বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের কোর্স চালু করেছে।
০২ বছর মেয়াদের ৬২ ক্রেডিটের কোর্সটির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ৩য় ব্যাচের ভর্তির প্রাথমিক আবেদন করা যাবে ১৫ই মে থেকে ৩০ জন ২০২২ তারিখ পর্যন্ত। ১৫ থেকে ২৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ভর্তি তথ্য একনজরে
ভর্তির বিজ্ঞপ্তি | মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস |
কোন বিশ্ববিদ্যালয় | বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |
সেশন | জুলাই ২০২৪ |
আবেদন শুরু | ১৫ মে ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৩০ জুন ২০২৪ |
প্রাথমিকভাবে রেজাল্ট | ০২ জুলাই ২০২৪ |
আবেদন ফি | ১০০০ টাকা |
চূড়ান্ত রেজাল্ট | ১৫ জুলাই ২০২৪ |
ভর্তি | ১৫-২৫ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত |
অরিয়েন্টেশন | ০২ আগস্ট ২০২৪ |
টিউটোরিয়াল ক্লাস শুরু | ০৯ আগস্ট ২০২৪ |
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস
দেশে অপরাধ বিশেষজ্ঞের চাহিদা বাড়ছে। আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও অপরাধ বিশেষজ্ঞের চাহিদা রয়েছে। পুলিশ, প্রশাসন, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চসহ সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এ বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার রয়েছে। বেসরকারি গোয়েন্দা সংস্থা, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা, সরকারি ও বেসরকারি ব্যাংকেও কাজের সুযোগ রয়েছে।
রহস্য সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে ও গতানুগতিক বিষয়ের বাইরে যারা পড়তে চান তারা ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান নিয়ে পড়তে পারেন। দেশে অপরাধের ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। মানবপাচার, গুপ্ত হত্যা ও মাদককেন্দ্রিক অপরাধগুলো ভিন্ন মাত্রা পাচ্ছে। এসব অপরাধ কমিয়ে আনতে গবেষণা দরকার। সেই সঙ্গে দরকার যথাযথ জ্ঞানসম্পন্ন ক্রিমিনোলজিস্ট ও নিরাপত্তা বাহিনী। আর সেটি নিশ্চিত করতে হলে ক্রিমিনোলজি নিয়ে পড়ার বিকল্প নেই।
এমসিসিজে ভর্তির আবেদনর যোগ্যতা
- যে সকল শিক্ষার্থী তিন বা চার বছরের স্নাতক বা সমমান ডিগ্রি পাশ করেছেন সে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
- শিক্ষাজীবনের যে কোন স্তরে অনধিক একটি ৩য় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপি থাকলেও আবেদন করা যাবে।
- অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জনকারীর ভর্তি পরীক্ষার ফলাফলের স্কোর হিসেবে যোগ হবে।