ভূমি মন্ত্রণালয়ের স্মারক নং- ৩১.০০.০০০০,০৩৫.৬৮.২৯৩,২১.১৬১৩ তারিখ ; ১৫/১১/২০২৩খ্রি: ও ৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের খালি পদে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে অনলাইনে http://coarevland.teletalk.com.bd আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর নিয়োগেরর সকল নোটিশ এক পেজেই আপডেট করা হবে। এ ছাড়াও আমরা সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করা হয় সবার আগে। কেএফ প্ল্যানেট ভিসিট করে সবার আগে চাকরির খবর পেয়ে যাবেন। Controller of Accounts Revenue COAREVLAND Job Circular 2023 দেখে আবেদন করুন ও নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।
ভুমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর মধ্যে বিভাগীয় উপ-ভুমি সংস্কার কমিশনার কার্যালয়ে চাকরি,ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ,ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাত কিংবা ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, Controller of Accounts Revenue Job Circular 2023, Controller of Accounts Revenue Job Apply দেয়া হয়। বিভিন্ন ধরনের ০৩ ধরনের পদে ২২ পদের জন্য ৩১ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সার্কুলারের সুত্র | জাতীয় দৈনিক পত্রিকা |
জব টাইপ | সরকারি মন্ত্রণালয়ে চাকরি |
কোন মন্ত্রনালয় | ভূমি মন্ত্রণালয় |
পোস্টিং | বাংলাদেশের যেকোন জেলায় |
বেতন স্কেল | ১১,১৬,২০ গ্রেড |
কত ক্যাটাগরি | ০৩ টি |
পদ সংখ্যা | ২২ টি পদে |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক (সম্মান) /উচ্চ মাধ্যমিক |
বয়স | ১৮-৩২ বছর |
আবেদন শুরু | ১৫ সেপ্টেম্বর ২০২৩ |
আবেদনের শেষসীমা | ৩১ অক্টোবর ২০২৩২ |
অফিসিয়াল সাইট | http://coarevland.teletalk.com.bd |
𝓢𝓮𝓮 𝓜𝓸𝓻𝓮: ভূমি মন্ত্রণালয়ের অধীনে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
Controller of Accounts Revenue COAREVLAND Job Circular 2023
Land Gov BD Job Circular 2023: Land Gov BD Job Circular এর আবেদনের শর্ত,আবেদন পূরণের নিয়মাবলী নিচে দেয়া হবে। অনলাইনে আবেদন করতে পারেবেন ২২ সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর ২০২৩ পর্যন্ত
০১) পদের নামঃ নিরীক্ষক রাজস্ব (১২ টি পদ)
বেতন গ্রেডঃ ১১, জাতীয় বেতন স্কেল ২০১৫
বেতন স্কেলঃ ১২,৫০০-৩০,২৩০/-
শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতক বা সমমান পাস থাকতে হবে।
০২) পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৪ টি পদ)
বেতন গ্রেডঃ ১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যােগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস থাকতে হবে।
অভিজ্ঞতাঃ কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে মিনিটে ২০ শব্দ লেখার স্পিড থাকতে হবে।
০৩) পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৪ টি পদ)
বেতন গ্রেডঃ ২০, জাতীয় বেতন স্কেল ২০১৫
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
শিক্ষাগত যােগ্যতাঃ মাধ্যমিক বা সমমান পাস থাকতে হবে।
আবেদনের নিয়ম ও শর্তঃ
- ২৫/০৩/২০২৩ খ্রি: তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://coarevland.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন।
- আবেদনের সময়সীমাঃ Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৫/০৯/২০২৩খ্রি: সকাল ১০ টা থেকে আর Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/১০/২০২৩খ্রি:, বিকাল ০৫ টা পর্যন্ত।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x গ্রন্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বাবদ ১ ও ২নং ক্রমিকের জন্য ১০০/ ঢাকা এবং টেলিটকের এর সার্ভিস, চার্জ বাবদ ১২.০০ টাকা এবং ৩নং ক্রমিকের জন্য ৫০/- টাকা এবং টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা (অফেরত যোগা) মোট ৫৬/- (ছাপ্পান্ন) ঢাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
- ‘Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না’।
Source: Observerbd, 06 September 2023
Application Deadline: 31 October 2023
দেশের মধ্যে ভুমি বিষয়ক অভ্যন্তরীণ নিরীক্ষা কাজে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাপূর্ণ সুষ্ঠ ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা ভুমি মন্ত্রণালয়ের কাজ। ভুমি সংশ্লিষ্ট আদায়কৃত রাজস্ব সরকারের যথাযথ খাতে জমা প্রদান, আত্মসাৎ ও অপচয় রোধ এবং সরকারি সম্পত্তির সুষ্ঠ ব্যবস্থাপনা ও স্বার্থ সংরক্ষণ নিশ্চিতকরণ করাও সাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের কাজ।
Controller of Accounts Revenue Job Circular 2023, Controller of Accounts Revenue Job Apply,হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,bd Ministry of Landjob circular 2023,COAREVLAND job circular 2023,Controller of Accounts (Revenue) Job Circular 2023,govt job circular 2023, Ministry of Land govt job circular, হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব)-এর দপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ট্রান্সফার সুবিধা আছে কি????
হ্যাঁ সেটা চাকরি করার নির্দিষ্ট সময় পর আবেদন করতে পারবেন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদে প্রমোশন স্কোপ কেমন ???
প্রোমোশন পদের জন্য আপনার পরীক্ষা দিতে হবে। আর যদি বলে বেতন তাহলে সর্বোচ্চ ২৫০০০+৩০০০০ টাকা পেতে পারেন।
নবম গ্ৰেড তো
প্রথম জয়েন থেকে
৯৩০০ টাকা ব্যাসিক আর তো বাসা ভাড়া, চিকিৎসা ভাতা
তাতে ২৫০০০ টাকা কেমনে হয়???
মূল বেতন-৯৩০০ টাকা (মাসিক)। শুরু থেকে
বাড়ি ভাড়া ভাতা-৬০৪৫ টাকা মাসিক (ঢাকা সিটিতে হলে ৬৫% মূল বেতনের)
চিকিৎসা ভাতা-১৫০০ টাকা (মাসিক)।
যাতায়াত ভাতা -৩০০ টাকা (মাসিক)।
টিফিন ভাতা-২০০ টাকা (মাসিক)। আর প্রোমোশন পেতে পেতে ২২,৪৯০/- মূল বেত হবে। এর সাথে ৮-৯ হাজার যোগ করেন। তাইলে কি হয়।