বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বিএআরটিআই) এ ভর্তি Bangladesh sericulture research training institute admission 2023 সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএআরটিআই। বাংলাদেশে সিল্ক ও রেশম উপর ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স কম ই দেখা যায়। সেক্ষেত্রে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএআরটিআই সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশে রেশম সেক্টরের উন্নয়নের লক্ষে যে লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনশক্তি সৃষ্টির একমাত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৬২ সালে Silk cum Lac Research Institute and Silk Technological Institute নামে রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে রেশম সেক্টরের জন্য দক্ষ জনশক্তি সৃষ্টি করাই বিএআরটিআই এর লক্ষ্য।
বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট(বিএআরটিআই)এ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
দুটি ডিপ্লোমা কোর্সের জন্য বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বিএআরটিআই) এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোর্স দুটি হলোঃ
০১. ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজী (ডিএসটি) কোর্স
০২. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সেরিকালচার পিজিডিএস কোর্স ( রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অধীনে )
Bangladesh sericulture research training institute bsrti admission 2023
আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ০৭ ডিসেম্বর ২০২৩
ভর্তি পরিক্ষার তারিখঃ ২০ ডিসেম্বর ২০২৩
যে কোন অনুসন্ধানের জন্য যোগাযোগঃ
পরিচালক,বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট
বালিয়াপুকুর, পোষ্টঃ পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী-৬২০৭
টেলিফোন নাম্বারঃ ৮৮০৭২১-৭৭৬২৯৬ (অফিস),
৮৮০৭২১- ৮১২৬৬৫ (বাসা),
৮৮০৭২১-৭৭১৭০৪-০৫ (পিএবিএক্স)
ফ্যাক্সঃ ০৭২১৭৭০৯১৩
ইমেইলঃ info@bsrti.gov.bd
ওয়েব সাইটঃ www.bsrti.gov.bd
বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বিএআরটিআই) এর ভবিষ্যৎ পরিকল্পণা
- জার্মপ্লাজম ব্যাংকে তুঁতজাতের সংখ্যা ৭০ থেকে ৮০টিতে উন্নীত করা।
- জার্মপ্লাজম ব্যাংকে রেশমকীট জাতের সংখ্যা ৯৭ থেকে ১০৭টিতে উন্নীত করা। বিস্তারিত