বাংলাদেশ ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএস একটি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট যা একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যা বাংলাদেশে নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে গবেষণা পরিচালনা করেবাংলাদেশ ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ -এ নিম্ন পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নসাক্ষরকারী বরাবর দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নিয়োগের শিরোনাম | BIISS Job Circular 2023 |
নিয়োগদাতা প্রতিষ্ঠান | Bangladesh Institute of International and Strategic Studies |
জবের ধরন | সরকারি চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ০৩ মার্চ ২০২৩ |
বিজ্ঞপ্তির উৎস | জাতীয় দৈনিক পত্রিকা |
মোট পদ সংখ্যা | ০১ টি পদে |
কত ক্যাটাগরি | ০১ ক্যাটাগরির পদে |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক,স্নাতকোত্তর |
বয়সসীমা | ১৮-৩২ বছর বয়স হতে হবে। |
আবেদনপত্র দেয়ার মাধ্যম | সম্পুর্ন ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ১৬ মার্চ ২০২৩, বিকাল ০৫ টা |
অফিশিয়াল ওয়েবসাইট | https://www.biiss.org |
বিআইআইএসএস নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ
১.পদের নামঃ গবেষণা কর্মকর্তা (০১ টি)
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতকোত্তর,পিইএচডি ডিগ্রী
বয়সসীমাঃ সর্বোচ্চ ১৮-৩০ বছর।
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
বিআইআইএসএস চাকরির আবেদনের নিয়ম ও শর্তঃ
- প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে।
- প্রার্থীর পূর্ন জীবন বৃত্তান্ত (খ) জন্ম নিবন্ধন সনদপত্র, (গ) জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র কে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র দরখাস্তের সাথে সার্টিফিকেটসমূহ সংযুক্ত করতে হবে
- এছাড়া সদ্য তোলা সত্যায়িত ০৩ (তিন) কপি পাসপোর্ট সইজের ছবি, প্রথম শ্রেণির গেজেটেড অফিসারের নিকট হতে চারিত্রিক সনদপত্র দরখাস্তের সাথে সার্টিফিকেটসমূহ সংযুক্ত করতে হবে।
- দরখাস্ত আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখের মধ্যে নিম্নসাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে।
- ৪।প্রাথমিকভাবে বাছাইকৃত পরীক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্ব স্ব ঠিকানায় পত্র ও এসএমএস মারফ অবহিত করা হবে।
Bangladesh Institute Of International And Strategic Studies Job Circular 2023
Source: Ittefaq, 03 March 2023
Application Deadline: 16 March 2023
Visit Official Website: www.biiss.org
রাস্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং মেজর জেনারেল মোহাম্মাদ মাকসুদুর রহমান বর্তমান মহাপরিচালক।১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।
Bangladesh Institute of International and Strategic Studies Job circular, Bangladesh Institute of International and Strategic Studies Job circular,biiss internship,biiss journal pdf,the center for bangladesh and global affairs,biss website,bliss bd,think tank bangladesh,biiss faculty
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে
KFPlanet ফেসবুক পেজ 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। M