বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে। ০২ বছর মেয়াদী Bangladesh Open University এমবিএ কোর্সের বিজ্ঞপ্তি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও জাতীয় পত্রিকায় প্রকাশ হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আবেদন অনলাইনে ২৬ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। আবেদন করতে খরচ করতে হবে ১০০০ টাকা।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহি,খুলনা ও সিলেট স্টাডি সেন্টারে BOU MBA এর ক্লাস নেয়া হবে। যে সকল শিক্ষার্থী আবেদন করতে চান , সে সকল শিক্ষার্থী আবেদন নিদিষ্ট তারিখের মধ্যে করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সকল কাগজ পত্র সাথে সংযুক্ত করতে হবে। আবার মৌখিক পরীক্ষার সময় সকল ডকুমেন্ট সাথে করে নিতে হবে ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
আবেদন শুরু | ২৬ জুন ২০২৪ |
আবেদন শেষ | ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
আবেদন ফি | ৬০০ টাকা |
এডমিট কার্ড ডাউনলোড | ১০-১৯ সেপ্টেম্বর ২০২৪ |
মৌখিক পরীক্ষা | ২৭ সেপ্টেম্বর ২০২৪ |
ভাইভার সময় | সকাল ০৯ টা |
মেধা তালিকা প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪ |
হেল্প লাইন | ০১৬১৮৯৭৭২৩৭ |
আবেদন করার ন্যূনতম যােগ্যতা
- মানবিক,সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যে কোন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমবিএ প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবোচিত হবেন।
- ভর্তির ক্ষেত্রে নূন্যতম ৮ পয়েন্ট থাকতে হবে এবং মৌখিক পরীক্ষায় ২ নম্বর পেতে হবে।
- বিবিএ ড্রিগ্রিধারীগণ যদি সিজিপিএ ২.৭৫ পেয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি এমবিএ প্রোগ্রামে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন।
এমবিএ মেজরস বিষয় সমূহ
- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
- মার্কেটিং
- ফিনান্স এন্ড ব্যাংকিং
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
- ইন্টারন্যাশনাল এন্ড ডেভেলপমেন্ট ইকোনমিকস
এমবিএ ইংরেজি মাধ্যম ভর্তি সার্কুলার ২০২৪
এমবিএ বাংলা মাধ্যম
আবেদন শুরু | ০৮ মে ২০২২ |
আবেদন শেষ | ১৭ জুলাই ২০২২ |
আবেদন ফি | ১০০ টাকা |
মৌখিক পরীক্ষা | ২২,২৩,২৯ জুলাই ২০২২ |
মেধা তালিকা প্রকাশ | — ২০২৪ |
ভর্তি তারিখ | — ২০২৪ |
ওরিয়েন্টশন ক্লাস শুরু | — ২০২৪ |
টিউটোরিয়াল ক্লাস শুরু | — ২০২৪ |
হেল্প লাইন | ( ০২) ৯২৯১১০৯ |
ভর্তি সংক্রান্ত তথ্য :
প্রয়ােজনীয় কাগজপত্র শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি সাথে নিয়ে আসতে হবে।
ভর্তির বিষয়ে প্রয়ােজনে যােগাযােগ করুন
০১৮১৯ ৪৯৮৭০৩ ডিন, ওপেন স্কুল: ৯২৯১১০৯; ০৯৬৬৬৭৩০৭৩০/৬৩৫ আঞ্চলিক কেন্দ্র, ঢাকা: ০১৭১২১৩৬৯৩৯T আঞ্চলিক কেন্দ্র, বগুড়া: ০১৭২০১১৮৬৫৫। আঞ্চলিক কেন্দ্র, বরিশাল: ০১৯৭২০০৮১৫৬ আঞ্চলিক কেন্দ্র, রংপুর: ০১৭১৫২৭০৭৯২ আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী: ০১৭১৬১৪৫৯৭৫ আঞ্চলিক কেন্দ্র, চট্টগ্রাম: ০১৯৬৫৭৭০৩৩১ আঞ্চলিক কেন্দ্র, সিলেট: ০১৯১৮১২১৯২২. আঞ্চলিক কেন্দ্র, ময়মনসিংহ: ০১৯২০৯৫৫৮০৯ আঞ্চলিক কেন্দ্র, খুলনা: ০১৯১৩৭৬৭৪২১ আঞ্চলিক কেন্দ্র, যশাের: ০১৯২১১৫৭০১৫। আঞ্চলিক কেন্দ্র, কুমিল্লা: ০১৭১৭২৬৩১৬৮ | আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর: ০১৭১৭০৬৪৯৩০