বাংলাদেশ বিমান বাহিনী থেকে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের জন্য বাংলাদেশ বিমান সেনা নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশ করেছে। বিমান সেনা নিয়োগ এন্ট্রি নং ৫২ বিজ্ঞপ্তিতে টেকনিক্যাল ট্রেড, এমটিওএফ, নন-টেকনিক্যাল ট্রেড, মিউজিক ট্রেড এবং অন্যান্য পদ রয়েছে।
বিমান বাহিনীর সামরিক নিয়োগের মধ্যে চাকরি প্রার্থীর প্রথম পছন্দে হলো বিমানসেনা পদে চাকরি। ন্যূনতম এসএসসি পাস প্রার্থীরা বিমান সেনা চাকরির জন্য যোগ্য হবেন। বিমান সেনার জন্য ২৪ আগস্ট ২০২৪ তারিখের আবেদন করতে হবে।
বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে জনবল নিয়োগ হবে অসংখ্য পদে। বিমান সেনার জন্য শিক্ষা প্রশিক্ষক,সাইফার এসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড, এমটিওএফ, নন-টেকনিক্যাল ট্রেড,প্রভোস্ট, চিকিৎসা সহকারী, আইটি সহকারী, পিএফএন্ডডিআই, খেলোয়াড়, মিউজিশিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বাংলাদেশ বিমান সেনা নিয়োগ ২০২৪ সার্কুলার অনুসারে পদভেদে পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনাকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৩.৫০ পেতে হবে। এছাড়া বিস্তারিত নিচে দেখুনঃ
জাতীয়তা | বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক |
বয়সসীমা | ১৬-২১ বছর সকল ট্রেড; তবে এমটিওএফ ২৪ ও চিকিৎসা সহকারী ২৬, শিক্ষা প্রশিক্ষক ২৮,সাইফার এসিস্ট্যান্ট ২৮ |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত (তালাক নয়) |
উচ্চতা (পুরুষ) | সকল ট্রেডে মিনিমাম ৫ ফুট ৪ ইঞ্চি; তবে পিএফএন্ডডিআই ,জিসি ও প্রভোস্ট ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। |
উচ্চতা (মেয়ে) | সকল ট্রেডে মিনিমাম ৫ ফুট। পিএফএন্ডডিআই,জিসি ও প্রভোস্ট ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। |
ওজন | বয়স ও উচ্চতা অনুযায়ী |
বুকের মাপ (পুরুষ) | মিনিমাম ৩০ ইঞ্চি; প্রসারণ ০২ ইঞ্চি |
বুকের মাপ (মেয়ে) | মিনিমাম ২৮ ইঞ্চি; প্রসারণ ০২ ইঞ্চি |
চোখের দৃষ্টি | ৬/৬- স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। |
অনলাইনের আবেদনের সময়সীমা | ০৫-১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত |
- বাংলাদেশ বিমান বাহিনীর সকল কোর্স ও নিয়োগ সার্কুলার একসাথে
- বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- SSC পাসে বিমান বাহিনীর এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ বিমান বাহিনীর বাফা কোর্স সার্কুলার
বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি এন্ট্রি নং ৫৩ সার্কুলার: সকল ট্রেড
ট্রেডঃ সাইফার এসিস্ট্যান্ট (পুরুষ)
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রিতে ন্যুনতম জিপিএ ২.৫/সমমান।
ট্রেডঃ টেকনিক্যাল ট্রেড
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ নন- টেকনিক্যাল ট্রেড
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে যে কোন শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ প্রভোস্ট
লিঙ্গঃ পুরুষ ও মহিলা উভয় প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে যে কোন শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
বিভিন্ন ট্রেডের পরীক্ষার বিষয়ঃ
ট্রেড | লিখিত পরীক্ষা | অন্যান্য পরীক্ষা |
শিক্ষা প্রশিক্ষক | আই কিউ, ইংরেজি,সাধারণ জ্ঞান | স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা |
সাইফার এসিস্ট্যান্ট | আই কিউ, ইংরেজি,সাধারণ জ্ঞান | স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা |
টেকনিক্যাল ট্রেড | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত | স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। |
নন- টেকনিক্যাল ট্রেড | আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান | স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। |
