বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) স্বল্প খরচে রাশিয়ায় দক্ষ কর্মী নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে বোয়েসেলের গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
রাশিয়ায় জাহাজ শিল্পে, কৃষি খাতে, ওয়েলডিং সেক্টর, কন্সট্রাকশন সেক্টরে বিভিন্ন পদে দক্ষ শ্রমিক নেওয়া হয়ে থাকে। বাংলাদেশ থেকে সল্প খরচে রাশিয়াতে জনবল নেওয়া হবে। বিমানভাড়া রাশিয়ার কোম্পানিগুলা বহন করে থাকে। সকল তথ্য নিচে তুলে ধরা হল।
বোয়েসেল সার্কুলার জুলাই ২০২৪ রাশিয়া
নিয়োগ বিজ্ঞপ্তি | বোয়েসেল রাশিয়া নিয়োগ ২০২৪ |
মোট পদ | ০১ টি |
মোট পদ সংখ্যা | ৫০ টি |
যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা দরকার নেই, স্নাতক পাশ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
সার্ভিস চার্জ | ৩৫,৫৬,৭০ হাজার |
পাবলিশ তারিখ | ০৩ সেপ্টেম্বর ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১০ সেপ্টেম্বর ২০২৪ |
বেতন স্কেল | ৪৫,০০০/- ৫০,০০০/- ৫৫,০০০/- রুবেল (রাশিয়ান মানি) |
৫০ টি পদে বোয়েসেল রাশিয়া নিয়োগ ২০২৪
বোয়েসেল রাশিয়া নিয়োগ ২০২৪ পেতে আগ্রহী প্রার্থীকে ইংরেজিত নিজের জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পার্সপোটের রঙিন কপি, ও অনন্য তথ্যাদি পূরণ পূর্বক বোয়েসেল প্রদত্ত লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে।
এবারের সরকারি ব্যাবস্থাপনায় ০৭ টি পদে ২৯৫ জনকে পাঠানো হবে রাশিয়াতে। তবে রাশিয়ার কাজের শিক্ষানবীশকাল ৩ মাস। কাজের সময় সপ্তাহে ৫ দিন। প্রয়োজনীয় আসবাবপত্র এবং কর্মস্থলে যাতায়াত ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
রাশিয়া কাজের ভিসা ২০২৪ এর জন্য শর্তাবলী
- শিক্ষানবীশকাল ০৩ মাস
- কাজের সময় সপ্তাহে ৫ দিন
- প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবংকর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
- খাবারের ব্যবস্থা নিজে করতে হবে।
- চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ০৩-০৫ মাস -১১ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। (ঠান্ড/এলার্জির প্রবণতা থাকলে আবেদন না করা ভালো)
- চূড়ান্তভাবে নির্বাচনের পূর্বে নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
সরকারিভাবে রাশিয়া জব ভিসা পেতে কত খরচ হবে?
সরকারিভাবে রাশিয়া জব ভিসা পেতে পদভেদে ৩৫,০০০ হাজার, ৫৬,০০০ হাজার ও ৭০,০০০ টাকা লাগবে। এছাড়া মেডিকেল ফি, ভিসা স্ট্যাম্পিং ফি সহ ১৫ থেকে ২০ হাজার খরচ হবে। সরকারিভাবে বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন, অন্য কোন দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খরচ করবেন না।
BOESL Russia Job Circular May 2024
সরকারিভাবে রাশিয়া ভিসা সার্কুলার ৫০ টি পদ
Application Deadline: 10 September 2024
চলমান সকল বেসরকারি চাকরির খবর 2023 (প্রাইভেট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি লিস্ট )
i am a executive
rahman
I’m welder