বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৫ (সকল ডিফেন্স-সামরিক পদ)

আবারো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৫ প্রকাশ হয়েছে। সবার আগে সকল নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার পেতে আমাদের সাইটটি হতে পারে আপনার একমাত্র মাধ্যম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ও নেভির সকল চাকরির খবর প্রকাশ পায়। বাংলাদেশ নৌবাহিনীর সামরিক বা বেসামরিক নিয়োগগুলা বাংলাদেশের ডিফেন্স খাতের হট জব বলা যায়।  

সরকারি সামরিক কার্যক্রম গতিশীল করতে নৌবাহিনীতে প্রতি বছরে কয়েকবার বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার প্রকাশ হয়ে থাকে। সর্বশেষ নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার অনুসারে কমিশন্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে। আবেদনের করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

চলমান বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৫

সরকারি না বেসরকারিসরকারি চাকরি
বাহিনীর নামবাংলাদেশ নৌবাহিনী Bangladesh Navy
চাকরির ধরনডিফেন্স জব/বাহিনী চাকরি
নৌবাহিনীর চলমান জব সার্কুলার০১ টি (Cadet Officer)
বিজ্ঞপ্তি প্রকাশ২৪ নভেম্বর ২০২৪
জেলাসকল জেলা থেকে আবেদন করতে পারবেন
নৌবাহিনী ওয়েবসাইটwww.navy.mil.bd
বয়সসীমা১৮-২৮ বছর (বিস্তারিত বিজ্ঞপ্তিতে)
শিক্ষাগত যোগ্যতাস্নাতক, মাস্টার্স
আবেদন শুরুর তারিখআগস্ট ২০২৫
আবেদনের শেষ তারিখ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
আবেদনের মাধ্যমসম্পূর্ণ অনলাইনে
হেল্পলাইন01707609017
ই-মেইলjoinnavy@unlocklive.com

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার

চলমান সকল বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৫ প্রথমে joinnavy.navy.mil.bd ও বাংলাদেশের জাতীয় পত্রিকায় প্রকাশ হয়। আমাদের ওয়েবসাইট থেকে লিংকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার ২০২৫ ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।

বাংলাদেশ নেভিতে জয়েন করার পুর্বে শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা,আবেদন পক্রিয়া, মনোনয়নের নিয়ম পক্রিয়াসহ বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পোস্ট থেকে। Bangladesh Navy Circular 2025 সহ সকল সব নিয়োগ বিজ্ঞপ্তি কেএফ প্ল্যানেট সরকারি জব সার্কুলার ও বেসরকারি ক্যাটাগরিতে পাবেন। 

↠↠ এই সপ্তাহের সকল চাকরির খবর দেখুন

↠↠  নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ দেখুন এখান থেকে

নৌবাহিনী নিয়োগ 2025

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2025 সার্কুলার গুলাতে যেসব পদ থাকে- নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি সার্কুলার, কমিশন্ড অফিসার নিয়োগ ,ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড ভর্তি, নাবিক ও এমওডিসি নিয়োগ সার্কুলার,নৌবাহিনীর কমিশন্ড অফিসার জব,  জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্র্যাফট পাইলট, নৌ কমান্ডো, সাবমেরিনার, ডাইরেক্ট এন্ট্রি অফিসার বিজ্ঞপ্তি, এমই-২ এবং ইএন-২ এন্ট্রি আর্টিফিসার, এন্ট্রি সেইলরস ,অফিসার ক্যাডেট জব সার্কুলার।

আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আমাদের পোস্টটা নিয়মিত ভিসিট করুন। বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে রোমাঞ্চকর জীবনের এক্সপেরিয়েন্স নিয়ে দেশ সেবার সুযোগ গ্রহণ করুন। 

নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫ বি-ডিইও ব্যাচে জনবল নিয়োগ নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে পারবেন ০৩ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। স্নাতক,সমমান পাসে আবেদন করতে পারবেন। ০১ জুলাই ২০২৪ তারিখে বয়স ১৮-৩০ বছর হলে আবেদনযোগ্য হবে। বিবাহিত,অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন।

Bangladesh Navy Commissioned Officer Job Circular 2025

1 navy 2025

2 navy 2025

Application Deadline: 31 December 2025

২০২৫ বি অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলার 

00 naby

1 navy

2 navy

3 navy

Application Deadline: 03 July 2025 

 

