বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদি বিবিএ BBA বাংলা মাধ্যম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ করতে চাইলে আমাদের ওয়েবসাইটটি দেখতে পারেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইংরেজি বা বাংলা মাধ্যমে বিবিএ ভর্তির জন্য আবেদন আহবান করছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দু’ধরনের বিবিএ কোর্স রয়েছে। একটি একাডেমিক ও অন্যটি প্রফেশনাল।কোর্স দুটি ০১ টি বাংলা ও অন্যটি ইংরেজি মাধ্যমে হবে। আধুনিক যুগের চাহিদা ও আন্তর্জাতিক শিক্ষার মানের সাথে তাল মিলিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও চালু করে বিবিএ প্রফেশনাল কোর্স।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে, আবেদনের যোগ্যতা, আবেদন শুরু ও শেষসীমা, আবেদনের নিয়ম সব কিছু পাবেন এখানে। প্রফেশনাল বিবিএ’তে চার বর্ষে মোট ০৮ সেমিস্টার। প্রতি বর্ষ দুটি ০৬ মাসের সেমিস্টার নিয়ে গঠিত।
KFPlanet এ বাংলাদেশের শিক্ষার সকল প্রকার তথ্য সমূহ খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয় ফলে সাইটটি বুকমার্ক করে রাখতে পারেন।
BBA Program 231 Semester Admission English Version
- আবেদনের সময়সীমাঃ ১১ জুলাই ২০২৪ থেকে ০৯ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।
- যোগ্যতাঃ যে কোন বিভাগ থেকে এইচএসসি সমমান পাস
- কোর্সের মেয়াদঃ ০৪ বছর
- আবেদনের মাধ্যমঃ অনলাইনে
- সিলেকশন পক্রিয়াঃ এডমিশন টেস্ট
- ভর্তি পরীক্ষাঃ ২৫ অক্টোবর ২০২৪
- সময়ঃ বিকাল ০৩ টা থেকে ০৫ টা পর্যন্ত।
ONLINE APPLICATION
বাউবির অধীনে সকল কোর্সের ভর্তি বিজ্ঞপ্তির লিংক
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২ বছরের মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
- ওপেন ইউনিভার্সিটি বাউবিতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস কোর্সে ভর্তি
- ওপেন ইউনিভার্সিটি বাউবি বিএসসিএজি ভর্তি বিজ্ঞপ্তি
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবিতে এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবিতে বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি
- Bangladesh Open University BOU বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি
উন্মুক্ত বিবিএ বাংলা মাধ্যম ভর্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |
কোর্সের নাম | বিবিএ কোর্স |
আবেদন শুরু | ০৭ ফেব্রুয়ারি ২০২৪ |
আবেদন করার শেষ তারিখ | ০৭ মে ২০২৪ |
আবেদন ফি | ৫০০ (পাঁচশত ) টাকা মাত্র |
একাডেমিক রেকর্ডস যাচাই বাছাই, মৌখিক পরীক্ষা ও ভর্তির তালিকা | ৮ মে ২০২৪ হতে ২২ মে ২০২৪ এর মধ্যে |
ভর্তির তারিখ | ২৩ মে হতে ০৭ মে ২০২৪ পর্যন্ত |
ওরিয়েন্টেশন ক্লাস | ০৪ আগস্ট ২০২৪ |
টিউটোরিয়াল ক্লাস | ১১ আগস্ট ২০২৪ |
ভর্তির বিষয়সমূহ
- ব্যবস্থাপনা
- মানব সম্পদ ব্যবস্থাপনা
- বিপণন
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- হিসাববিজ্ঞান
- তথ্য ব্যবস্থাপনা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সে ভর্তির যােগ্যতা
- বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ডে নিম্নোক্ত সারণী অনুযায়ী ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ (পাঁচ) পয়েন্ট থাকতে হবে।
- এরপর প্রােগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীর আবেদন পত্র যাচাই-বাছাই করা হবে/ প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
গুরুত্ব পূর্ণ কিছু তথ্যঃ
- htpp://osaps.bou.edu.bd তে লগইন করে অর্থ প্রদানসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
- টাকা জমা দেওয়া যাবে বিকাশ- ০১৭৫৬-০৪৫১৬৬ এবং সিউর ক্যাশ- ০১৭৮৬-৫২৪৯১৭৫ নম্বরে।
- ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ভর্তি ফিসহ বিভিন্ন চার্জ সংশ্লিষ্ট শিক্ষার্থী বহন করবেন।
- আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন + Login -এ ক্লিক করুন + User Id ও Password দিয়ে প্রবেশ করুন + Menu তে Student Services-এ গিয়ে Course Enrollment -এ ক্লিক করে পরবর্তী ধাপসমূহ সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন প্রােফাইল, একাউন্ট নম্বর, টাকার পরিমাণ ট্রানজেকশন হিস্ট্রিসহ রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট আঞ্চলিককপি-আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।
- কোন আবেদনকারীকে Ok ম্যাসেজ পাঠানাে হলেও সনদপত্র যাচাইয়ের পর যদি তা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে উক্ত আবেদনকারী ভর্তির যােগ্যতা হারাবেন।