এমটিওএফ ট্রেড | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত | স্বাস্থ্য পরীক্ষা,মৌখিক পরীক্ষা ও ব্যাবহারিক পরীক্ষা |
প্রভোস্ট ট্রেড | আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান | শারীরিক দক্ষতা, স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। |
চিকিৎসা সহকারী ট্রেড | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান,গণিত ও জীব বিজ্ঞান | স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। |
পিএফএন্ডডিআই ট্রেড | আই কিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান | শারীরিক দক্ষতা, স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা |
আইটি সহকারী ট্রেড | আই কিউ, ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও গণিত | স্বাস্থ্য পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও ব্যাবহারিক পরীক্ষা |
Bimansena নিয়োগ বিজ্ঞপ্তি এন্ট্রি নং ৫৩
বাংলাদেশের বিমানবাহিনীর বিমানসেনা নন টেকনিক্যাল ট্রেড নিয়োগ বিজ্ঞপ্তি ও বিমানসেনা টেকনিক্যাল ট্রেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমরা বিজ্ঞপ্তিটি ইডিট করে বেটার ভিউ ফর ভিসিটরস বানিয়ে থাকি ফলে জুম না করে আমাদের অয়েবপেজ থেকে সহজেই পড়তে পারবেন।
সাইফার এসিস্ট্যান্ট ২১ ট্রেড
যেকোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমানের ডিগ্রিতে ন্যুনতম জিপিএ ২.৫/সমমান পেতে হবে। যেকোন স্বীকৃত প্রশিক্ষণ ইন্সটিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদ প্রাপ্ত হলে অগ্রাধিকার দেয়া হবে।
Application Deadline: 15 September 2024
বিমান সেনার কাজ কি?
সহজ কথা বলতে বিমানসেনা বা এয়ারম্যান, কর্মচারী সেনা। আবার কিছু সময় বিমানেও কর্মচারী পদেও দায়িত্ব পেতে পারেন।
বিমান সেনার বেতন কত?
উত্তরঃ ২০ থেকে ২৫ হাজার টাকা মাসিক
বাংলাদেশ বিমান সেনা শিক্ষা প্রশিক্ষক ৩৬
ট্রেডঃ শিক্ষা প্রশিক্ষক (পুরুষ)
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রিতে ন্যুনতম জিপিএ ২.৫/সমমান।
বিগত সার্কুলারে উল্লখিত পদ
ট্রেডঃ এমটিওএফ
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ চিকিৎসা সহকারী
লিঙ্গঃ পুরুষ ও মহিলা উভয় প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে জীববিজানসহ বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ পিএফএন্ডডিআই
লিঙ্গঃ মহিলা প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে যে কোন শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ আইটি সহকারী
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ জিসি
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ খেলোয়াড়
লিঙ্গঃ পুরুষ প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৩.৫/সমমান।
ট্রেডঃ মিউজিশিয়ান
লিঙ্গঃ মহিলা প্রার্থিরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার যোগ্যতাঃ এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ২.৫/সমমান।
বিমান সেনা নতুন নিয়োগ ২০২৪, বিমান সেনার বেতন কত, বিমান সেনা নিয়োগ এন্ট্রি নং ৫০, বিমান সেনার কাজ কি,বিমান সেনাদের বেতন কত, বিমান সেনা চাকরির খবর, বিমান সেনা জব সার্কুলার, বিমানসেনা পদে নিয়োগ, মহিলা বিমান সেনা নিয়োগ, বিমান সেনার যোগ্যতা, বিমান সেনা সার্কুলার, biman sena circular 2024, বিমান বাহিনীর বিমানসেনা নিয়োগ
আসসালামু আলাইকুম। এই নিয়োগে আবেদন করেছিলাম। পরীক্ষার দিনেও সকাল আটটায় সেখানে উপস্থিত হই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম পরীক্ষা হবে না। ওনারা বললেন আমাদের যেদিন পরীক্ষা হবে তার
দুদিন আগে নাকি মেসেজ যাবে। কিন্তু আজ পযন্ত কোন খবর নেই। তবে আমরা কি শুধুই আবেদন করেছি। বাংলাদেশের প্রতিটি কোনা কোনা থেকে যারা এত কষ্ট করে এসেছি তার কি কোন মূল্য নেই।?? ¿???
এটি খুবই দুঃখজনক ঘটনা। আপনারা কয়েকজন মিলে সরাসরি কোর্টে হয়রানি মামলা করতে পারেন।