ইসলামের দৃষ্টিকোন থেকে আরবি মাসের গুরুত্ব অপরিসীম। আরব দেশ গুলি মূলত আরবি পঞ্জিকা অনুযায়ী সকল কাজ করে থাকে। মুসলমানদের সকল ধর্মীয় কাজ পালিত হয় আরবি মাস অনুসারে। আরবি মাস অনেকে আছে ভাল ভাবে নাম জানে না,তাদের জন্য আমাদের অনুচ্ছেদটি সাজানো হয়েছে।
আরবি মাস শুরুর আগে চন্দ্র মাস ব্যবহার করে। সালের মতো হিজরি সালেও ১২টি মাস রয়েছে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আরবি ১২ মাসের নাম অর্থসহ জেনে নিতে পারবেন। যারা মুসলিম ধর্মের অনুসারী এবং ইসলাম ধর্ম অনুসরণ করার পরেও আরবি ১২ মাসের নাম জানেন না, আপনার খুব সহজে আমাদের পোষ্ট থেকে আরবি বার মাসের নাম জানতে পারবেন।
আরবি ১২ মাসের নাম বাংলায়
আরবি ১২ মাসের নাম বাংলায় জানতে আমাদের পোষ্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। আরবি প্রত্যেকটি মাসের বিভিন্ন ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে এবং ইবাদতের মাধ্যমে একজন মুসলিম রাসূলের দেখানো পথে চলাচল করতে পারে। আজকে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আরবি ১২ মাসের নাম জেনে নেবেন এবং এই ১২ মাসের নাম অর্থসহ জেনে নিলে আপনাদের বাস্তবিক জীবনে তার প্রয়োগ করতে পারবেন। নিচে আরবি মাসের সব কয়টি মাসের নাম বাংলায় দেওয়া হল
১। মহররম
২। সফর
৩। রবিউল আউয়াল
৪। রবিউস সানি
৫। জমাদিউল আউয়াল
৬। জমাদিউস সানি
৭। রজব
৮। শাবান
৯। রমজান
১০। শাওয়াল
১১। জিলক্বদ
১২। জিলহজ্জ
আরবি ১২ মাসের নাম আরবিতে
আরবি ১২ মাসের নাম আরবি আমাদের অনুচ্ছেদে খুব সুন্দর ভাবে তুলে ধরা হল। আরবি মাসগুলি আরবিতে সবচেয়ে বেশি প্রচলিত আরব দেশগুলিতে। আমাদের দেশে আরবি মাস আরবিতে খুব বেশি ব্যবহার হয় না। তবে অনেক ব্যক্তি ধর্মের অনুশাসন মেনে আরবি মাস আরবিতে মুখস্ত করে রাখে, তাদের জন্য আরবি মাস আরবিতে নিচে তুলে ধরা হল
১। محرم
২। صفر
৩। ربيع الاول
৪। ربيع الثاني
৫। جمادى الاول
৬। جمادي الثاني
৭। رجب
৮। شعبان
৯। رمضان
১০। شوال
১১। ذي القد
১২। ذي الحج
আরবি ১২ মাসের নাম ইংরেজিতে
আরবি ১২ মাসের নাম ইংরেজি আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আরবি মাস ইংরেজিতে আমাদের দেশে কম ব্যবহার করে। সাধারণত আরবি মাস ইংরেজিতে বেশি দেখা হয় ইউরোপ বা আমেরিকার দিকে। তবে সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ইংরেজি ব্যবহার দিন দিন বাড়ছে , আপনারা ইংরেজিতে আরবি জানতে আমাদের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।
- Moharra
- Sofor
- Robiul Awal
- Rabius Sani
- Jamadiul Awal
- Jamadius Sani
- Rajab
- Shaban
- Ramjan
- Shawal
- Jelkad
- Jilhaj
প্রত্যেকটি শিশু তাদের শিক্ষাবর্ষ ইংরেজি সাল অনুযায়ী পালন করে থাকে বলে ইংরেজি মাসের নাম এবং বাংলা মাসের নাম ও তাদের অনেকেরই মুখস্ত থাকে। কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে একজন মানুষের উচিত অবশ্যই আরবি 12 মাসের নাম জেনে রাখা। যদিও আমরা রমজান মাসের কথা শুধু মনে রাখি তারপরও আমাদের উচিত হবে রমজানের পূর্ববর্তী মাস এবং পরবর্তী মাসের সম্পর্কে ধারণা রাখা।