বিসিপিএস পরীক্ষার রুটিন ২০২৪ (FCPS Part 1, Final, Preli, Mid Term, MCPS Written)

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এফসিপিএস পার্ট-১ কোর্স, এফসিপিএস ফাইনাল, প্রিমিলিনারি এফসিপিএস , এফসিপিএস মিড টার্ম, এমসিপিএস লিখিত পরীক্ষা শুরু হবে।

এফসিপিএস ফাইনাল, প্রিমিলিনারি এফসিপিএস, এমসিপিএস পরীক্ষা

এফসিপিএস ফাইনাল, প্রিমিলিনারি এফসিপিএস, এমসিপিএস পরীক্ষা ০১ জানুয়ারি ২০২৪ সোমবারে পেপার ০১ অনুষ্ঠিত হবে। আর পেপার ০২ পরীক্ষা হবে ০২ জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবারে। পেপার ০১ ও পেপার ০২ পরীক্ষার সময় সকাল ০৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

পরীক্ষার ভেন্যুঃ BCPS, Mohakhali, Dhaka-1212

এফসিপিএস মিড টার্ম পরীক্ষা ২০২৪

১৬ টা সাবজেক্ট এর এফসিপিএস মিড টার্ম পরীক্ষা ০১ জানুয়ারি ২০২৪ সোমবারে পেপার ০১ অনুষ্ঠিত হবে। আর পেপার ০২ পরীক্ষা হবে ০২ জানুয়ারি ২০২৪ তারিখ মঙ্গলবারে।

পেপার ০১ পরীক্ষার সময় সকাল ০৯ টা থেকে দুপুর ১০.৪০ টা পর্যন্ত। পেপার ০২ পরীক্ষার সময় সকাল ০৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

পরীক্ষার ভেন্যুঃ BCPS, Mohakhali, Dhaka-1212

এফসিপিএস পার্ট ০১ এক্সামিনেশন ২০২৪

মেডিসিন ও এলায়েড এর ১১ টা সাবজেক্ট এফসিপিএস পার্ট ০১ পরীক্ষা ০৩,০৪ জানুয়ারি ২০২৪ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত।

আর ১২ সাবজেক্টের পরীক্ষা হবে ০৫ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্রবারে। পরীক্ষার সময় সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত।

পরীক্ষার ভেন্যুঃ BCPS, Mohakhali, Dhaka-1212

BCPS FCPS Exam Schedule 2024 Bangladesh

FCPS Exam Schedule 2023 Bangladesh 2024 
visa.kfplanet.com

 

বিসিপিএস পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

বিসিপিএস পরীক্ষার প্রবেশপত্র ২০ ডিসেম্বর ২০২৩ থেকে ০২ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।

তবে এফসিপিএস পার্ট ০১ এর প্রবেশপত্র ২০ ডিসেম্বর ২০২৩ থেকে ০৫ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com