Skip to content

JSC SSC HSC পাসে ২৭৭ পদে বন অধিদপ্তরে নিয়োগ চলছে।

  ০১,১৩ নভেম্বর ২০২২ তারিখে  পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ পেয়েছে। বন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল সরকারি বেসরকারি চাকরির খবর পাবেন আমাদের সাইটে। Bon Odhidoptor Niyog Biggopti এর আলোকে আবেদনের শর্ত,আবেদনের নিয়মসহ সকল তথ্য নিচে পাবেন।

  আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন এই ভিশন নিয়ে যাত্রা শুরু করে বন অধিদপ্তর এবং মিশন হলো জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বন সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও বন্যপ্রাণী সংরক্ষণ। বন অধিদপ্তরের অফিসিয়াল সাইট http://www.bforest.gov.bd

  আরো দেখুনঃ

  1. পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
  2. পরিবেশ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  বন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

   

  বন অধিদপ্তরে নতুন করে ২৭৭ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ পেয়েছে।  আবেদন করতে পারবেন ৩০ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। উক্ত পদসমূহের মাসিক বেতন হবে ৮,২৫০-২০,০১০/- টাকা ৯,০০০-২১,৮০০/- টাকা থেকে ১১,৩০০-২৭,৩০০/- টাকা পর্যন্ত 

   

  মন্ত্রণালয়ের নামপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  অধিদপ্তেরের নামবন অধিদপ্তর
  চাকরির ধরনসরকারি চাকরি
  বেতন গ্রেডগ্রেড ১২,১৪,১৫,১৬,১৭,২০  
  বেতন স্কেল৮,২৫০-২০,০১০/-থেকে ১১,৩০০-২৭,৩০০/-
  আবেদনের জেলাবিজ্ঞপ্তিতে দেখুন
  শিক্ষাগত যোগ্যতাএসএসসি,এইচএসসি,স্নাতক
  প্রার্থীর বয়স১৮ থেকে ৩০ বছর
  অভিজ্ঞতাবিনা অভিজ্ঞতায়
  মোট নিয়োগ২৭৫+২ জন  
  আবেদনপত্র পাঠানোঅনলাইনে
  আবেদনের সময়সীমা৩০ নভেম্বর ২০২২ 
  অফিসিয়াল ওয়েবসাইটwww.bforest.gov.bd

  Bon Odhidoptor বন অধিদপ্তরে চাকরির পদসমূহ

  সার্কুলার ০৩  

  পদঃ অফিস সহায়ক ০২ টি পদ 
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
  শারীরিক যোগ্যতাঃ সুস্বাস্থ্যের অধিকারী
  বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা

  Source: Samakal, 13 November 2022

  Application Deadline: 30 November 2022

  সার্কুলার ০২ 

  পদঃ ইঞ্জিন ড্রাইভার ১৩ টি পদ 
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
  সনদঃ ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ
  বেতনঃ ১১,৩০০-২৭,৩০০/- টাকা
  গ্রেডঃ ১২

  পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
  শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিভাগ থেকে স্নাতক /সমমান ডিগ্রি
  পদ সংখাঃ ১৩ টি
  বেতন গ্রেডঃ ১৪ 
  বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা মসিক 

  পদের নামঃ বেতার যন্ত্র চালক/ওয়ারলেস অপারেটর 
  শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস 
  পদ সংখাঃ ০৯ টি
  বেতন গ্রেডঃ ১৪ 
  বেতনঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা মসিক 

  পদের নামঃ উচ্চমান সহকারী
  পদ সংখাঃ ০৩ টি
  বেতন গ্রেডঃ ১৫

  শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী
  বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০/-  টাকা।

  পদের নামঃ সারেং  
  পদ সংখাঃ ১৫ টি 
  বেতন গ্রেডঃ ১৫

  শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী
  বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০/-  টাকা।

  পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
  পদ সংখাঃ ১৬৯ টি
  বেতন গ্রেডঃ ১৬
  বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা মসিক
  শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস

  পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর 
  পদ সংখাঃ ০৭  টি
  বেতন গ্রেডঃ ১৬
  বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা মসিক
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস 

  পদের নামঃ গাড়িচালক 
  পদ সংখাঃ ২৯ টি
  বেতন গ্রেডঃ ১৬  
  বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা মসিক
  শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি

  পদের নামঃ স্পিড বোট গাড়িচালক 
  পদ সংখাঃ ২৯ টি
  বেতন গ্রেডঃ ১৬  
  বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা মসিক
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি

  সার্কুলার ০১

  পদঃ ফরেস্ট গার্ড ৭৫ টি পদ 
  শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাস
  শারীরিক যোগ্যতাঃ উচ্চতা ১৬৩ সেন্টিমিটার, বুকের মাপ ৭৬ সেন্টিমিটার
  বেতনঃ ৯,০০০-২১,৮০০/- টাকা

  পদঃ অফিস সহায়ক ০৮ টি পদ 
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
  শারীরিক যোগ্যতাঃ সুস্বাস্থ্যের অধিকারী
  বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা

  বন অধিদপ্তর নিয়োগ পেতে যে সব শর্তাবলী ও নির্দেশনা মেনে চলতে হবে

  1. ৩০/১০/২০২২,২৫/০৩/২২  (আবেদন গ্রহণের শেষ তারিখ) তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
  2. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার জন্য বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  3. বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।
  4. **তবে ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  5. আবেদন পত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ৩১/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০-০০ ঘটিকা।
  6. আবেদন পত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২০/১০/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫.০ ঘটিকা।
  7. কোন সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  8. সরকার নির্ধারিত নির্বাচনী কমিটি কর্তৃক প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের পরপর লিখিত,শারীরিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  9. নিয়োগ বিধিমালা,২০১৯ এর তফসিল ২ অনুযায়ী বাংলা, ইংরেজী,গণিত, প্রাসঙ্গিক টেকনিক্যাল/সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  10. সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য শুধুমাত্র রাইফেল ট্রেনিংধারী), এতিমখানা নিবাসী ও শারিরিক প্রতিবন্ধী (সমাজসেবা অধিদপ্তরের এতিম ও প্রতিবন্ধি সনদ প্রাপ্ত) মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জেলা প্রশাসকের দপ্তর কর্তৃক প্রাপ্ত সনদপত্র), মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত কোটা ও জেলা কোটা ক্ষেত্রমতে যথাযথভাবে অনুসরণ করা হবে
  11. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় ০৯এ বর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা প্রদান করতে হবে।
  12. শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা(প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি।জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পোরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ পত্র।

  বন অধিদপ্তরে চাকরি ২০২২ ইমেজ সার্কুলার ০২

  Source: Bangladesh Pratidin, 01 November 2022

  Application Deadline: 30 November 2022

  বন অধিদপ্তরে চাকরি ২০২২ ইমেজ সার্কুলার ০১

  Source: Ittefaq, 28 October 2022

  Application Deadline: 20 November 2022

  কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা

  Forest Department Job Exam Date 2022

  বন অধিদপ্তর নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী 

  পরীক্ষার নোটিশ প্রকাশঃ ০৯ জুন ২০২২

  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিলোঃ ২৩ ফেব্রুয়ারি ২০২২

  বিজ্ঞপ্তির ক্রমিক নম্বরঃ ১৯

  পরীক্ষার তারিখঃ ২৬ জুন ২০২২

  পরীক্ষার সময়ঃ দুপুর ০১ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত

  পদঃ ফরেস্ট রেঞ্জার/ওয়াইল্ড লাইফ সুপারভাইজার

  বেতন গ্রেডঃ ১০ম গ্রেড

  প্রার্থীর সংখ্যাঃ ৮৮৬ জন

  পুর্বের নিয়োগের পদসমূহঃ 

  পদঃ কম্পাউন্ডার ০১ টি 
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ফার্মেসিতে সার্টিফিকেট কোর্স
  বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা

  পদঃ প্যাথলজিস্ট ০১ টি 
  শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/প্যাথলজিতে সার্টিফিকেট কোর্স
  বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  "কনটেন্ট চুরি করে নিজকে চোর প্রমাণ করবেন না" by KFPlanet Team!