বোয়েসেল কুয়েত নিয়োগ ২০২৩ (সরকারিভাবে কুয়েত জব ভিসা নিউজ)

কুয়েত জব ভিসা নিয়ে অনেকে মধ্য প্রাচ্যের দেশ কুয়েতে যেতে চাই। সু সংবাদ হলো বিভিন্ন ধরনের পদে সরকারিভাবে নিয়োগ দেয়া হবে। সর্বশেষ Bangladesh Overseas Employment and Services Limited (Boesl) সার্কুলার অনুসারে কুয়েতে কাজের ভিসা বা জব ভিসা নেয়ার জন্য আবেদনের শেষ তারিখ ০৫ নভেম্বর ২০২৩ তারিখ। কুয়েত কাজের ভিসা ২০২৩ সার্কুলার নিয়ে সকল তথ্য দেখুন আমাদের পোস্ট থেকে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল) এর মাধ্যেম ফিজিতে ১২৩২ টি পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতা অনুসারে যে কোন পদে আবেদন করতে পারবেন। 

বোয়েসেল কুয়েত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ তথ্য

বিজ্ঞপ্তির নাম কুয়েত কাজের ভিসা ২০২৩ সার্কুলার
বিজ্ঞপ্তি প্রকাশ ২৭ অক্টোবর ২০২৩
মোট ক্যাটাগরি ০৪ টি
পদ সংখ্যা ১২৩২ টি
বয়স অনূর্ধ ২৩-৩৯ বছর
অভিজ্ঞতা ০২ বছরের
প্রতিদিন কাজের সময় ০৮ ঘণ্টা
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনে শেষ তারিখ ০৫ নভেম্বর ২০২৩

কুয়েত সরকারি জব ভিসা ২০২৩ শর্তবলী

  • চাকুরির চুক্তি ০১ (দুই) বৎসর, নবায়নযোগ্য
  • প্রতি দিন ০৮ ঘণ্টা, সপ্তাহে ০৬ দিন। বাৎসরিক ছুটি ৩০ দিন।
  • প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবংকর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে
  • প্রাথমিক চিকিৎসার খরচ ও খাবারের ব্যবস্থা কোম্পানি বহন করবে।
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • অন্যান্য শর্তাবলি কুয়েত শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেল এর মাধ্যমে কুয়েত যাওয়ার খরচ কত?

অভিবাসন ব্যয় ভ্যাট, ট্যাক্স, ইন্সুরেন্স ফি ও সার্ভিস চার্জসহ ৭০,০০০ টাকা খরচ হবে। এছাড়া অন্যান্য ফি ৮,০০০ টাকা খরচ হবে।

BOESL Kuwait Job Circular 2023

boesl 3
visa.kfplanet.com

Application Deadline: 05 November 2023

Google form: https://forms.gle/mFnUCCgHpZoLG6dF6

দান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি,ড্রাইভার পদের জন্য বৈধ লাইসেন্স এর কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিংকে আবেদন করতে হবে।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

5 thoughts on “বোয়েসেল কুয়েত নিয়োগ ২০২৩ (সরকারিভাবে কুয়েত জব ভিসা নিউজ)

    1. I am a teacher.I completed my study in Islamic University of Kushtia in Bangladesh. my academic background is Islamic studies, Department of Al Hadith and Islamic studies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com