উত্তর আমেরিকা মহাদেশের ৪১ শতাংশ আয়তন দখল করা কানাডা অনেকের কাছে সপ্নের দেশ। ট্যুর ভিসা, জব ভিসা,রেসিডেন্সি ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করে অভিবাসীদের দেশ কানাডায়। প্রায় ০৪ লাখ লোক প্রতি বছর সারা বিশ্ব থেকে কানাডাতে আসেন এসব ভিসায়।
আজকে কানাডা ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে কানাডা যেতে চাইলে পোস্টটি আপনার জন্য। চারিদিকের প্রতারকের ফাঁদে বিভ্রান্ত না হয়ে কিভাবে কানাডা জব ভিসা ২০২৪ পাবেন জেনে নিন!
কানাডা জব ভিসা ২০২৪ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
পোস্টের শিরোনাম | কানাডা জব ভিসা ২০২৪ |
ইংরেজিতে | Canada Work Permit Job Visa from Bangladesh |
সরাসরি কানাডা জব ভিসা হয়? | না |
কোন দেশের ওয়ার্ক পারমিট দেয়? | বাংলাদেশসহ বিভিন্ন দেশ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
নির্বাচন পক্রিয়া | সিভি ভালো লাগলে ইন্টার্ভিউ হবে |
ইন্টার্ভিউ লোকেশন | অনলাইনে |
চূড়ান্ত সিলেকশন | কানাডা সরকারের যাচাই বাছাই এর পর |
ফাইনাল নিয়োগপত্রের নাম | এলএমআইএ-LMIA |
এলএমআইএ পাওয়ার পর | ভিসার আবেদন করতে হয় |
কানাডা ভিসার মেয়াদ | ০২ বছর |
রিনিউ করা যাবে? | জি যাবে |
রেসিডেন্সি ভিসার আবেদন | ০২ বছরের পর থেকে করা যাবে |
কানাডা জব ফর বাংলাদেশী | হ্যাঁ বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। |
বাংলাদেশ সরকারের অধীনে বিদেশে যাওয়ার বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন। সকল দেশের জব ভিসা BOESL এর মাধ্যমে আবেদন পক্রিয়া সম্পন্ন করা হয়।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি ২০২৪
- ভারী ট্রাক ড্রাইভার
- বিভিন্ন ফার্মে সাপোর্ট ওয়ার্কার
- রেস্তোরাঁয় শেফ
- কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার
- টেকনিক্যাল কাজ
- কৃষি খাতে
- দোভাষী
- পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট
কানাডা জব ভিসা ২০২৪ কিভাবে আবেদন করবেন?
- কানাডা জব সার্কুলার এর সরকারি সাইটঃ canada.ca/jobs/opportunities অথবা jobbank.gc.ca
- ওয়ার্ল্ড অয়াইড জব সার্কুলার সাইটঃ https://www.glassdoor.com অথবা www.indeed.com
- উপরের ০৪ টি ওয়েবসাইট থেকে আপনার যোগ্যতা ও পছন্দমত চাকরিতে আবেদন করবেন।
- এসব ওয়েবসাইটে ভিসিট করে Labor Market Impact Assessment (LMIA) লিখুন।
- এরপর এসব সাইটে যেয়ে আবেদন করতে হবে। ভালোভাবে আপনার বায়োডাটা প্রস্তুত করে আপলোড করতে হবে।
- বায়োডাটা পছন্দ হলে ইন্টারভিউর জন্য নোটিশ পাবেন।
- অনলাইনে আপনার ইন্টারভিউ নেয়া হবে।
- সরকারের কাছে আপনার কোম্পানি আপনার জন্য LMIA ইস্যুর আবেদন করবে।
- এরপর কোম্পানি আপনাকে চূড়ান্ত জব অফার দিবে।
- জব অফার পেয়ে কানাডা জব ভিসার আবেদন করবেন।
- সব কিছু ঠিক থাকলে কানাডার ফ্লাইট ধরে চলে যাবেন সপ্নের দেশে।
Work Permit Visa in Canada from Bangladesh
এলএমআইএ কানাডার কাজের ভিসা কি?
লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) হল একটি কানাডা সরকারি সার্টিফিকেট। এটি কানাডা সরকার কর্তৃক বিদেশী কর্মীকে দেয়া হয়। তবে আপনাকে কোম্পানির কাছ থেকে কানাডার জব অফার পেতে হবে। এরপর সরকার কর্তৃক এলএমআইএ ইস্যু করা হবে।
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা লাগে?
প্রায় ০৭ লক্ষ টাকা লাগবে।
কানাডা ওয়ার্ক পারমিট কত বছর?
কানাডা ওয়ার্ক পারমিট ০২ বছর দিয়ে থাকে।
ভিজিটর ভিসায় কি কানাডায় কাজ করা যায়?
নাহ। আপনি আইনি জটিলতায় পড়বেন
চাকরি ছাড়া কানাডায় যাওয়ার উপায় কি?
ট্যুর ভিসাও স্টুডেন্ট ভিসায় চাকরি ছাড়া কানাডা যেতে পারবেন।
technician
sir,how are,i am interest turkey job bucause i love turkey ,turkey culture is very beautiful, and muslim country
কানাডা ওয়ার্ক পারমিট
ভিসা
Sir
I really need a job if you could apply for a job it would be very helpful. I want genaral worker job, I am currently working as a development sales officer, I have been doing this for about three years.