সরকারিভাবে জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (৩৩০ টি ভিসা-BOESL)

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনায় জর্ডানে যেতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশি পুরুষ ও নারী শ্রমিকদের দিতে হবে মাত্র ১৮,২৪০ টাকা।

BOESL বিভিন্ন ধরনের প্রায় ৭০+ জন মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ করা হবে। সরকারিভাবে জর্ডান পুরুষ ভিসা ২০২৫ ও জর্ডান মহিলা ভিসা ২০২৫ আবেদন পক্রিয়াসহ বিস্তারিত দেখুন!

বোয়েসেল জর্দান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নিয়োগ শিরোনামবোয়েসেলের মাধ্যমে জর্দান নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশএপ্রিল ২০২৫
এবার মোট লোক নেয়া হবে ৩৩০ টি
বয়সসীমা১৮-৩৯
লিঙ্গপুরুষ ও মহিলা
মাসিক বেতনআলোচনা সাপেক্ষে 
অনান্য সুযোগ সুবিধাওভারটাইম+থাকা+খাওয়া+পরিবহন
আবেদনের মাধ্যমসাক্ষাৎকার
আবেদন শেষ ১১,১২ এপ্রিল ২০২৫
আবেদন ফি১২০০

সরকারিভাবে জর্ডানে যাওয়ার আবেদন শুরু হয়েছে

কর্মীদের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ পক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১১,১২ এপ্রিল ২০২৫ তারিখে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে শ্রমিকদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে BOESL।

তিন বছরের চুক্তি অনুযায়ী শ্রমিকরা প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করবেন। অতিরিক্ত ঘন্টা কাজ করলে তারা ওভারটাইম বেতন পাবেন। তবে চুক্তি নবায়ন করতে পারবেন মানে চুক্তি বাড়াতে পারবেন।

জর্ডানে এবার কত পদে নিয়োগ দিবে? 

জর্ডানের বিভিন্ন কোম্পানিতে ৩৩০+ বাংলাদেশি পুরুষ, নারী কর্মী নিয়োগ করবে, বোয়েসেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জর্ডানে জব ভিসায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মাসেই।

Jordan Work Permit Visa for Bangladeshi

brupdf 1

Application Deadline: 11 April 2025

2025 04 09 08 12 7ca777bec674090c8cd08bef29bf0671 1

Application Deadline: 11,12 April 2025

2025 04 09 08 12 c176194d799dc2a63b7467b34fcc4e0c 1

Application Deadline: 11,12 April 2025

BOESL Jordan Job Circular : আবেদন ফি

সূত্র জানায়, বিওইএসএল সার্ভিস চার্জ, এক্সিট ট্যাক্স, সার্ভিস চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট, বিওইএসএল রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং নির্বাচিত কর্মচারীদের ওয়েজ আর্নার ওয়েলফেয়ার ফি কোম্পানি পরিশোধ করবে। চিকিৎসা ফি হিসেবে মাত্র ১০০০ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি হিসেবে ২০০ টাকা নির্বাচিত কর্মচারীদের দিতে হবে।

 

সরকারিভাবে জর্দানে যেতে যেসব কাগজপত্র লাগবে 

প্রার্থীদের অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আসল পাসপোর্ট, এক সেট রঙিন এবং পাসপোর্টের পরিচয় পৃষ্ঠার চার সেট কালো ও সাদা ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র বা উপস্থিতি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সঙ্গে আনতে হবে। এবং তাদের সাথে শিক্ষাগত বা অভিজ্ঞতার প্রশংসাপত্র।

 

জর্ডানে কাজের ভিসায় গেলে কেমন বেতন ও সুবিধা দিবে?

