তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএসসি টেক্সটাইল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএসসি ইন টেক্সটাইল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ তাত বোর্ডের নিয়ন্ত্রাধীন এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

চার বছর মেয়াদী বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে লেভেল ১ টার্ম ১ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের থেকে নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান করা হয়েছে।

আবেদন কারীকে জন্মসুত্রে বাংলাদেশী হতে হবে , আবেদন করতে হবে ডাকযোগে, মোট ৮০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন ফি লাগবে ১০০০ টাকা। ১১ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে চলবে ০৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত। বিস্তারি সকল তথ্যের জন্য আমাদের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন।

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। বাংলাদেশ তাত শিক্ষা ও প্রশিক্ষন ইনস্টিটিউট সাহেপ্রতাপ নরসিংদীতে অবস্থিত।

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ জুট টেকনোলজী/গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিংপরীক্ষায় ২০২৩ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ৪.০০ এর স্কেলে সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫ প্রাপ্তুরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএসসি টেক্সটাইল ভর্ত ২০২৩

ভর্তির আবেদন পত্র ওয়েবসাইট bheti.portal.gov.bd  www.bhb.gov.bd থেকে সংগ্রহ কর যাবে| উক্ত ভর্তি ফরম নিজ হাতে পুরণ করে ১০০০/- (এক হাজার টাকা) নগদ জমাদান পূর্বক জমা রশিদ এবং সকল চূড়ান্ত পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও ০৩ কপি ছবিসহ ১১/০৯/২০২৩ হতে ০৫/১০/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সার্কুলারে দেয়া ঠিকানায় জমা দিতে হবে ও প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ তাঁত বোর্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি  ২০২৩

বিজ্ঞপ্তির শিরোনামবাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএসসি ইন টেক্সটাইল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
কোন মন্ত্রণালয়বস্ত্র ও পাট মন্ত্রণালয়
প্রতিষ্ঠানের নামবিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম সাহেপ্রতাপ, নরসিংদী
কোর্সের মেয়াদ৪ বছর
আবেদনের মাধ্যমডাকযোগে
আবেদন ফি১০০০/-
আবেদন শুরু  ১১ সেপ্টেম্বর ২০২৩ 
আবেদনের শেষ তারিখ ০৫ অক্টোবর ২০২৩ 
ভর্তি পরীক্ষার তারিখ০৭ অক্টোবর ২০২৩ সকাল ১০ টা
ফলাফল প্রকাশ০৮ অক্টোবর ২০২৩

Bangladesh Handloom Education & Training Institute(BHETI Affiliated By BUTEX) Admission 2023

tat baord bdpratidin

আবেদনের শেষ তারিখঃ ০৫ অক্টোবর ২০২৩

আসন সংখ্যাঃ

বিভাগের নামআসন সংখ্যা
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪০
এপারেল ইঞ্জিনিয়ারিং৪০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog