বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৪ আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। T20 টুর্নামেন্টটি ১৯ জানুয়ারী ২০২৪ থেকে ০১ লা মার্চ ২০২৪ পর্যন্ত খেলা হবে। এবার ০৭ টি দল নিয়ে বিপিএল খেলা অনুষ্ঠিত হবে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এবং ফাইনাল বিপিএল খেলাটি ০১ মার্চ অনুষ্ঠিত হবে।
বিপিএল ২০২৪ প্রতিদিন দুটি করে ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের প্রথম পর্ব হবে ঢাকায়। প্রথম দিনে বিকেলের খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে দুরন্ত ঢাকার সাথে। অপর ম্যাচে রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। দিনের খেলা শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে যেখানে রাতের ম্যাচগুলো শুরু হবে ৬.৩০ মিনিটে।
বিপিএল খেলা ২০২৪ সময়সূচী টেবিল
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
১৯ জানুয়ারি ২০২৪ | বেলা ২ টা | কুমিল্লা vs ঢাকা | ঢাকা |
১৯ জানুয়ারি ২০২৪ | সন্ধ্যা ০৭ টা | সিলেট vs চট্টগ্রাম | ঢাকা |
২০ জানুয়ারি ২০২৪ | বেলা ১ টা ৩০ | রংপুর vs বরিশাল | ঢাকা |
২০ জানুয়ারি ২০২৪ | সন্ধ্যা ৬ টা ৩০ | খুলনা vs চট্টগ্রাম | ঢাকা |
২২ জানুয়ারি ২০২৪ | বেলা ১ টা ৩০ | চট্টগ্রাম vs ঢাকা | ঢাকা |
২২ জানুয়ারি ২০২৪ | সন্ধ্যা ৬ টা ৩০ | বরিশাল vs খুলনা | ঢাকা |
২৪ জানুয়ারি ২০২৪ | বেলা ১ টা ৩০ | সিলেট vs রংপুর | ঢাকা |
২৪ জানুয়ারি ২০২৪ | সন্ধ্যা ৬ টা ৩০ | কুমিল্লা vs বরিশাল | ঢাকা |
বিপিএল ২০২৪ সময়সূচী পিকচার বাংলা