আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ঢাকা নিয়োগ ২০২৪[গ্রেড ১৭ বেতনে ১১৬ পদে]

আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আজ ২২ ডিসেম্বর জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরাসরি মাঠে উপস্থিত হয়ে আপনার যোগ্যতা প্রমান করতে হবে। প্রার্থী বাছাই (মাঠ) হবে আগামী ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৯ টা টা হতে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে প্রার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর্মড পুলিশ ব্যাটলিয়ন হেডকোয়ার্টার্সে তিন ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেনি পাস করেলেই  আর্মড পুলিশ ব্যাটালিয়ন বেসামরিক পদের জন্য আবেদন করতে পারবেন।২৯-০১-২৩ তারিখে আর্মড পুলিশ ব্যাটলিয়ন হেডকোয়ার্টার্সে প্রার্থী বাছাই করে নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন করবে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ঢাকা নিয়োগ ২০২৩

বাহিনীর নাম Armed Police Battalion (APBN)
চাকরির ক্যাটাগরি সরকারি  চাকরি
নিয়োগকারি কার্যালয়  আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স,ঢাকা 
বিজ্ঞপ্তি প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৩ 
কত ক্যাটাগরি? ০৪ ধরনের
পদের সংখ্যা ১১৬ টি পদ
বয়স ১৮-২০ বছর (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনি, জেএসসি পাস 
আবেদনের মাধ্যম সরাসরি মাঠ 
আবেদন ফি ১০০ টাকা
মাঠ হবে  ২৯ জানুয়ারি ২০২৩ 
সময়  সকাল ০৯ টা থেকে 
অফিসিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd/apbn

বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগের পদসমূহ 

১। পদের নামঃ কনস্টেবল (Cook বাবুর্চী)
পদে সংখ্যাঃ ৭৩ টি
বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ২০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি, জেএসসি পাস
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/-
গ্রেডঃ ১৭ তম

২। পদের নামঃ কনস্টেবল (Tailor দর্জি)
পদ সংখ্যাঃ০৬ টি
বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ২০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি, জেএসসি পাস
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/-
গ্রেডঃ ১৭ তম

৩। পদের নাম: কনস্টেবল (NCE-পরিচ্ছন্নতাকর্মী)
পদ সংখ্যাঃ ২৯ টি
বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ২০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি, জেএসসি পাস
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/-
গ্রেডঃ ১৭ তম

৪। পদের নাম: কনস্টেবল (E&BR-বুটমেকার)
পদ সংখ্যাঃ ০৮ টি
বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ২০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি, জেএসসি পাস
বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/-
গ্রেডঃ ১৭ তম

যেভাবে প্রার্থী নিয়োগ দেয়া হবে

আগ্রহী চাকরি প্রার্থীকে প্রথমে শারীরিক যোগ্যতা যাচাই এর মাঠ হবে এরপর লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। এই ০৪ টি ধাপ সম্পন্ন হলে Armed Police Battalion (APBN) Headquarters এর জন্য জনবল নিয়োগের চূড়ান্ত রেজাল্ট দেয়া হবে।

বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ  আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠ (এপিবিএন মাঠ), উত্তরা, ঢাকাতে

Armed Police Battalion (APBN) Headquarters  Job Circular 2023

observerbd police

Source: Daily Observerbd, 22 December 2023

Field Test: 29 January 2023, at 9.0 AM

 

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতেঃ 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

6 thoughts on “আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ঢাকা নিয়োগ ২০২৪[গ্রেড ১৭ বেতনে ১১৬ পদে]

  1. আর্মড পুলিশ ভাইবার রেজাল্ট কি প্রকাশ হয়নি এখনো স্যার

  2. কনস্টেবল বাবুর্চি অভিজ্ঞতার সনদপত্র কোথায় পাবো
    প্লিজ রিপ্লাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com