কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩ প্রকাশিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2023-21 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.cou.ac.bd তে সর্বপ্রথম প্রকাশিত হয় । যে সকল শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আগ্রহী তাদের জন্য আমরা এই অনুচ্ছেদটি  প্রকাশিত করলাম। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আমাদের সাইটে পেয়ে যাবেন। GST গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচলিত হবে। যে সকল শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য আগ্রহী তারা আমাদের ওয়েবসাইট থেকে সার্কুলার দেখে নিতে পারেন। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল তথ্য প্রকাশ করেছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সমূহ আপনার সুবিধার জন্য সকল তথ্য গুলি এই অনুচ্ছেদে দিব। খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তির যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি গুরুত্ব পূর্ণ তথ্য

আবেদন শুরুঃ আবেদন শুরু হবে ২০/১১/২০২৩ তারিখ।

আবেদন করার শেষ তারিখঃ আবেদন করার শেষ করার তারিখ ৩০/১১/২০২৩।

আবেদন ফিঃ আবেদন ফি ৬০০ টাকা ।

আবেদন করার লিংকঃ আবেদনের লিঙ্ক www.couadmission.com

সাক্ষাৎকারঃ সাক্ষাৎকারের তারিখ ও  সাক্ষাৎকারীর লিস্ট ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে।

ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সাম্ভাব্য তারিখঃ সাম্ভাব্য তারিখ ১৬/১/২০২৩

 বিভিন্ন বিষয়ে স্নাতক প্রোগ্রামের মেয়াদ 

ক) ০৪ (চার) বছর মেয়াদী স্গাতক (সম্মান)

খ) ০৫ (পাচ) বছর মেয়াদী বিংফার্ম (সম্মান)

গ) ০৪ (চার) বছর মেয়াদী বিবিএ |

 আবেদন করার সাধারণ যোগ্যতা ও শর্তাবলী

ক) প্রার্থীকে বাংলাদেশের সাধারণ নাগরিক হতে হবে।

খ) GST গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা ২০২৩-এর /A- ইউনিট -এর ফলাফল প্রাপ্তরা /A- ইউনিট, B – ইউনিট ও C- ইউনিট এই তিনটিতেই আবেদন করতে পারবেন।

B  ইউনিট এর ফলাফল প্রাপ্তরা B- ইউনিট ও C- ইউনিট -এ আবেদন করতে পারবেন এবং C ইউনিট -এর ফলাফল
প্রাপ্তরা C- ইউনিট ও B- ইউনিট -এ আবেদন করতে পারবেন ।

মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
=) সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা তৈরি করা হবে। তন্মধ্যে GST শুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ১০০ নম্বর (এক্ষেত্রে এসএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত নন্বরের ৫০% এবং এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৫০% গণনা করা হবে)।

 

=) আবেদনকারী তার  GST রোল নম্বর এবং GST তে প্রদত্ত মোবাইল নদ্বরটি দিয়ে লগইন করতে হবে। উত্ত মোবাইল ফোন নম্বরে পরবর্তীতে শিক্ষার্থীর যোগাযোগ করা হবে।

 

ইউনিট/অনুষদ

A ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল)।

বিভাগ সমূহ-  গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্সেসি, সিএসই ও আইসিটি

B ইউনিট ( সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন)

বিভাগ সমূহ- অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা , ইংরেজি ও আইন।

C ইউনিট (বিজনেস স্টাডিজ)

বিভাগ সমূহ-  ব্যাবস্থাপনা শিক্ষা, এআইএস, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং

 

 

aHLUIPM
visa.kfplanet.com

Comilla University Admission Circular

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com