উন্মুক্ত থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড [BOU PGDMU]

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ ব্যাচে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড কোর্সে (Bangladesh Open University Post Graduate Diploma in Medical Ultrasound PGDMU course) ভর্তি নিতে যাচ্ছে। জানুয়ারি ২০২৩ সেশনে ছাত্র ছাত্রী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BOU PGDMU কোর্সের আবেদন করতে পারবেন ১৬ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রবেশপত্র দেয়া হবে ০৮ মে ২০২৩ তারিখে। সাক্ষাৎকার নেয়া হবে ১২ মে আর চূড়ান্ত রেজাল্ট দেয়া হবে ১৫ মে ২০২৩ তারিখ। ভর্তি শুরু হবে ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত। অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ০৭ জুলাই  ২০২৩ তারিখ। প্রাথমিক স্টাডি সেন্টার হলো, সেন্টার ফর মেডিকেল আল্ট্রাসাউন্ড এন্ড ডপলার (সিমুড), গ্রিনরোড, ধানমন্ডি, ঢাকা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড ভর্তি তথ্য

বিশ্ববিদ্যালয়BOU-OPEN UNIVERSITY, BANGLADESH
সাবজেক্টPost Graduate Diploma in Medical Ultrasound PGDMU
ডিগ্রিPost Graduate Diploma
ব্যাচ৬ষ্ঠ
কোর্সের সময়০১ বছর
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ০৫ ফেব্রুয়ারি ২০২৩
আবেদনের তারিখ১৬ ফেব্রুয়ারি-১৩ এপ্রিল ২০২৩
আবেদন ফি১,০০০/- টাকা
প্রাথমিক রেজাল্ট০৮ মে ২০২৩
মৌখিক পরীক্ষা১২ মে ২০২৩
চূড়ান্ত রেজাল্ট১৫ মে ২০২৩
ভর্তির সময়সীমা১৭ মে থেকে ২২ জুন ২০২৩

Bangladesh Open University Post Graduate Diploma in Medical Ultrasound PGDMU course Admission Circular 2023

post graduate

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com