নৌ বাহিনীর অন্যান্য সার্কুলার দেখুন

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

শিক্ষাগত যোগ্যতাঃ 

  1.  ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা : এসএসসি/সমমান , বিজ্ঞান বিভাগে ৩. ৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট থেকে এ-গ্রেড থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
  2. মেডিকেল শাখা  : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।
  3.  পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ)  : এসএসসি/সমমান জিপিএ-৩.০ (ন্যূনতম)।
  4.  কুক ও স্টুয়ার্ড শাখা : এসএসসি/সমমান জিপিএ ২.৫ (ন্যূনতম)।
  5.  টোপাস : ৮ম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতাঃ 

  1. সিম্যান(পুরুষ) এর ক্ষেত্রে  উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি
  2. পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি
  3. অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ(৩০-৩২) ইঞ্চি (পুরুষ) ও উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ(২৮-৩০)ইঞ্চি (মহিলা)
  4. এমওডিসি (নৌ) (পুরুষ) উচ্চতা ৫-৬ ইঞ্চি

বয়স ও অন্যান্য যোগ্যতাঃ 

  • বয়সসীমা ১৭-২২ বছর (০১ জুলাই ২০২৫তারিখ অনুযায়ী)
  •  সাঁতার জানা বাধ্যতামূলক।
  •  অবিবাহিত হতে হবে। তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদনের শেষ তারিখঃ এপ্রিল ২০২৫ কিন্তু মাঠ হবে জুন পর্যন্ত। 

জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ-কমান্ডো ও সাবমেরিনার (অফিসার ক্যাডেট ব্যাচ) সার্কুলার ২০২৫ 

ব্যাচঃ ২০২৫-এ অফিসার ক্যাডেট ব্যাচ
পদের নামঃ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ

শারীরিক যোগ্যতাঃ
পুরুষঃ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারীঃ উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

শিক্ষগত যোগ্যতাঃ

  • সাধারণ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সমমান) পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী হতে হবে। গনিত ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক। ২০২৫ সালের এইচএসসি, সমমান পরিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
  • ’ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩ টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। গনিত ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক।

বয়সসীমাঃ ০১ জানুয়ারি ২০২৫ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত

আবেদনের নিয়মঃ আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফিঃ ৭০০ টাকা
আবেদনের শেষ সময়ঃ ৩১ মার্চ ২০২৫ 

নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ ভর্তি সার্কুলারঃ 

বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ (নৌবাহিনী জাহাজের জন্য) ভর্তি সার্কুলার প্রকাশ হয়েছে। আবেদন করতে পারবেন ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এসএসসি,ডিপ্লোমা পাসে আবেদন করতে পারবেন। ০১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮-৩০ বছর হলে আবেদনযোগ্য হবে। বিবাহিত,অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন।

  1. নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫  
  2. নাবিক বি ২০২৫ ব্যাচ সার্কুলার 
  3. নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ৪র্থ ভর্তি কার্যক্রম
  4. বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার ২০২৫ বি ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি 
  5. ২০২৫ বি অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলার 
  6. নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি পদে নিয়োগ
  7. Direct Entry Sailors for Dockyard B-2025
  8. ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড ভর্তি
  9. ২০২৫ -এ অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলার (১ম গ্রুপ)  
  10. ২০২৫ -এ অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলার (২য় গ্রুপ) 
  11. ২০২৫ -বি অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলার (১ম গ্রুপ)
  12. ২০২৫ -বি অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলার (২য় গ্রুপ)    
  13. নৌবাহিনী নিয়োগ পরীক্ষার ফলাফল
  14. নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড ভর্তি 
  15. Direct entry officer navy circular 4th 
  16. Written Result – Commissioned Officer 2025 -B 
  17. নৌবাহিনী এন্ট্রি আর্টিফিসার ৪র্থ ( স্পেশাল এন্ট্রি )  এ ২০২৫    
  18. নৌবাহিনী জাহাজ, কোস্ট গার্ড ও বি এন ডকইয়ার্ড টেকনিক্যাল শাখা 
  19. মিউজিশিয়ান শাখায় মহিলা নাবিক ভর্তি ২০২৫
  20. নৌবাহিনী আর্টিফিসার ৪র্থ ও  নাবিক ভর্তি বি ২০২৫    
  21. বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার ২০২৫ এ ডি ই ও ব্যাচে এক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
  22. বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার ২০২৫ এ ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি

 

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

121 thoughts on “বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৫ (সকল ডিফেন্স-সামরিক পদ)

  1. ভাই আমি নীলফামারী জেলা থেকে বলছি, আমি কি আবেদন করতে পারবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog