বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কুকিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (BFCC Course)

বিমানের ফ্লাইটের যাত্রীদের আপ্যায়নের জন্য এবং যাত্রীদের খাবারের জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয়। বিমানের যাত্রীদের খাবার পরিবেশন ও খাবারের নিদিষ্ট মান বজায় রাখার জন্য কুকিং কোর্স করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কুকিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কোর্স করলে আপনি খুব সহজে কিভাবে যাত্রীদের খাবার পরিবেশন করতে হয়, সেটা খুব সহজে পারবেন।

বিমান ফ্লাইট ক্যাটারিং কোর্সে আপনি আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাবেন। এখানে মোট ৬০ টি আসন আছে , আপনি ভর্তি হতে চাইলে দ্রুত আবেদন হবে। কোর্সে আপনাকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক কিচেনে সব ধরনের কুকিং শেখানো হবে। চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করি

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কুকিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

পেন্টিম্যান পদে ০৬ মাসের ইন্টার্নশিপ ভর্তি

বিএফসিসির অপারেশন শাখায় ০৬ মাসের জন্য ইন্টার্নশিপ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এসএসসি পাস করে থাকলে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের পেন্টিম্যান পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। নির্বাচিত হওয়ার পর প্রতিদিন নির্দিষ্ট সম্মানী প্রদান করা হবে।

jugantor
visa.kfplanet.com

আবেদন সংগ্রহ ও জমাদানের শেষ তারিখঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪
ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
ভাতা প্রদানঃ প্রতিদিন ৬০০ টাকা হারে সম্মানী প্রদান করা হবে।
ডিউটিঃ দৈনিক ০৮ ঘণ্টা

বেকারি ইউনিটে ০৬ মাসের ইন্টার্নশিপ ভর্তি

আবেদন সংগ্রহ ও জমাদানের শেষ তারিখঃ ১৫ নভেম্বর ২০২৪

ইন্টার্ন করতে কতজন নেয়া হবে?: ১৩ জন

ভর্তির যোগ্যতাঃ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

ইন্টার্ন বেতনঃ দৈনিক ৬০০ টাকা

শাখা কিচেন ও বেকারি ইউনিটে ০৬ মাসের ইন্টার্নশিপ

আবেদন সংগ্রহ ও জমাদানের শেষ তারিখঃ ৩০ আগস্ট ২০২৪

কোর্স শুরুর তারিখঃ সেপ্টেম্বর ২০২৪

ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

কোর্স ফিঃ ৪০০০০ হাজার টাকা । তবে দুই কিস্তিতে দিতে পারবেন।

মোবাইল নম্বরঃ ০১৭১২১৮২১৪১, ০১৭৭৭৭১৫৬৮৬, ০১৯১১৪১৯০০৫

Email: hygiene.bfcc@bdbiman.com

কোর্সের মেয়াদঃ কোর্সের মেয়াদ ৬ মাস আর ৩ মাস ইন্ডাস্ট্রিয়াল এ্যাটাচমেন্ট

  •  City & Guilds ,UK এর রেজিস্ট্রেশান ও পরীক্ষার  ফি বাবদ ১৬০ পাউন্ড সমতুল্য বাংলাদেশি টাকায় পরিশোধ  করতে হবে।
  • কোর্সের সময় সুচিঃ তাত্ত্বিক ক্লাস রবিবার থেকে বৃস্পতিবার Morning shift – ৯.০০ থেকে ১.০০ পর্যন্ত আর Evening shift- ২.০০ থেকে ৬.০০ পর্যন্ত
  • সকল সরকারি ছুটির দিন বন্ধ থাকবে
  • ভর্তি আবেদন বিএফসিসি অফিস থেকে ৫০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে
  • Attachment চলবে বিএফসিসি এর সময়সূচী অনুযায়ী

সুবিধা সমূহঃ

  • সব রকমের ডিজিটাল শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষা প্রদান
  • সব ক্লাস রুম শীতাতপ নিয়ন্ত্রিত
  • আন্তজার্তিক ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ও উচ্চ দক্ষতা সম্পন্ন প্রশিক্ষক প্যানেল

বৈশিষ্ট্য সমূহঃ 

  • ISO 9001 ISO 22000 অনুমোদিত প্রতিষ্ঠান
  • একই প্রতিষ্ঠানে Industrial Attachment এর সুব্যবস্থা
  • State of the art মানের বাণিজ্যিক মানের কিচেন
  • আন্তজার্তিক সার্টিফিকেট City & Guilds ,UK

intern

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্বারা পরিচালিত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার  যাত্রীদের উন্নত মানের খাবার তৈরী ও পরিবেশন করে থাকে । ১৯৮৯ সালের অক্টোবরে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে। ক্যাটারিং সেন্টারের ফ্লোরএর মোট এরিয়া ৬৬, ১২০ বর্গফুট।

আন্তর্জাতিক মানের কিচেন এবং একদল  শেফর তত্বাবধানে তৈরী হয় এখানকার সকল প্রকার খাবার।  স্বাস্থ্য সম্মত ভাবে প্রতিদিন প্রায় ৮৫০০ জনের খাবার তৈরী হয় এই কিচেনে। যাত্রীদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার তৈরি কারায় মূল লক্ষ্য। এখানে সকল স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা হয়। বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের প্রধান কাজ হল আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে  যাত্রী সেবায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এই  প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করা।

 

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কোর্স, ক্যাটারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স, ক্যাটারিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কোর্স ভর্তির তথ্য, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কোর্স ভর্তির যোগ্যতা, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কোর্সের সময় সূচি, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কোর্সের মেয়াদ

2 thoughts on “বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার কুকিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (BFCC Course)

  1. after reading this news i am so much interested doing this course.I am 44 years old.have i any chance getting a job relating this training if i complete this course properly?i am a lawyer but i want to change my carrier.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com