কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী নিয়োগ ২০২৪

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক ০১ শাখা মূসক এর অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে জনবল নিয়োগ করা হবে। নিম্নলিখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট অনলানে আবেদন আহ্বান করা হচ্ছে।

১১ টি পদে মোট ১১৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে চাকরির জন্য আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ১৩ মে ইং তারিখ হতে ০২ জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত। আবেদন ফি ২২৩, ১১২ টাকা ধরা হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বিজ্ঞপ্তি নামকাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
চাকরীর ক্যাটাগরিসরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশ০৯ মে ২০২৪
মোট পদ১১ টি
পদের সংখ্যা১১৩ টি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাশ
বয়স সীমা১৮ থেকে ৩০ বছর
লিঙ্গছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন ফি২২৩,১১২ টাকা
আবেদন শুরু  ১৩ মে ২০২৪
আবেদনের শেষ তারিখ ০২ জুন ২০২৪  
আবেদনের লিংকrajshahivat.teletalk.com.bd

 

আরো প্রকাশ হয়েছে যেসব সার্কুলারঃ

Customs Excise & VAT Commissionerate Rajshahi Job Circular 2024

1 customs

2 customs

Source: Bangladesh Pratidin, 09 May 2024

Application Deadline: 02 June 2024

আবেদনের করার যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরির গুরুত্বপূর্ণ অংশ হলো চাকরির আবেদন প্রক্রিয়া তাই আবেদন করার সময় আপনাকে অবশ্যই খুব মনোযোগ সহকারে আবেদন ফরম পূরণ করতে হবে যাতে কোন প্রকার ভুল ত্রুটি না হয়। আবেদন করার সময় আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিবেন।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog