আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [ARS Bangladesh NGO Job Circular]

আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২৪, ARS Bangladesh NGO প্রকাশ করেছে। বাংলাদেশে এনজিও মধ্যে আর্স অন্যতম। আর্স বাংলাদেশ হচ্ছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশের অসহায় গরীব মানুষের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহায়তা করে থাকে।

আর্স বাংলাদেশ এনজিও ০৩ ধরনের ২৩০ টি পদে নিয়োগ দিবে। জাতীয় পত্রিকায় এনজিও নিয়োগ প্রকাশ পায় ২১২ আগস্ট ২০২৪ তারিখে। এসব পদের জন্য আবেদন করতে পারবেন আগামী ৩১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।

আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আর্স বাংলাদেশ কতৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচীতে নিন্মবর্নিত যোগ্যতা সম্পন্ন ও প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রাথীদের নিকট থেকে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আর্স বাংলাদেশ এনজিও চাকরী করতে আগ্রহী হলে ৩১ আগস্ট ২০২৪ এর মধ্যে আবেদন কতৃপক্ষের যে ঠিকানা দেওয়া আছে সে অনুযায়ী আবেদন পাঠাতে হবে। আর্স বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি সকল তথ্য নিচে দেওয়া হলঃ

প্রতিষ্ঠানের নাম আর্স বাংলাদেশ এনজিও
চাকরীর ক্যাটাগরি এনজিওতে চাকরি 
চাকরীর টাইপ ফুলটাইম
মোট পদের সংখ্যা ২৩০ টি
শিক্ষাগত যোগ্যতা স্নাতক,স্নাতকোত্তর
বয়স সীমা ১৮-৩৮ বছর
আবেদন প্রক্রিয়া ডাকযোগে
আবেদন শুরু ১২ আগস্ট ২০২৪
আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
আবেদন খরচ ৩০০/২০০
  1. দেশের সকল চলমান এনজিও চাকরির খবর, এই লিংক থেকে দেখুন
  2. পপি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এনজিও নিয়োগ দেখুন এখান থেকে 

আর্স বাংলাদেশ নিয়োগ ২০২৪ এর পদসমূহ

০১। পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রী। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ০৫ বছরের কাজের অভিজ্ঞতা।

০২। পদের নামঃ হিসাব রক্ষক 
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ ২য় বিভাগে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রী।

০৩। পদের নামঃ ক্রেডিট অফিসার 
পদ সংখ্যাঃ ১৫০ টি
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রী।

ARS Bangladesh NGO Job Circular 2024

df20fd85 468760 P 7 mr
visa.kfplanet.com

Source: Prothom Alo, 12 August 2024

Application Deadline: 31 August 2024 

ARS Bangladesh NGO Job Circular : আবেদনের নিয়ম

প্রার্থীকে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী ৩১ জুলাই ২০২৪ তারিখের মধ্যে নিম্নে বর্ণিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদন পত্র প্রেরণ করার ঠিকানা

বরাবর,
নির্বাহী পরিচালক
আর্স বাংলাদেশ
আর্স বাংলাদেশ ভবন, বাড়ি নং-২৩০,
কিসমত নোয়াপাড়া, নতুন উপশহর, যশোর- ৭৪০০

চলমান সকল বেসরকারি চাকরির খবর এক নজরে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন 

One thought on “আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ [ARS Bangladesh NGO Job Circular]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com