ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে সব ধরনের ক্যাডেট কলেজের জন্য ক্যাডেট কলেজ ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়। দেশের ক্যাডেট কলেজগুলোতে ভর্তি হতে যারা অধীর আগ্রহে ছিলেন সেসব শিক্ষার্থী পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের মোট ১২টি ক্যাডেট কলেজে ২০২৪ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ক্যাডেট কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
ক্যাডেট কলেজের ভর্তি সার্কুলার বিষয়ক সংক্ষিপ্ত তথ্য
ক্লাস সেভেন ক্যাডেট কলেজ ভর্তিসার্কুলার ২০২৪ বা Cadet College Admission circular ২০২৪ অনুসারে ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,কিছু শারীরিক যোগ্যতা পার হয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। ০৪ ফুট ০৮ ইঞ্চি হলে ও ক্লাস সিক্স পাস করলেই কেবল আপনি আবেদনের যোগ্য হবেন।
কোন ধরনের কলেজ | ক্যাডেট কলেজ সমূহ |
আবেদনের মাধ্যম | অনলাইনে আবেদন করতে হবে |
অনলাইনে আবেদনের লিংক ১ | www.cadetcollege.army.mil.bd |
অনলাইনে আবেদনের লিংক ২ | cadetcollegeadmission.army.mil.bd |
আবেদন ফি | ১৫০০ টাকা |
আবেদন শুরু | ০৫/১১/২০২৪ |
আবেদন শেষ তারিখ | ১৫/১২/২০২৪ |
লিখিত পরীক্ষার তারিখ | ০৪-০১-২০২৫ |
লিখিত পরীক্ষার সময় | সকাল ১০ টা থেকে বেলা ০১ টা পর্যন্ত |
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা | ৬ষ্ঠ শ্রেণি পাস |
শিক্ষার্থীর বয়স | সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস |
যে তারিখে সর্বোচ্চ বয়স হবে | ১ জানুয়ারি ২০২৫ তারিখে |
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন শুরু
বর্তমানে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ রয়েছে। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম করতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপর মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষা নেয়া হবে। তার আগে আপনাকে অনলাইনে ০৫ নভেম্বর ২০২৪ থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।
সকল ক্যাডেট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন সফলভাবে করার পর একজন পরীক্ষার্থীকে ০৩ টি ধাপ হতে হবে। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় পাস করার পর ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। সকল ক্যাডেট কলেজের জন্য আলদা আলাদা ঠিকানা নিচে দেয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা ২০২৪
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- প্রার্থীদের অবশ্যই ক্লাস সিক্স বা সমমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ২০২৫ জানুয়ারী, বয়স ১৩ বছর ০৬ মাস হতে হবে
শারীরিক যোগ্যতাঃ
- উচ্চতা : সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে)
- ফিটনেস : প্রার্থীদের অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে।
অযোগ্যতার কারণ সমূহঃ
- পূর্ববর্তী ক্যাডেট কলেজের ভর্তি হলে। লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য-পরীক্ষা অযোগ্য হওয়া
- গ্রস নাক হাঁটু, ফ্ল্যাট ফুট, রঙিন ব্লাইন্ড এবং ওজন ।হাঁপানি, মৃগী, হৃদরোগ, বাত, বাতজনিত |
- জ্বর, যক্ষ্মা, ক্রনিক আমাশয়, হেপাটাইটিস, ডুডোনাল আলসার নাইট অন্ধত্ব, যে কোনও ধরণের ডায়াবেটিস, হিমোফিলিয়া, শ্রোণী অ্যাসিড ইত্যাদি প্রভাবিত প্রার্থীরা স্বাস্থ্য পরীক্ষা উর্তিন্ন না হলে।
Cadet College Admission Cirular Class 7
আবেদনপত্র পূরণের পদ্ধতি
এখন আপনি যোগ্য হলে আবেদন করতে পারেন। অনলাইনের সহায়তায় আপনি আবেদনপত্র পূরণ করতে পারবেন। প্রথমে এই ওয়েবসাইটে ভিসিট করতে হবে। এরপর মেনুবার ‘Admission’ এ ক্লিক করার পর‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে
অথবা https://cadetcollegeadmission.army.mil.bd সাইটে প্রবেশ করে “Apply Now” বাটনে ক্লিক করতে হবে। “Apply Now” বাটনে কিক্ল করলে ‘Sign Up’ অপশন পাবেন। “Sign Up’ করার সময় প্রার্থীর নাম, মােবাইল নম্বর (নাম্বার দেয়ার পর ভেরিফাই করতে হবে), পাসওয়ার্ড, ই-মেইল এবং জন্ম তারিখ দেয়ার পর সাইন আপ করতে হবে।
১২ টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মানবণ্টন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে – লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর মোট ৩০০ নম্বরের।
বিষয় | নম্বর |
গণিত | ১০০ |
ইংরেজি | ১০০ |
বাংলা | ৬০ |
সাধারণ জ্ঞান | ৪০ |
মোট | ৩০০ মার্কস |
মৌখিক পরীক্ষা | ৫০ নম্বর |
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2024 পিডিএফঃ
Cadet College Admission Circular PDF Download
বাংলাদেশের ক্যাডেট কলেজের তালিকাঃ
বাংলাদেশে বর্তমানে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এগুলো হলো
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ
- ঝিনাইদহ ক্যাডেট কলেজ
- মির্জাপুর ক্যাডেট কলেজ
- রাজশাহী ক্যাডেট কলেজ
- বরিশাল ক্যাডেট কলেজ
- পাবনা ক্যাডেট কলেজ
- সিলেট ক্যাডেট কলেজ
- রংপুর ক্যাডেট কলেজ
- কুমিল্লা ক্যাডেট কলেজ
- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
- ফেনী গার্লস ক্যাডেট কলেজ
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ
এছাড়া, সম্প্রতি ‘ক্যাডেট’ মর্যাদায় উন্নীত হওয়া মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, যা সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত স্বায়ত্তশাসিত ক্যাডেট কলেজ।
৭ম শ্রেনিতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, সপ্তম শ্রেণী ক্যাডেট কলেজ ভর্তি আবেদন,সপ্তম শ্রেণী ক্যাডেট কলেজ ভর্তি যোগ্যতা,ক্লাস ০৭ ক্যাডেট কলেজ ভর্তি তথ্য, ক্যাডেট কলেজ ভর্তি তথ্য পিডিএফ, ক্যাডেট কলেজ ভর্তি সার্কুলার, ক্যাডেট কলেজ ভর্তি ২০২৪ সার্কুলার, cadet college admission circular ২০২৪, cadet college admission circular ২০২৪ pdf download, cadet college admission ২০২৪ bangladesh,www cadet college army mil bd,www.cadetcollege.army.mil.bd admission ২০২৪,cadet college class 7 admission circular ২০২৪