মাসিক মূল বেতন পাবেন ৫০,০০০ টাকার মত। এছাড়া বাসস্থান, খাবার ও চিকিৎসার খরচ নিয়োগকর্তারা বহন করবেন।এছাড়া কর্মচারীদের জন্য বিমান ভাড়াও নিয়োগকর্তা প্রদান করবেন। কর্মীদের জন্য বীমা সুবিধা থাকবে।

বিদ্রঃ  চুক্তি শেষ হওয়ার আগে কোনো শ্রমিক দেশে ফিরতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রয়োগ করা হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা রয়েছে তারা নিয়োগের অযোগ্য হবেন।

অনলাইনে দ্রুত আবেদন করুন! আবেদন করার পর এসএমএস অথবা আমাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারের স্থান জানিয়ে দেওয়া হবে।

 

জডান গার্মেন্টস নিয়োগ ২০২৫ শর্তাবলী

  • গার্মেন্টের মেশিন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে।
  • দৈনিক ০৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ০৬ দিন।
  • ওভারটাইম বাধ্যতামূলক নয়।
  • কর্মসংস্থান চুক্তি ০৩ বছর (নবায়নযোগ্য)।
  • রিক্রুটিং অফিসার খাবার ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবেন।
  • চাকরিতে যোগদানের সময় এবং ৩ বছর চাকরির পর দেশে ফেরার বিমান ভাড়া রিক্রুটিং অফিসার বহন করবেন।
  • অন্যান্য শর্তাবলী জর্ডানের শ্রম আইনের অধীনে প্রযোজ্য হবে।
  • যাদের বিরুদ্ধে এদেশে বা জর্ডানে ফৌজদারি মামলা রয়েছে। তাদের আবেদন গ্রহণ করা হবে না।

অনান্য দেশের বোয়েসেল সার্কুলার পারেন

বিদেশগামীদের জন্য বোয়েসেল থেকে সতর্কবার্তা

bosel

প্রবাসী শ্রমিকদের অভিযোগ এর জন্য হটলাইন

329275

যে সব পদে বোয়েসেলের মাধ্যমে জর্ডান নিয়োগ দিয়ে থাকে 

জর্ডানে পুরুষ মেশিন অপারেটর নিয়োগ 

মাসিক মূল বেতনঃ ১৭৭ মার্কিন ডলার
অভারটাইমঃ জি, ওভারটাইম করতে পারবেন।
লিঙ্গঃ মহিলা
বয়সঃ ২০-৩০ বছর
অভিজ্ঞতাঃ বাস্তব অভিজ্ঞতা দরকার হবে
সাক্ষাৎকারঃ ২৭,২৮,২৯ অক্টোবর ২০২৩

জর্ডানে মহিলা মেশিন অপারেটর নিয়োগ 

মাসিক মূল বেতনঃ ১৭৭ মার্কিন ডলার
অভারটাইমঃ জি, ওভারটাইম করতে পারবেন।
লিঙ্গঃ মহিলা
বয়সঃ ২০-৩০ বছর
অভিজ্ঞতাঃ বাস্তব অভিজ্ঞতা দরকার হবে
সাক্ষাৎকারঃ ২৭,২৮,২৯ অক্টোবর ২০২৩

পদের নামঃ মহিলা সুইং মেশিন অপারেটর

মাসিক মূল বেতনঃ  ১২৫ জেডি
অভারটাইমঃ জি, ওভারটাইম করতে পারবেন।
লিঙ্গঃ পুরুষ ও মহিলা
বয়সঃ ১৮-৩৯ বছর
অভিজ্ঞতাঃ বাস্তব অভিজ্ঞতা দরকার হবে

জর্ডানের গার্মেন্টস সেক্টরে নিয়োগ
পদের নামঃ ফ্যাক্টরি ওয়ার্কার্স

মাসিক মূল বেতনঃ ১৭৭ মার্কিন ডলার (বেসিক)
অভারটাইমঃ জি, ওভারটাইম করতে পারবেন।
লিঙ্গঃ মহিলা
বয়সঃ ২০-৩০ বছর
অভিজ্ঞতাঃ বাস্তব অভিজ্ঞতা দরকার হবে
সাক্ষাৎকারঃ ১০ মার্চ ২০২৩

 

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

94 thoughts on “সরকারিভাবে জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (৩৩০ টি ভিসা-BOESL)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog