বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (১৬৬ পদে নিয়োগ)

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ হয়েছে। বিজিবি একটি সুশৃঙ্খল, সাহসী এবং কিংবদন্তি বাহিনী। বাংলাদেশ সীমান্তের সুরক্ষা, সন্ত্রাস বিরোধী এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে অপারেশন, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সকল সীমান্তে অপরাধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা রোধে বিজিবিকে “সীমান্তের সর্বদা সচেতন সচেতন” হিসাবে পরিচিত করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

সধারনত বছরের প্রায় সময় বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ হয়ে থাকে। যেমন, বিজিবি সিপাহী পদে নিয়োগ, বিজিবি অসামরিক/সিভিল পদে নিয়োগ, বিজিবি সৈনিক পদে নিয়োগ, বিজিবি অফিসার পদে নিয়োগ। আমরা বিজিবির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 ছাড়াও বিজিবির নিয়োগ পরীক্ষার নোটিশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকি। BGB Job Circular 2025 নিচে দেয়া হলোঃ

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2025

চাকরির ধরণসরকারি ডিফেন্সে চাকরি 
সার্কুলার প্রকাশ০১/০৭/২৫
বৈবাহিক অবস্থাঅবিবাহিত, বিবাহিত
শিক্ষাগত যোগ্যতাএসএসসি 
লিঙ্গপুরুষ ও মহিলা
বয়স১৮-২৩ বছর
আবেদন ফি১১০ টাকা  
আবেদনের শেষ তারিখ১৩ জুলাই ২০২৫

বিজিবি অসামরিক পদে নিয়োগ ২০২৫

পদঃ  অসামরিক সারাদেশব্যাপী
পদের সংখ্যাঃ ২৩ ধরনের ১৬৬ পদে
বেতন স্কেলঃ আলোচনা সাপেক্ষে
লিঙ্গঃ পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন শুরুঃ ০৪ জুলাই ২০২৫ 
আবেদন শেষঃ১৩ জুলাই ২০২৫
আবেদন পদ্ধতিঃ সরাসরি, ডাকযোগে ও ওয়াটসএপে 

BGB

Application Deadline: 13 July 2025

বিজিবির সিপাহী  (জিডি) নিয়োগ 

১০৩ তম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয় ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে।

বিজিবির সিপাহী ( জিডি ) পদের  জন্য যোগ্যতা

  • প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি তে যথাক্রমে জিপিএ  ৩.০০ এবং ২.৫০ ফলাফল থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ২৬ জানুয়ারি ২০২৫৪ তারিখে ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।
  • পুরুষ প্রার্থীর উচ্চতা ০৫ ফুট ০৬ ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীর উচ্চতা ০৫ ফুট ০২ ইঞ্চি
  • পুরুষ প্রার্থীর ওজন ৪৯.৮৯ কেজি আর মহিলা প্রার্থীর ওজন ৪৭.১৭ কেজি হতে হবে।
  • অবিবাহিত হতে হবে।
  • জিডি সৈনিক জেলাভিত্তিক সীমিত কোটা থাকে। ফলে প্রার্থীদের অবশ্যই তার নিজস্ব জেলা থেকে আবেদন করতে হবে
  • আবেদনকারীদের অবশ্যই সাঁতার জানতে হবে

বেতন স্কেল ও সুবিধাঃ ৯,০০০-২১,৮০০/- এছাড়া সরকারি সকল সুযোগ সুবিধা।

কিভাবে মেসেজের মাধ্যমে আবেদন করেবেন

আপনার টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স রয়েছে কিনা নিশ্চিত করুন। তারপরে, মোবাইল মেসেজ অপশনে যান এবং নীচের এসএমএস ফরম্যাট টাইপ করুন।

যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন, তাদের জন্য

BGB <স্পেস> এইচএসসি পাশের বছর <স্পেস> এইচএসসি বোর্ড <স্পেস> এইচএসসি রোল <স্পেস> এসএসসি পাশের বছর <স্পেস> এসএসসি বোর্ড <স্পেস> এসএসসি রোল <স্পেস>  জেলা কোড <স্পেস> উপজেলা নাম।    তারপর আপনার মেসেজটি 16222 নম্বরে প্রেরণ করুন ।

উদাহরনঃ   BGB 2025 DHA 326598 2025 DHA 2145787 40 SAVAR       SEND TO 16222

যারা এসএসসি পাশ করেছেন কিন্তু এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্যঃ

BGB <স্পেস> এইচএসসি পরীক্ষার বছর <স্পেস> এইচএসসি বোর্ড <স্পেস> এইচএসসি রোল <স্পেস> এসএসসি পাশের বছর <স্পেস> এসএসসি বোর্ড <স্পেস> এসএসসি রোল <স্পেস>  জেলা কোড <স্পেস> উপজেলা নাম। তারপর আপনার মেসেজটি 16222 নম্বরে প্রেরণ করুন ।

উদাহরনঃ   BGB 2025 DHA 326598 2025 DHA 2145787 40 SAVAR       SEND TO 16222

  • এই বার্তার পরে আপনাকে একটি পিনসহ মেসেজ করা হবে, পিন পাওয়ার পর আপনাকে ১৫০ টাকা আবেদনের জন্য চার্জ দিতে হবে এইভাবে – BGB YES PIN-NUMBER CONTACT NUMBER SEND TO 16222
  • তবে ব্যালেন্সে ১৬০ টাকা রাখবেন এবং আপনার যোগাযোগ নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন যা দ্বিতীয় বার্তা ফরম্যাটে ব্যবহৃত হয়েছিল।
  • যদি কোনও আবেদনকারী এসএমএস সিস্টেমের সাথে কোনও সমস্যার মুখোমুখি হন তবে তারা এখন টেলিটক হেল্পলাইনে 121 এ যোগাযোগ করতে পারেন।

বিজিবি সিপাহী নিয়োগ ১০৩ তম ব্যাচ সার্কুলার

bgb

Source: Bangladesh Pratidin, 07 September 2025

Application Deadline: 19 September 2025

1 bgb

2 bgb

 

দীপ্ত সীমান্ত নিয়োগঃ একাধিক পদেদীপ্ত সীমান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।দীপ্ত সীমান্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত প্রেরণের জন্য আহবান করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৫ এর  মধ্যে ডাকযোগে অথবা সরাসরি দীপ্ত সীমান্ত, শিক্ষা প্রতিষ্ঠান পিলখানা, ঢাকায় সংরক্ষিত বাক্সে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিবেন। পিলখানার ৪০ নং গেটের বাক্স। এসব পদের জন্য ৫০০ টাকা ব্যাংক ড্রাফ্‌ট করতে হবে।

 

বাহিনীর পদ ও পদমর্যাদাঃ

মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, উপ মহাপরিচাল, পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপ পরিচালক, সহকারী পরিচালক, সুবেদার মেজর, সুবেদার, নায়েব সুবেদার, হাবিলদার, নায়েক, ল্য্যন্স নায়েক, সিপাহী

২৫ শে ফেব্রুয়ারী ও ২৬ শে ফেব্রুয়ারী, পিলখানায় বাহিনীর সদরদপ্তরে একটি নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে করা হয়।  ০৮ ডিসেম্বর ২০১০ তারিখে সংসদ অধিবেশনে ‘বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাক্ট, ২০১০’ পাশ করার পর, এটি একই বছরের ২০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পতাকা উত্থাপিত এবং ২৩ জানুয়ারি ২০১০ তারিখে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ হিসাবে চালু করার জন্য নির্দেশনা দেন।

বিজিবি নিয়োগ ২০২৫ সার্কুলারে যে সব নিয়োগ হয়

বর্ডার গার্ড সিপাহী পদে চাকরি,বিজিবি নিয়োগ ১০০ তম ব্যাচ,বিজিবি নিয়োগ ১০০ তম ব্যাচ ২০২৫, বিজিবি নিয়োগ ২০২৫,বিজিবি নিয়োগ ৯৯ তম ব্যাচ সার্কুলার, বাংলাদেশ বর্ডার গার্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিজিবি অসামরিক পদে নিয়োগ, বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২৫,বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ ২০২৫, বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,বডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২৫,বডার গাড বাংলাদেশ নিয়োগ ২০২৫

102 thoughts on “বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (১৬৬ পদে নিয়োগ)

      1. এসএসসি ও এইচএসসি দুইটাই পাস করতে নাকি এসএসসি পাস করলেও হবে জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com