কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা অনুসারে যে কোন পদে আবেদন করতে পারবেন। আবেদন পত্রে কোন ভুল হলে ঐ আবেদন বাতিল বলে গণ্য হবে। আমাদের সাইট প্রতিদিন ভিজিট বা বুকমার্ক করে রাখতে পারেন কারন আমরা বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরি।
কুমিল্লা জেলা প্রশাসকের নিয়োগ আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করতে আপনাকে ৪৪৬ টাকা খরচ করতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
প্রতিষ্ঠানের না | কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস)। |
চাকরীর ক্যাটাগরি | সরকারী চাকরী |
চাকরীর ধরণ | ফুল টাইম। |
শূন্যপদের সংখ্যা | সার্কুলার দেখুন |
চাকরীর স্থান | কুমিল্লা। |
লেখাপড়ার যোগ্যতা | পদ অনুসারে |
লিঙ্গ | নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। |
আবেদনের মাধ্যম | অনলাইন। |
আবেদনের শুরু | ০১ ফেব্রুয়ারি ২০২৪ |
আবেদন শেষ | ১৫ ফেব্রুয়ারি ২০২৪ |
আবেদনের লিংক | http://dccumilla.teletalk.com.bd |
আবেদন ফি | মোট ৪০০ টাকা |
জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Application Deadline: 15 February 2024
জেলা প্রশাসকের দায়িত্ব ও কার্যাবলিঃ
১. রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা
২.জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি
৩. জনশৃঙ্খলা ও জননিরাপত্তা
৪. আইন-শৃঙ্খলা
৫. জেলখানা
৬. পর্যটন
৭. আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন
৮. রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি
৯. গোপনীয় প্রতিবেদন
১০. ট্রেজারি ও স্ট্যাম্প
১১. দুর্নীতি দমন
১২. জন উদ্বুদ্ধকরণ
১৩. লাইসেন্স
১৪. মুক্তিযুদ্ধ বিষয়ক
১৫. সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুম দখল
এছাড়া আরও অনেক কাজ কুমিল্লা জেলা প্রশাসকের আছে । একজন জেলা প্রশাসক পুরো জেলার দায়িত্ব থাকে।
ঠিকানা ও যোগাযোগঃ
ঠিকানা : Dhaka-Comilla-Chittagong Bypass Rd, Cumilla 3500
বিভাগসমূহ: District Accountant Office, Cumilla · কামাল হোসেন · জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় · জেলা ই-সেবা কেন্দ্র · জোনাল সেটেলমেন্ট অফিস, কুমিল্লা
ফোন নাম্বার: 0816-0301