Skip to content

বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [JSC,HSC পাসে সরকারি চাকরির সুযোগ]

    সরকারিভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। জেএসসি,এইচএসসি পাসে আবেদন  করতে পারবেন আগামী ২০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। সুপ্রিম কোর্ট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সকল তথ্য আমাদের ওয়েবসাইটে আপডেট করা হয়েছে।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনী বিধান রয়েছে।বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রীম কোর্ট অবস্থিত।এটা সচরাচর হাইকোর্ট নামে পরিচিত, কারণ ১৯৭১ সালের পূর্বে এই ভবনে পূর্ব পাকিস্তানের উচ্চ আদালতের কার্যক্রম পরিচালিত হতো।সংবিধানের ধারা-১০০-এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সুপ্রীম কোর্টের স্থায়ী আসন অবস্থিত হবে। তবে বিধান আছে যে, রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে।

    Bangladesh Supreme Court Job Circular 2024

    নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ২৫ ফেব্রুয়ারি ২০২৪
    জব টাইপসরকারি চাকরি ফুলটাইম
    কোন ধরনের চাকরি?সরকারি প্রতিষ্ঠানে চাকরি
    বেতন স্কেল৮,২৫০-২০০,১০/- থেকে ১০,২০০-২৪,৬৮০/-
    সুবিধাসরকারি সকল সুযোগ সুবিধা
    জব পোস্টিংBangladesh Supreme Court, Dhaka
    স্মারক নং০১/২০২৪
    মোট শূন্য পদ১৪ টি
    অভিজ্ঞতাপদভেদে অভিজ্ঞতা
    পড়াশোনার দক্ষতাSSC,HSC পাস
    লিঙ্গBoth (Male & Female)
    জেলাসকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
    আবেদনের মাধ্যমটেলিটক ওয়েবসাইটে
    আবেদন ফি১১২, ২২০ টাকা
    আবেদনের লিংকsupremecourt.teletalk.com.bd
    আবেদন শুরু১৬/০৮/২৩
    আবেদনের শেষসীমা০৩/০৮/২৩
    অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.supremecourt.gov.bd

     সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    ITTEFAQ

    Source: Ittefaq, 27 February 2024

    Application Deadline: 20 March 2024

    বয়সের শর্তাবলীঃ ২০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে বয়সসীমা ১৮-৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

    বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইনে আবেদনের নিয়ম ও শর্তাবলী

    1. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে আবেদন করতে হবে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
    2. অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
    3. পরীক্ষায় অংশশগ্রণে ইচ্ছুক ব্যক্তি http://supremecourt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন ।
    4. আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ০৪ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা ।
    5. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০ মার্চ ২০২৪ খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকা
    6. উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন
    7. আবেদনপত্রে প্রার্থী তার ছবি ৩০০* ৩০০ পিক্সেল এবং সাক্ষর ৩০০* ৮০ পিক্সেল আকারে স্ক্যান করে নির্ধারিত স্থানে
      আপলোড করবেন ।
    8. আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু  আবেদনপত্র সাবমিট করার
      পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন
    9.  প্রার্থী  পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন

    ⇔কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা

    বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ, সুপ্রীম কোর্টে চাকরি,সুপ্রিম কোর্টে চাকরি, সুপ্রিম কোর্টে নিয়োগ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি

    21 thoughts on “বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [JSC,HSC পাসে সরকারি চাকরির সুযোগ]”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com