বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ!

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় চাকরির খবর ২০২৪, বাণিজ্য মন্ত্রণালয় জব সার্কুলার 2024, Ministry of Commerce Job Circular, Mincom job circular,বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার নোটিশ,সময়সূচী ও ফলাফল আপডেট করা হবে এই পোস্টে।

বাণিজ্য মন্ত্রণালয়ে ০৩ ধরনের ০৩ পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। Banijjo montronaloy niyog 2024 এর জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর ২০২৪ খ্রিঃ পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয় চলমান নিয়োগ ২০২৪ এর সার-সংক্ষেপ

মন্ত্রণালয়ের নাম বাণিজ্য মন্ত্রণালয় Ministry of Commerce Mincom
জব টাইপ সরকারি চাকরি ফুল টাইম
কন্ট্রাক টাইপ স্থায়ী
কত ক্যাটাগরি ০৩ ধরনের
মোট পদসংখ্যা ০৩ টি পদ
বেতন গ্রেড — গ্রেড
বেতন স্কেল  জাতীয় বেতন স্কেল
শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর
আবেদনের মাধ্যম অনলাইনে
আবেদন শুরু ০৫ নভেম্বর ২০২৪
আবেদন শেষ ২১ নভেম্বর ২০২৪
অফিশিয়াল সাইট https://mincom.gov.bd

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আমাদের কেএফপ্ল্যানেট সাইটে আপনাদের সুবিধার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের যোগ্যতা ও আবেদন পক্রিয়ার সকল তথ্য সরবরাহ করেছি। সরকারি, বেসরকারি,এনজিও,ব্যাংক,সংস্থার সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমাদের ওয়েবসাইটটি ভিসিট করুন নিয়মিত। আপনার বন্ধু  ও আত্মীয়দের মাঝে বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে দিন। ফলে তারাও যেন আবেদন করতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয় চাকরির খবর ২০২৪ ইমেজ 

visa.kfplanet.com

Application Deadline: 21 November 2024

Banijjo montronaloy Niyog আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে

  • প্রথমত, CCIE teletalk com bd ওয়েবসাইট ভিসিট করুন: Apply Online: ccie.teletalk.com.bd 
  • অনলাইন এপ্লিকেশন থেকে “আবেদন ফর্ম” এ ক্লিক করুন।
  • আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  • “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
  •  alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে, “হ্যাঁ” নির্বাচন করুন। অন্যথায়, “না” নির্বাচন করুন।
  • এখন Banijjo Montronaloy চাকরির আবেদনপত্র খুলবে।
  • আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং পরবর্তী ধাপে যান।
  • আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ফটো আপলোড করুন।
  • তারপর “আবেদন জমা দিন” বোতামে ক্লিক করুন।
  • Banijjo Montronaloy আবেদনকারীর কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

আবেদন ফি প্রদানের পদ্ধতি

আবেদনকারীরা Banijjo Montronaloy অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড সিম থেকে মাত্র 2টি SMS পাঠিয়ে Banijjo Montronaloy চাকরির আবেদনের ফি পরিশোধ করতে পারবেন। আবেদন ফি পরিশোধ করতে নিচের এসএমএস ফরম্যাট অনুসরণ করুন।

  1. ডাউনলোডকৃত আবেদনকপিতে একটি ইউজার আইডি দেখতে পারবেন। সেটি ব্যাবহার করে টেলিটক প্রিপেইড এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
  2. আবেদন ফি জমা দেয়ার জন্য আপনাকে দুটি এসএমএস করতে হবে।
  3. টেলিটকের সার্ভিস চার্জসহ পদভেদে ১১২/- ২২৩/- ৩৫/- টাকা আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
  4. অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
  5. প্রথম SMS:  ccie<Space> USER ID লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
  6. ঠিকঠাক হলে আবেদন ফি কেটে নিয়ে PIN নাম্বারসহ রিপ্লায় এসএমএস করা হবে।
  7. দ্বিতীয় SMS:  ccie<Space> PIN লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
    আবেদন ফি সফলভাবে জমা দেয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডাকযোগে আবেদনের পদ্ধতি

আগ্রহী চাকরি প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র যোগাড় করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ করে প্রকল্প পরিচালক, বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ (বিআরসিপি-১), প্রকল্প দপ্তর (লেভেল-১২ (পশ্চিম পার), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০) ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে  ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪ টার মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয় শিল্প  সম্পর্কে টুকিটাকি

 বাণিজ্য মন্ত্রণালয় ঠিকানা হলোঃ ভবন নং – ০৩ বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোন: +88 02 9545006  ফ্যাক্স: +88 02 9540213 ও ইমেইল secy@mincom.gov.bd। জনাব টিপু মুনশি, এমপি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। বাণিজ্য মন্ত্রীর একান্ত সচিব হলেন  মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। মন্ত্রণালয়টি গঠিত হয় ১২ জানুয়ারি ১৯৭২ সালে। ড. তপন কান্তি ঘোষ হলেন সচিব।

বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি?

দেশের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য চলমান রাখা,সম্প্রসারণ করা। আর আমদানি বাণিজ্যকে নিয়ন্ত্রণ করাও বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে আছে কিনা সেটাও একান্ত দায় এই মন্ত্রণালয়ের।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা,প্রতিষ্ঠান

  1. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
  2. রপ্তানি উন্নয়ন ব্যুরো
  3. বাংলাদেশ ট্যারিফ কমিশন
  4. আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
  5. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
  6. যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর
  7. বাংলাদেশ চা বোর্ড
  8. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
  9. বিজনেস প্রমোশন কাউন্সিল
  10. বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট
  11. দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টস অব বাংলাদেশ
  12. ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ

Seems like:

বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট

wto cell ministry of commerce

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)

বিসনেস প্রমোশন কাউন্সিল  

ইন্সটিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ

icmab job circular 2024 

অফিসিয়াল সাইটঃ www.icmab.org.bd

2 thoughts on “বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com