বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪-২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষার সার্কুলার, বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, অন্যান্য নোটিশ আপডেট করা হবে এখানে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে বাংলাদেশে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট অন্যতম। শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিজ্ঞান ভিত্তিক লেখা পড়ার কোন বিকল্প নেই। পৃথিবীর যে দেশ আধুনিক শিক্ষার দিক যত বেশি জোর দেয় সে দেশ তত দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

বুয়েটে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করা হয়। বাংলাদেশের প্রত্যেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে বুয়েটে পড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। তবে , ইচ্ছা হলেই বুয়েটে ভর্তি হতে পারবেন না, এখানে ভর্তি হওয়ার জন্য কিছু শর্ত দেওয়া থাকে সে শর্ত অনুসারে এখানে ভর্তি নেওয়া হয়। বুয়েটের ভর্তির কি কি বিষয় থাকে সেগুলো নিয়ে আলোচনা করব।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

১৯ নভেম্বর জাতীয় দৈনিক ও বুয়েটের ওয়েবসাইটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ০৪ বছর মেয়াদী স্নাতক বিএসসি কোর্সের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি কার্যক্রমে দুই ধাপে প্রাক-নির্বাচনী এবং মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষা দুটি  শিফটে নেওয়া হবে, এই পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তিন্ন হওয়ার পর মূল ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।

যে কয়টি অনুষদে আবেদন করা যাবে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি অনুষদ আছে , বুয়েটের ০৫ টি অনুষদের বিভিন্ন বিভাগে ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হবে। অনুষদ সমূহঃ

  1. কেমিক্যাল এন্ড ম্যাটারিয়াল কৌশল
  2. পুরকৌশল
  3. যন্ত্রকৌশল
  4. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল
  5. স্থাপত্য ও পরিকল্পনা

বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত সময়সূচী

অনলাইনে আবেদন শুরু আবেদন শুরু ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে
আবেদন শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪ রবিবার বিকাল ৩ টা পর্যন্ত
আবেদন ফি জমা দেয়ার শেষ তারিখ  ১৫ ডিসেম্বর  ২০২৪, মঙ্গলবার ৩ টা পর্যন্ত
প্রাক নির্বাচনী যোগ্য তালিকা প্রকাশ ২৬ ডিসেম্বর ২০২৪
প্রাক নির্বাচনী পরীক্ষা শিফট ০১  ২৩ জানুয়ারি
প্রাক নির্বাচনী পরীক্ষা শিফট ০২ ২৩ জানুয়ারি
মূল ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীর তালিকা ০৪ ফেব্রুয়ারি ২০২৪
মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি ২০২৪
বুয়েট ভর্তি রেজাল্ট ০৮ মার্চ ২০২৪

 

বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৪-২০২৫

যে সকল ছাত্র-ছাত্রী ২০২১/২০২২ সালে মাধ্যমিক বা সমমান পাশ করেছে,  বার ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ করেছে, সে সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন।

  • প্রাথীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/ কারিগরি বোর্ড/ মাদ্রাসা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে রসায়ন,  পদার্থ বিজ্ঞান, গণিত সহ গ্রেড পদ্ধতি জিপিএ ৫ এর মধ্যে জিপিএ ৪ পেতে হবে।
  • প্রাথীকে উচ্চ মাধ্যমিক/ আলিম ও সমমান পরীক্ষায় রসায়ন/ পদার্থ বিজ্ঞান/ গণিত বিষয়গুলোতে গ্রেড পদ্ধতিতে জিপিএ ৫ এর মধ্যে জিপিএ  ৫ পেতে হবে , এবং মাধ্যমিক, দাখিল/ সমমান পরীক্ষায় রসায়ন, পদার্থ বিজ্ঞান, গণিত ৩ টি বিষয়ে ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে পাস হতে হবে।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত সকলকেই নুনতম যোগ্যতা  থাকলে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংগ্রহন করতে পারবে।
  • প্রাক নির্বাচনী পরীক্ষা দুইটি শিফটে নেওয়া হবে

 

বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪-২৫

buet
visa.kfplanet.com

বুয়েটের আসন সংখ্যা

মোট আসন সংখ্যা ১৩০৯ টি এর মধ্যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩ টি ও স্থাপত্য বিভাগে ১ টি করে সংরক্ষিত আসন থাকে।

বুয়েটের আসন সংখ্যা

আবেদন করার নিয়ম

আবেদন করার নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে। ওয়েব সাইটের নির্দেশিকা মোতাবেক ফরম পূরণ করে সঠিক ভাবে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি application সিরিয়াল নম্বর প্রদান করা হবে, ঐ নম্বরের বিপরীতে সোনালি ব্যাংকে ফি জমা দিতে হবে। দুইটি গ্রুপের জন্য আলাদা টাকা জমা দিতে হবে।

আবেদন ও প্রাক প্রাথমিক এবং মূল ভর্তি পরীক্ষার জন্য

  • প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১০০০  টাকা
  • প্রকৌশল বিভাগ সমূহ,নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, এবং স্থাপত্য বিভাগ ১২০০ টাকা

বুয়েট ভর্তি পরীক্ষা

মূল ভর্তি পরীক্ষার তারিখ

  • ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • মডিউল A – ক গ্রুপ এবং খ গ্রুপ -গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন –  সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত
  • মডিউল B – খ গ্রুপ – মুক্তহস্ত অংকন( Freehand Drawing), দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual – spatial Intelligence)  বিকাল ২ থেকে ৩.৩০ পর্যন্ত

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশঃ ০৮ মার্চ ২০২৪

দৃষ্টি আকর্ষণ

  1. * শুক্রবার অফিস বন্ধ থাকবে।
  2. * ১৪ ডিসেম্বর  বিকাল ৩ টার পর আবেদন করা যাবে না।
  3. *  প্রাক নির্বাচনী পরীক্ষায় ক ও খ গ্রুপে ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে
  4. *  কালো বল পয়েন্ট দ্বারা বৃত্ত ভরাট করতে হবে ,পেন্সিল , জেল পেন ব্যবহার করা যাবে না
  5. *  মূল ভর্তি পরীক্ষায় মডিউল A এবং মডিউল B এর প্রতিটি প্রশ্ন প্রচলিত পদ্ধতিতে করা হবে ,MCQ  থাকবে না।

BUET Admission Circular 2024 Image Download

buet

বাংলাদেশ প্রকৌশল বিশবিদ্যালয়ঃ বাংলাদেশে শীর্ষ স্থানীয় প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েট অন্যতম। ১৮৭৬ ঢাকার পলাশী নামক স্থানে ঢাকা সার্ভে স্কুল নামে যাত্রা শুরু করে। তারপর নাম পরিবর্তন করে আহসানউল্লাহ স্কুল রাখা হয়, দেশ স্বাধীন হওয়ার পর এটির নাম হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১০,০০০ হাজারের বেশি শিক্ষার্থী ৬০০ বেশি শিক্ষক আছে। বুয়েটে বর্তমানে ৫ টি অনুষদে ১৮ টি বিভাগ চালু আছে। বুয়েটে কিছু সুযোগ সুবিধা আছে তার মধ্যে অন্যতম হল মিলনায়তন, লাইব্রেরী, ব্যায়ামগার, স্বাস্থ্যকেন্দ্র, এবং ৮ টি হল সুবিধা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com