বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩:বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে বিভিন্ন ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল প্রাথী বরিশাল জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ তথ্য খুজছেন সে সকল প্রাথী আমাদের ওয়েব সাইট দেখতে পারেন।
বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। ৮ম শ্রেনী, মাধ্যমিক, স্নাতক পাসে আবেদন করা যাবে।আবেদনের সময়সীমা ২০ ও ২৬ জানুয়ারি ২০২৩। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আরও ভাল ভাবে দেখতে নিচে দেওয়া সার্কুলার ইমেজ দেখতে পারেন।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ ২০২৩ তথ্য
চাকরির ধরন | সরকারী চাকরী। |
প্রতিষ্ঠানের নাম | বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় |
পদের সংখ্যা | ৫ টি ও ১ টি |
নিয়োগ পদের সংখ্যা | ৪৮ ও ৮ টি |
আবেদনের শুরুর তারিখ | ০১ জানুয়ারি ২০২৩ |
আবেদন শেষ | ২০ ও ২৬ জানুয়ারি ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে। |
আবেদন ফি | ৫০০ টাকা। |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেনী,মাধ্যমিক,ও স্নাতক পাশ |
বয়স সীমা | ১৮ থেকে ৩০ |
ওয়েব সাইট | http://www.barisal.gov.bd |
জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Source: Ji Ji Din, 07 January 2023
Application Deadline: 20 January 2023
- ➛➛ পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- ➛➛ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- ➛➛ বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- ➛➛ ভোলা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনপত্রের সাথে নিয়োক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
- প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল জেলার স্থারী বাসিন্দা হতে হবে।
- নির্ধারিত আবেদন ফরমটি www.barisal.gov.bd ওয়েবসাইটে পাওয়া বাবে। আবেদন ফরম স্বহস্তে পূরণ করতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মুল/সাময়িক সনদপত্রের অনুলিপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতক সত্যায়িত)।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যারিত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি(আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংঘুক্ত করতে হবে)
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউল্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
- জাতীয় পনিপরের সত্যায়িত অনুলিপি যদি থাকে।
- ১ম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত চারিত্রিক সনদপত্র।
- অন্যান্য অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এর সত্যরিত অনুলিপি।
- ১ম শ্রেণির সরকারি গেজেট্ডে কর্মকর্তা কর্তৃক সকল সন্দ/কাগজপত্র সত্যায়িত হতে হবে এবং সর্ধশ্ষ্ট কর্মকর্তার নাম সম্বলিত সিল থাকতে হবে।
- পুত্র/কন্যা/নাতি-নাতনিদের ক্ষেত্রে সরকারি বিধিমোতাবেক সর্বোচ্চ বরসসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য এবং প্রতিবন্ধী চাকুরী প্রার্থীদের ক্ষেতে বিধিমোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে সরকার কতৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা/পরিপত্রের নির্দেশনা অনুসরৎ করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণবোগ্য নয়।
.
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ২০২৩
Source: Daily Ittefaq, 31 December 2023
Application Deadline: 26 January 2023
- আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকুরির আবেদন ফরম স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে।
- আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েবসাইটে অথবা জেলা প্রশাসক, বরিশাল এর ওয়েবসাইট www.barishal.gov.bd হতে সংগ্রহ করা যাবে৷ আবেদনপত্র আগামী ২৬/০১/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, বরিশাল বরাবর সরকারি ডাকযোগে পৌছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণযােগ্য নহে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- সদ্য তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত (প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ০৩ (তিন) কপি রঙিন ছবি আবেদনের নির্ধারিত স্থানে লাগাতে হবে। ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে। সকল শিক্ষা সনদের সত্যায়িত অনুলিপি, গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নাম পদবির সিল স্বাক্ষরসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ, আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
- পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাচঁশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে জেলা প্রশাসক, বরিশাল এর অনুকুলে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
- বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনির ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সাটিফিকেট সংযুক্ত করতে হবে। মুক্তিযােদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি যা গেজেটেড কর্মকর্তা (নাম পদবির সিল স্বাক্ষরসহ) কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। (শাররীক প্রতিবন্ধী/এতিম/ক্ষুদ্র-নৃ গােষ্ঠী/আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
- খামের উপর পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে।