংলাদেশ আনসার ও ভিডিপি
    আনসার নিয়োগের মাসনভেম্বর ২০২৩
    পদের নামসাধারন আনসার
    বয়সসীমা১৮-৩০ বছর
    শিক্ষাগত যোগ্যতাজেএসসি/৮ম শ্রেণি
    আবেদন শুরু০২ নভেম্বর ২০২৩
    আবেদনের শেষ০৭ নভেম্বর ২০২৩
    আবেদনের মাধ্যমbdansarerp.gov.bd
    অফিশিয়াল ওয়েবসাইটansarvdp.gov.bd

    সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর যোগ্যতা

    1. শারীরিক যোগ্যতাঃ  উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টি শক্তি- ৬/৬
    2. শিক্ষাগত যোগ্যতাঃ মিনিমাম জেএসসি/অষ্টম শ্রেণী/ সমমান পাস
    3. জাতীয়তাঃ বাংলাদেশি

    প্রার্থীর বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর। ০৭-১১-২০২৩ তারিখে মিনিমাম ১৮ বছর। ০৭-১১-২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

    প্রার্থীর অগ্রাধিকারঃ অধিক উচ্চতা,শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন। ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

    সাধারণ আনসার নিয়োগের অন লাইন রেজিস্ট্রেশন পদ্ধতি

    1. ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অথবা যে কোন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব
      সাইট (http://ansarvdp.gov.bd) থেকে আবেদনপত্র পুরণ করা যাবে।
    2. আবেদনের লিংকঃ bdansarerp.gov.bd লিংকটি ০২/১১/২০২৩ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ০৭/১১/২০২৩ তারিখের রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে।
    3. টাকা জমাদানের শেষ সময় ০৭/১১/২০২৩ খ্রি সন্ধ্যা ০৬ টা পর্যন্ত
    4. রেজিস্ট্রেশন কি বাবদ অহফেরতযোগ্য ২০০ দুইশত) টাকা অন লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।
    5. আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ নিয়ে কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭,০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে।
    6. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবৎ বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে ।

    Sadharon Ansar Circular 2023 এর প্রয়োজনীয় কাগজপত্র

    1. শিক্ষাগত যোগ্যতার মুল সনদপত্র
    2. জাতীয় পরিচয়পত্রের মুল কপি
    3. চারিত্রিক সনদপত্রের মূল কপি
    4. নাগরিকত্ব সনদপত্রের মুল কপি
    5. অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের প্রেবেশপত্র) মূল কপি
    6. সকল ডকুমেন্টের গেজেটেভ অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
    7. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ চোর) কপি পাসপোর্টসাইজের রঙ্গিন ছবি
    8. প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, ক্ষেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।

    অঙ্গীভূত হওয়ার পর বেতন ও সুযোগ-সুবিধা

    1. প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০ টাকা এবৎ পার্বত্য এলাকয় ১৪,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
    2. প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন যা ৯৭৫০/- টাকা হারে দেয়া হবে।
    3. দুই ইউনিট রেশন ভর্তুকি মুল্যে প্রদান করা হবে।
    4. কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

    সাধারন আনসার ক্লিয়ার ইমেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    ebdpratidin

    Source: Bangladesh Pratidin, 01 November 2023

    Application Deadline: 07 November 2023

    Better view for KFPlanet Visitors

    1 ebdpratidin

    12 ebdpratidin

    আরো চেক করতে পারেনঃ

    Sadharon Ansar Circular 2023 এ উল্লেখিত মাঠ- সময় ও কেন্দ্রের নাম

    সকাল ০৯ টা থেকে নির্বাচন মাঠ শুরু হবে।

    রংপুর রেঞ্জের জেলাঃ ঠাকুরগাঁও,পঞ্চগড়,দিনাজপুর,রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,গাইবান্ধা, নীলফামারী

    বরিশাল রেঞ্জের জেলাঃ বরিশাল,ভোলা,পটুয়াখালী,বরগুনা,পিরোজপুর, ঝালকাঠি

    খুলনা রেঞ্জের জেলাঃ খুলনা, বাগেরহাট, মাগুরা,নড়াইল, মেহেরপুর,চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাদহ

    রাজশাহী রেঞ্জের জেলাঃ পবানা, সিরাজগঞ্জ, বগুড়া,জয়পুরহাট, নওগাঁ,রাজশাহী,নাটোর, চাঁপাইনবাবগঞ্জ

    কুমিল্লা রেঞ্জের জেলাঃ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,চাঁদপুর,লক্ষ্মীপুর, ফেনি ও নোয়াখালী

    চট্টগ্রাম রেঞ্জের জেলাঃ চট্টগ্রাম,বান্দরবান,খাগড়াছড়ি,কক্সবাজার, রাঙ্গামাটি

     

    আনসার ভিডিপির কার্যালয়ের ঠিকানা

    প্রশিক্ষণ পরিদপ্তর

    বালাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

    সদর দপ্তর, খিলগীও, ঢাকা-১২১৯

    2 thoughts on “সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪ (সাধারন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি)”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com