উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ ব্যাচে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড কোর্সে (Bangladesh Open University Post Graduate Diploma in Medical Ultrasound PGDMU course) ভর্তি নিতে যাচ্ছে। জানুয়ারি ২০২৩ সেশনে ছাত্র ছাত্রী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BOU PGDMU কোর্সের আবেদন করতে পারবেন ১৬ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।
মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রবেশপত্র দেয়া হবে ০৮ মে ২০২৩ তারিখে। সাক্ষাৎকার নেয়া হবে ১২ মে আর চূড়ান্ত রেজাল্ট দেয়া হবে ১৫ মে ২০২৩ তারিখ। ভর্তি শুরু হবে ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত। অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ০৭ জুলাই ২০২৩ তারিখ। প্রাথমিক স্টাডি সেন্টার হলো, সেন্টার ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড এন্ড ডপলার (সিমুড), গ্রিনরোড, ধানমন্ডি, ঢাকা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড ভর্তি তথ্য
বিশ্ববিদ্যালয় | BOU-OPEN UNIVERSITY, BANGLADESH |
সাবজেক্ট | Post Graduate Diploma in Medical Ultrasound PGDMU |
ডিগ্রি | Post Graduate Diploma |
ব্যাচ | ৬ষ্ঠ |
কোর্সের সময় | ০১ বছর |
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদনের তারিখ | ১৬ ফেব্রুয়ারি-১৩ এপ্রিল ২০২৩ |
আবেদন ফি | ১,০০০/- টাকা |
প্রাথমিক রেজাল্ট | ০৮ মে ২০২৩ |
মৌখিক পরীক্ষা | ১২ মে ২০২৩ |
চূড়ান্ত রেজাল্ট | ১৫ মে ২০২৩ |
ভর্তির সময়সীমা | ১৭ মে থেকে ২২ জুন ২০২৩ |
- ✫ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি
- ✫ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্স ভর্তি বিজ্ঞপ্তি
- ✫ মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (BOU-BOU) ভর্তি
- ✫ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার ডিপ্লোমা ভর্তি হোন! BOU DCSA
- ✫ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস
- ✫ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি বিএসসিএজি ভর্তি বিজ্ঞপ্তি
Bangladesh Open University Post Graduate Diploma in Medical Ultrasound PGDMU course Admission Circular 2023