ব্রুনাই বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (সরকারিভাবে বিদেশে কাজের ভিসা-১৪টি)

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনায় ব্রুনাই যেতে পারবেন। ভিসা, ওয়ার্ক পারমিট, টিকেট খরচ মিলিয়ে বাংলাদেশি পুরুষ ও নারী শ্রমিকদের খরচ হবে মাত্র ৪৫,০০০/- থেকে ৫৬,৩৫০/- টাকার মত। এই টাকা বোয়েসেলের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে ব্রুনাইতে কাজের ভিসা পেয়ে যাবেন।

BOESL Brunei তে বিভিন্ন ধরনের প্রায় ১৪ টি দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন সময় প্রকাশিত সরকারিভাবে ব্রুনাই পুরুষ ভিসা ২০২৪ ও ব্রুনাই মহিলা ভিসা ২০২৪ আবেদন পক্রিয়াসহ বিস্তারিত দেখুন!

সরকারিভাবে ব্রুনাই যাওয়ার আবেদন শুরু হয়েছে

কর্মীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এরপর সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ পক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার পর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে শ্রমিকদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে BOESL 

তিন বছরের চুক্তি অনুযায়ী শ্রমিকরা প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করবেন। অতিরিক্ত ঘন্টা কাজ করলে তারা ওভারটাইম বেতন পাবেন। তবে চুক্তি নবায়ন করতে পারবেন মানে চুক্তি বাড়াতে পারবেন।

বোয়েসেল ব্রুনাই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নিয়োগ শিরোনাম বোয়েসেলের মাধ্যমে ব্রুনাই নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ ১৭ ডিসেম্বর ২০২৪
এবার মোট লোক নেয়া হবে  ১৪ টি
বয়সসীমা ১৮-৩৯
লিঙ্গ পুরুষ
মাসিক বেতন ৪৮,০০০/- ১৬,০০০/- টাকা দৈনিক
অনান্য সুযোগ সুবিধা ওভারটাইম+থাকা+খাওয়া+পরিবহন
আবেদনের মাধ্যম সাক্ষাৎকার
আবেদন শেষ  ১৮ ডিসেম্বর ২০২৪ 
আবেদন ফি ১২০০

ব্রুনাই কাজের ভিসায় গেলে কেমন বেতন ও সুবিধা দিবে?

মাসিক মূল বেতন পাবেন ৪৯,০০০-৫৭,০০০/- টাকার মত। এছাড়া বাসস্থান, খাবার ও চিকিৎসার খরচ নিয়োগকর্তারা বহন করবেন। এছাড়া কর্মচারীদের জন্য বিমান ভাড়াও নিয়োগকর্তা প্রদান করবেন। কর্মীদের জন্য বীমা সুবিধা থাকবে।

বিদ্রঃ  চুক্তি শেষ হওয়ার আগে কোনো শ্রমিক দেশে ফিরতে চাইলে ব্রুনাইর শ্রম আইন প্রয়োগ করা হবে। যাদের বিরুদ্ধে দেশে বা ব্রুনাই মামলা রয়েছে তারা নিয়োগের অযোগ্য হবেন।

তবে কিছু কোম্পানিতে খাবার কর্মী বহন করে। মেডিকেল বীমা ছুটি ও অনন্য সুযোগ-সুবিধা ব্রুনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

Brunei Work Permit Visa for Bangladeshi

2024 12 10 10 42 0791926c2b0b1106b266eecaca4f2e42 1
visa.kfplanet.com

Application Deadline: 18 December 2024

কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য কিভাবে আবেদন করবেন ও বিস্তারিত তথ্য জানুন কানাডা জব ভিসা ২০২৪ পোস্ট থেকে।

8 thoughts on “ব্রুনাই বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (সরকারিভাবে বিদেশে কাজের ভিসা-১৪টি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com