এইচএসসি আলিম পরীক্ষার ফরম পূরণ নোটিশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের আলিম পরীক্ষার ফরম পূরণ হবে আগামী ২০ মে ২০২৪ তারিখ পর্যন্ত। আর পরীক্ষার শুরু হবে ৩০ জুন ২০২৪ তারিখ হতে।
আলিম পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪
২০২৪ সালের আলিম এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরু হবে ১৬ এপ্রিল ২০২৪ তারিখ থেকে। মাদ্রাসার আলিম পরীক্ষার ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। আর বিলম্ব ফি সহ অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়ার লাস্ট ডেট ২১ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
২০২৪ সালের এইচএসসি আলিম পরীক্ষার্থীদের নিজ নিজ মাদ্রাসা প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। আলিম পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেয়ার পর স্ব স্ব মাদ্রাসায় আবেদন করবে। অনলাইনে eFF মাধ্যমে ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে।
এইচএসসি আলিম পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪
কোন পরীক্ষা | আলিম |
পরীক্ষার সন | ২০২৪ |
বিজ্ঞপ্তি প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪ |
আবেদন শুরু | ১৬ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ০৫ মে ২০২৪ |
বিলম্ব ফিসহ আবেদন শেষ | ২০ মে ২০২৪ |
সাধারণ বিভাগে মোট ফি | ২১৪০ টাকা |
মুজাব্বিদ মাহির বিভাগে ফি | ২১৪০ টাকা |
বিজ্ঞান মোট ফি | ৩১২০ টাকা |
পরীক্ষার সময়সুচি | এইচএসসি রুটিন ২০২৪ |
HSC Alim পরীক্ষার ফরম পূরণ সার্কুলার
২০২৪ সালের এইচএসসি Alim পরীক্ষার ফরম ফিলাপ সার্কুলার ২০২৪ তারিখে প্রকাশ হয়। সেখানে বলা হয় HSC Alim পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ ৩০ জুন ২০২৪ তারিখে। টেস্ট পরীক্ষায় পাসকৃতরা HSC পরীক্ষার ফরম পূরণের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে সকল বোর্ডের eff ফরম পূরণ করে স্ব স্ব বিদ্যালয় এইচএসসির আলিম ফরম ফিলাপ কার্যক্রম শেষ করতে হবে। মাদ্রাসা গুলা সফলভাবে eFF ফরম পূরণ হলে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিম পরীক্ষার্থীদের একটা লিস্ট দেয়া হবে। নোটিশটি প্রকাশ করা হবে ৩০ জুন ২০২৪ তারিখে।
আলিম ফরম ফিলাপ ২০২৪ কত টাকা?
সাধারণ বিভাগে মোট ফি ২১৪০ টাকা. মুজাব্বিদ মাহির বিভাগে ফি ২১৪০ টাকা ও বিজ্ঞান মোট ফি ৩১২০ টাকা।
HSC Alim Form Fill up 2024 Circular
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে
KFPlanet ফেসবুক পেজ 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন।