দেশে প্রাণিসম্পদ ও মৎস্য সেক্টরে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ( বাউবি ) এর কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন লাইভস্টক এন্ড পোল্ট্রি ( সিএলপি) এবং সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং ( সিপিএফপি) প্রোগ্রামে জানুয়ারি- জুন ২০২৩ সেমিস্টারে(২৩১ টার্মে) ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন এ আবেদপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে বাংলাদেশ উনুক্ত বিশ্ববিদ্যালয় OSAPS ( osapsnew.bou.ac.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে।
বাউবিতে সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ উন্মুক্ত সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং ( সিপিএফপি ) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের বেকার সমস্যা সময়ের সাথে প্রকট আকার ধারন করছে, আপনি যদি নিজেকে স্বাবলম্বী করতে চান তবে সিপিএফপি কোর্স করতে পারেন। কোর্সের মাধ্যমে নিজের বেকারত্ব ঘুচাতে পারেন। ভর্তি হতে এসএসসি বা সমমান পাশ হতে হবে। আসন সংখ্যা ৫০ টি, আপনারা আবেদন করতে চাইলে দ্রুত নিদিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন।সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং ( সিপিএফপি ) দুইটি স্থানে প্রশিক্ষণ দেওয়া হবে একটি হল বগুড়া এবং দ্বিতীয়টি হল খুলনা। আপনাদের সুবিধার জন্য নিচে সকল তথ্য দেওয়া হল।
বিজ্ঞপ্তির নাম | বাউবিতে সার্টিফিকেট ইন পিসিকালচার এন্ড ফিস প্রসেসিং |
কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে | উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের |
মোট আসন সংখ্যা | ৫০ টি |
টার্ম | ২৩১ |
সিজন | জানুয়ারি -জুন ২০২৩ |
আবেদনের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা | এসএসসি বা সমমান পাশ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
অনলাইনে ভর্তির আবেদন শুরু | ১৫ নভেম্বর ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ১৫ জানুয়ারি ২০২৩ |
আবেদনের লিংক | http://osapsnew.bou.ac.bd |
আবেদন পত্র সহ ভর্তি ফি | ৩৭৪০/- |
সিপিএফপি প্রোগ্রামের স্টাডি সেন্টার সমূহ- যুব প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া ও খুলনা।
টিউটেরিয়াল ও ক্লাস রুটিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে bou.ac.bd প্রকাশ করা হবে ।
প্রোগাম সমন্বয় কারী সিপিএফপিঃ প্রফেসর ড. মো শাহ আলম সরকারি , মোবাইল নম্বর- ০১৭১৮৬৩০৭৭৬।
এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।