বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বশেমুরবিপ্রবির নিয়োগ সার্কুলার প্রকাশ পেয়েছে। বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে। ০৬ ধরনের পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ চলমান রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ০৭ মার্চ ২০২২ ইং |
বিজ্ঞপ্তির স্মারক নংঃ | বশেমুরবিপ্রবি/র/নিয়োগ/২০২২/২৬-২৯/৩৯৬ |
চাকরি ধরনঃ | সরকারি চাকরি ফুল টাইম |
বেতন গ্রেডঃ | ২২,০০০-৫৩,০৬০/- ৩৫,৫০০-৬৭,০১০/- |
আবেদনের নিয়মঃ | ডাকযোগের মাধ্যমে |
শিক্ষাগত যোগ্যতাঃ | স্নাতক/ স্নাতকোত্তর |
ক্যাটাগরি ও পদ সংখ্যাঃ | ০৬ ধরনের পদে |
আবেদনের শেষসীমাঃ | ৩১ মার্চ ২০২২ |
BSMRSTU Website: | www.bsmrstu.edu.bd |
বশেমুরবিপ্রবি নিয়োগ
Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University bsmrmu ইতিহাস বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিঃ
ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ০১ জন
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/-
ইতিহাস বিভাগের প্রভাষক ০৩ জন
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University bsmrmu সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সিভিল বিভাগের প্রভাষক ০৩ জন
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
Bangabandhu Institute of Liberation War and Bangladesh Studies job circular
সহকারি অধ্যাপক/প্রভাষক ০১ জন
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/- ২২,০০০-৫৩,০৬০/-
বশেমুরবিপ্রবি আর্কিটেকচার বিভাগে চাকরি, bsmrstu architecture department job
সহযোগী অধ্যাপক ০১ জন
বেতন স্কেলঃ ৫০,০০০-৭১,২০০/-
সহকারি অধ্যাপক ০১ জন/প্রভাষক ০১ জন
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/- ২২,০০০-৫৩,০৬০/-

Application Deadline: 31 March 2022
আবেদনের শর্তাবলীঃ
- বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড লিংক টিচার ও অফিসার/স্টাফ
- পদের জন্য ১২০০/-টাকা সোনালী ব্যাংক লিঃ এর যে কোন অনলাইন শাখায় জমা দিতে হবে।
- সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৩১৫২৩৭২, রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও যুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপরবি), গোপালগঞ্জ এই হিসাবে জমা করে জমা ভাউচারের মুল অংশ একটি A4 সাইজের সাদা কাগজে আঠা দিয়ে লাগিয়ে আবেদনপত্রের মুল কপির সাথে সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্রে জমা ভাউচারের ক্রল নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এবং আবেদনপত্র অবশাই A4 সাইজের খামে জমা দিতে হবে।
- আবেদনকারীদেরকে ৬ কপি আবেদন করতে হবে এবং প্রতি কপি আবেদন ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ,মার্কশীট, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে), জাতীয় পরিচয় পত্র (এনআইডি)
- মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
- খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে
- বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন জমাদানের শেষ তারিখে বয়স গণনা করতে হবে।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ১কপি ছবি আঠা দিয়ে মুল আবেদন ফর্মে লাগাতে হবে এবং অতিরিক্ত ১টি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- কোন প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধামে আবেদন করতে হবে
- কোন পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেনী/বিভাগ বা সমমানের গ্রেড জিপিএ ২.৫০ এর নিচে একসেপ্ট হবে না।
- প্রার্থীদের সাক্ষাৎকার ও পরীক্ষার জন্য কোন টিএ/ ডিএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
Bsmrstu job circular 2022
গত বিজ্ঞপ্তিঃ
পদের নাম ও বেতন গ্রেডঃ
০১. অধ্যাপক/সহযোগী ০৬ জন
বেতন স্কেলঃ ৫০,০০০-৭১,২০০/-থেকে ৫৬,৫০০-৭৪,৪০০/-
০২.সহকারি অধ্যাপক/প্রভাষক ০৮ জন
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০/- থেকে ২২,০০০-৫৩,০৬০/-
০৩.বৈজ্ঞানিক কর্মকর্তা ০১ জন
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
০৪.অটোমোবাইল ১ জন
বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/-
০৫. অফিস সহকারি কাম টাইপিস্ট ০৭ জন
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
০৬. মোজাজ্জিন ০১ জন
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
০৭. অফিস সহায়ক ০৭ জন
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
০৮. সহকারি কুক ০১ জন
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/
পদের নাম ও বেতন গ্রেডঃ
০১. পরিচালক ০১ জন
বেতন স্কেলঃ ৫৬,৫০০-৭৪,৪০০/- (গ্রেড ৩)
০২. উপ-পরিচালক ০১ জন
বেতন স্কেলঃ ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড ৫)
০৩.রেজিস্ট্রার ১ জন
বেতন স্কেলঃ ৫৬,৫০০-৭৪,৪০০/- (গ্রেড ৩)
০৪.লাইব্রেরিয়ান ১ জন
বেতনঃ ৫৬,৫০০-৭৪,৪০০/- (গ্রেড ৩)
০৫. উপ-রেজিস্ট্রার ১ জন (গ্রেড ৫)
বেতনঃ ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড ৩)
এছাড়া নিন্মোক্ত পদে নিয়োগ দেয়া হবে।
উপ-পরিচালক (অডিট), নির্বাহী প্রকৌশলী (পুর), মেডিকেল অফিসার (১ জন পুরুষ ও ১ জন নারী) ২ জন (গ্রেড ৯), সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন (গ্রেড ৯), ব্রাদার ১ জন (গ্রেড ৫), আইপিই বিভাগ ১ জন (গ্রেড ১০), সহকারী পাবলিক রিলেশন অফিসার ১ জন (গ্রেড ১০), ড্রাইভার ৩ জন (গ্রেড ১৫), মোয়াজ্জিন ১ জন (গ্রেড ১৯), কার্পেন্টার ১ জন (গ্রেড ২০), মালী ১ জন (গ্রেড ২০), সহকারী কুক ১ জন (গ্রেড ২০), নিরাপত্তা প্রহরী ১ জন (গ্রেড ২০)