বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪ : বুয়েটে আবেদন করার যোগ্যতা জানুন!

বাংলাদেশে যে কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে তাদের মধ্যে বুয়েট  কে বলা হয়, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান বিভাগের প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রবল আগ্রহ থাকে বুয়েটে অধ্যয়ন করা। বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাথমিক যোগ্যতা হলো ২০২০-২০২১ সালে এসএসসি পাস করা আর ২০২২বা ২০২৩ সালে এইচএসসি পাস করা।

বুয়েটে চান্স পাওয়ার জন্য নিজেকে সে ভাবে গড়ে তুলতে হয়, কারণ বুয়েটে চান্স পাওয়া খুবই কঠিন। বুয়েটে একটি আসনের জন্য অনেক মেধাবী শিক্ষার্থী লড়াই করে। মনে রাখতে হবে বুয়েটে ভর্তির যোগ্যতা হলেই আপনি ভর্তি হতে পারবেন না , সে জন্য আপনাকে কঠোর অধ্যবসায় করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪

buet admission
visa.kfplanet.com

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দুই ধাপে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা।

বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে একটি নিদিষ্ট যোগ্যতা প্রয়োজন, যোগ্যতা ছাড়া আপনি ভর্তি ফরম তুলতে পারবেন না।বুয়েটে ভর্তির যোগ্যতা নিচে দেয়া হলো। এছাড়া পুরো বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের আবেদনের নিয়ম পড়তে পারেন

  1. প্রার্থীকে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়নসহ মাধ্যমিক/ দাখিল/ সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে জিপিএ ৪ পেতে হবে
  2. প্রার্থীকে উচ্চ মাধ্যমিক/ আলিম/ সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে জিপিএ ৪ পেতে হবে
  3.  উচ্চ মাধ্যমিক/ আলিম/ সমমান পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে জিপিএ ৫ এর মধ্যে জিপিএ ৫ পেতে হবে
  4. সঠিক আবেদন কারীর মধ্য থেকে উল্লেখিত নম্বরের ভিত্তিতে বাছাই করে ১ম থেকে ১৮০০০ তম শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে
  5. O লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান,রসায়ন, ও ইংরেজি বিষয় সহ মোট পাঁচটি বিষয়ে B গ্রেড পেতে হবে
  6. A লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে প্রতিটি বিষয়ে কমপক্ষে A গ্রেড পেয়ে পাস করতে হবে
  7. O লেভেল এবং A লেভেল পরীক্ষায় প্রাপ্ত ফলাফল সঠিক আবেদন কারিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় সুযোগ দেওয়া হবে
  8. নূন্যতম যোগ্যতা পূরণ করা সকল সঠিক ভাবে আবেদন করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সবাই কে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে
  9. উপরের শর্ত গুলি পূরণ সাপেক্ষে প্রাক-নির্বাচনী পরীক্ষার বাছাই কৃত শিক্ষার্থীদের ৪ শিফটে পরীক্ষা নেওয়া হবে
  10. প্রাক-নির্বাচনী পরীক্ষার তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে জানানো হবে
  11. প্রাক-নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ১ থেকে ৩০০০ তম  মডিউল A ও B মূল ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হবে। মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত  তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও  ওয়েব সাইটে প্রকাশ করা হবে

উপরের আলোচনা মাধ্যমে বিস্তারিত ভাবে আপনাদের সামনে বুয়েটে ভর্তির যোগ্যতা সম্পর্কে সুনিপুণ আয়নার মত তুলে ধরেছি।

বুয়েটে আবেদন করার যোগ্যতা ২০২৪

buet admission

Bangladesh University Engineering and Technology

বুয়েটের অনুষদ ও বিভাগ সমূহ

বুয়েটে ৫ টি অনুষদ এবং ১৮ টি বিভাগ আছে

প্রকৌশল অনুষদঃ 

কেমিকৌশল বিভাগ
বস্তু ও ধাতব কৌশল বিভাগ
রসায়ন বিভাগ
গণিত বিভাগ
পদার্থবিজ্ঞান বিভাগ
পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ

পুরকৌশল অনুষদঃ 

পুরকৌশল বিভাগ
পানি সম্পদ কৌশল বিভাগ

স্থাপত্য ও পরিকল্পনা অনুষদঃ 

স্থাপত্য বিভাগ
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
মানবিক বিভাগ

তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল অনুষদঃ

তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
জৈব চিকিৎসা কৌশল বিভাগ

যন্ত্র কৌশল অনুষদঃ

যন্ত্রকৌশল বিভাগ
নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ
শিল্প ও উৎপাদন কৌশল বিভাগ

জ্ঞান-বিজ্ঞান সম্প্রসারণ এবং প্রকৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বুয়েটে ৪টি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

বুয়েটের ইনস্টিটিউটসমূহ

পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট

দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউট

এপ্রোপ্রিয়েট টেকনোলজি ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com