Skip to content

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি BAUET নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আমরা আমাদের সাইটে আপডেট করেছি।আবেদনপক্রিয়া,আবেদনের যোগ্যতাসহ BAUET জব সার্কুলারের সকল সঠিক তথ্য পাবেন। আপনার জীবনবৃত্তান্ত/সিভি রেডি করে আবেদনের প্রস্তুতি নিন। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET) টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবে ২০১৪ সালে  যাত্রা শুরু করে। BAUET নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    বাংলাদেশ আর্মি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য আপনাকে ০৪ জুলাই ২০২৩ এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি BAUET জব সার্কুলারের একটি ইমেজ ফাইল আকারে নিচে সংযুক্ত করা হয়েছে। এটি আমাদের এপ থেকে ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET) নিন্মলিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন আহবান করা হচ্ছেঃ

    নিয়োগকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি BAUET

    অফিসিয়াল ওয়েবসাইট দেখুনঃ https://www.bauet.ac.bd

    পদের নামঃ আর্কাইভ অফিসার 
    পদের সংখ্যাঃ ০১
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস

    পদের নামঃ পিএ টু ট্রেজারার
    পদের সংখ্যাঃ ০১
    শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাস

    আবেদনের পদ্ধতিঃ

    1. উপরের পদসমুহে আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত এক কপি আবেদনপত্র জীবনবৃত্তান্তসহ প্রেরণ করতে হবে।
    2. অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হবে
    3. আবেদনপত্র আগামী ০৪/০৭/২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে।
    4. আবেদন পত্রের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি পাঠাতে হবে।
    5. ০৪ জুলাই ২০২৩ তারিখের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
    6.  আবেদনকারীকে খামের উপরে অবশ্যই পদের নাম ও দপ্তর/বিভাগের নাম উল্লেখ করতে হবে।
    7. আবেদনপত্রের সাথে সকল সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
    8. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
    9. পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদনকারীদের কোন প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবেনা।
    10. যে কোন দরখাস্ত বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চড়ান্ত বলে গণ্য হবে।
    11. ইনটার্ন জব শেষে সন্তোষজনক কাজের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী চাকুরী স্থায়ীকরণ করা হবে।
    12. পদের সংখ্যা কম/বেশি হতে পারে।

    আবেদন ফি ও জমাদানঃ 

    প্রার্থীর পরীক্ষা ফি হিসেবে ৫০০/- (পাঁচশত) টাকা বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET), কাদিরাবাদ সেনানিবাস, নাটোর-৬৪৩১ এর অনুকুলে MICR সংবলিত পে-অর্ডার/ ব্যাংক ড্রাফ্ট সাক্ষাৎকারের সময় সংগে আনতে হবে। বিঃ দ্রঃ-সোনালী ব্যাংকের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফ্ট এর ক্ষেত্রে অবশ্যই সোনালী ব্যাংক দয়ারামপুর শাখায় হতে হবে।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ 

    বরাবর, রেজিস্ট্রার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BAUET), কাদিরাবাদ, দয়ারামপুর, নাটোর

    1

    Application Deadline: 04 July 2023

    1 sikkhok o officer

    2 sikkhok o officer

     

    Application Deadline: 04 July 2023

     

    Visit Official Website:  https://www.bauet.ac.bd

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com