বাংলাদেশ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (৩৭৮ পদে বিশাল নিয়োগ)

বাংলাদেশ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশ হওয়া বাংলাদেশ ডাক অধিদপ্তরের সরকারী চাকরীতে আবেদন করতে পারেন আপনিও। সাধারণত Directorate Of Posts বা Dak Odhidoptor এর রাজস্ব খাতভূক্ত শূন্য পদসমূহে স্থায়ী বা অস্থায়ীভাবে সরাসরি নিয়ােগের জন্য কিছু শর্তে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। পদভেদে আবার কিছু ডাকযোগেও আবেদন করতে বলা হয়।

ডাক বিভাগের প্রধান পরিষেবাসমূহের মধ্যে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক ডাক দ্রব্যাদি গ্রহণ, পরিবহন ও বিলিকরণ, রেজিস্ট্রেশন সেবা, বীমা সেবা ,পার্সেল সেবা সহ বাংলাদেশ ডাক বিভাগ ইত্যাদি। বাংলাদেশ ডাকঘর ব্যবসায়িক নামেও পরিচিত বাংলা পোস্ট বাংলাদেশে ডাক পরিষেবা প্রদানের জন্য। বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে আবেদন করুন। বাংলাদেশের যে কোন সরকারী বা বেসরকারি সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের সাইট প্রতিদিন ভিজিট করতে পারেন।

বাংলাদেশ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ ডাক অধিদপ্তরে চাকরি করতে আগ্রহী হলে ৩৭৮ টি পদের সার্কুলারটি মনোযোগ দিয়ে পড়ে ফেলুন।  আপনার যোগ্যতা ও আগ্রহ অনুসারে যে কোন পদে আবেদন করতে পারেন। নিন্মোক্ত পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ডাক অধিদপ্তর
নিয়োগের শিরোনামDak Odhidoptor Job Circular 2025
চাকরীর ক্যাটাগরিসরকারী অধিদপ্তরে চাকরী
চাকরীর ধরণস্থায়ী ও অস্থায়ী
পদের ক্যাটাগরিবিভিন্ন ধরনের
লোক সংখ্যা৩৭৮ জন
শিক্ষাগত যোগ্যতাজেএসসি, এসএসসি,এইচএচসি, অনার্স, মাস্টার্স
লিঙ্গছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
আবেদন শুরু১৩ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ ০৯ মার্চ, ২০ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.bdpost.gov.bd

আর যেগুলা পোস্ট দেখতে পারেনঃ

  1. বাংলাদেশ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025
  2. ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
  3. বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী বিটিসিএল নিয়োগ
  4. বাংলাদেশ ডাক বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

Dak Odhidoptor Job Circular 2025

1 pmg

2 pmg

3 pmg

4 pmg

5 pmg

Application Deadline: 09 March 2025

1 metro

2 metro

3 metro

 

4 metro

Application Deadline: 09 March 2025

1 bdpost

2 bdpost

Application Deadline: 20 February 2025

ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামাে উন্নয়ন ও সমপ্রসারণ (১ম সংশােধিত) শীর্ষক প্রকল্পে বাংলাদেশ ডাক অধিদপ্তেরে আবেদনের নিয়মঃ  

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সাথে সদ্য তােলা দুই (০২) কপি পাসপাের্ট সাইজের ছবিসহ সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ৫০০/- (পাঁচশত) টাকার পােস্টাল অর্ডার/পে-অর্ডার, প্রকল্প পরিচালক, ‘ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামাে উন্নয়ন ও সমপ্রসারণ (১ম সংশােধিত)” শীর্ষক প্রকল্পের অনুকুলে প্রদান করতে হবে। আবেদন পএে দেওয়া মোবাইল নম্বর টি সব সময় সচল রাখতে হবে।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog