আজ বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ তারিখে দাখিল রেজাল্ট ঘোষণা করা হবে। একইসাথে সেদিন এসএসসি এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এসএসসি রেজাল্ট, দাখিল রেজাল্ট ও ভোকেশনাল রেজাল্ট ২০২৫ পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।
২০২৫ সালে মাদ্রাসা বোর্ডের এসএসসি দাখিলের পাশের হার –শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে -হাজার -জন দাখিল পরিক্ষার্থী। গতবার ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও জি পি এ ৫ পেয়েছিলো ১৪,২০৬ জন শিক্ষার্থী।
দাখিল এসএসসি ফলাফল ২০২৫ মার্কশিটসহ দেখতে চান? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সকআল ১১ টার বোর্ডের ওয়েবসাইট ও সরকারি রেজাল্টের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।
দাখিল পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২৫?
১০ জুলাই ২০২৫ তারিখ, বৃহস্পতিবার বেলা ০২ টার পর মাদ্রাসা বোর্ডের দাখিল এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। সরকারি দুটি ওয়েবসাইটের মাধ্যমে সহজেই দাখিল রেজাল্ট দেখতে পারবেন।
রেজাল্ট খারাপ হলে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে। এরপর এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল 2025 দেখুন।
এসএসসি মাদ্রাসা বোর্ড রেজাল্ট 2025 সকল তথ্য
পরীক্ষার নাম | মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল এসএসসি’ ২৪ |
দাখিলের মোট পরিক্ষার্থী | ০২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। |
মোট পাস | ৭৯.৬৬% |
পাসের হার | ৭৯.৬৬ শতাংশ |
গতবারের পাসের হার | ৮২.২২ শতাংশ |
জিপিএ ফাইভ | ১৪ হাজার ২০৬ জন |
গতবারের জিপিএ ফাইভ | ১৫,৪৫৭ জন |
দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৫
দাখিল পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়ে এবং ১৫ মে ব্যাবহারিকসহ শেষ হয়। দাখিল এসএসসি ফলাফল প্রস্তুত ও পরীক্ষার্থীদের হাতে দ্রুত পৌঁছানোর জন্য মাদ্রাসা বোর্ড কঠোর পরিশ্রম করেছে । এসএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে ও এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন।
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ বেলা ০২ টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ পাবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী উপদেষ্টা।
তবে সবার কাছে দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৫ পেতে পেতে দুপুর ০২ টা বেজে যাবে। তারপর থেকে থেকে নিজ নিজ প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়।
দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৫
# ধাপ ১: সরকারি ওয়েবসাইটে যান।
# ধাপ ২: Examination থেকে SSC/ Dakhil নির্বাচন করুন।
# ধাপ ৩: Year থেকে আপনার পরীক্ষার সন 2025 নির্বাচন করুন।
# ধাপ ৪: এখন Board থেকে আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: পরবর্তী Roll থেকে আপনার এসএসসি রোল নম্বর লিখুন।
# ধাপ ৬: তারপর Reg.No থেকে আপনার রেজিস্ট্রেশন সংখ্যাটি লিখুন।
# ধাপ ৭: যোগফল বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।
# ধাপ ৭: এবার আপনার কাঙ্ক্ষিত দাখিল রেজাল্ট দেখাবে।
আধুনিক সময়ে ইন্টারনেটের মাধ্যমে সহজেই এসএসসি দাখিলের ফলাফল সংগ্রহ করা সম্ভব, সেটা আপনারা দেখলেন। সেক্ষেত্রে ইন্টারনেট সক্ষম ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেট হতে পারে। তারপর মেগাবাইট থাকলে বা না থাকলে ক্রয় করে আপনি আমাদের সাইটে SSC Result Section এ বা www.educationboardresults.gov.bd এ ঢুকে সহজে দাখিল ফলাফল মার্ক শিটশহ দেখতে পারেন।
বিকল্প পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল রেজাল্ট
- *ধাপ ০১: প্রথমে ই বোর্ড রেজাল্ট সাইটে যান: https://eboardresults.com/en/ebr.app/home/
- *ধাপ ০২: পরীক্ষার নাম ( Name Of Examination): মেনু থেকে “এসএসসি / দাখিল / সমমান (SSC / Dakhil / Equivalent)” নির্বাচন করুন।
- *ধাপ ০৩: পরীক্ষার সাল (Year of Examination): 2025 বছর নির্বাচন করুন।
- *ধাপ ০৪: বোর্ডের নাম (Name of Board): মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড “ঢাকা বোর্ড-Dhaka Board” নির্বাচন করুন।
- *ধাপ ০৫: ফলাফলের ধরন (Type of Result): মেনু থেকে “একক/বিস্তারিত ফলাফল-Individual/Detailed Result” নির্বাচন করুন।
- *ধাপ ০৬: পরীক্ষার্থীর রোল নম্বর (Roll Number of Examinee): এখানে আপনার রোল নম্বর লিখুন ইংরেজিতে।
- *ধাপ ০৭: পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর(Registration Number of Examinee ): এখানে আপনার ঢাকা বোর্ডের রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
- *ধাপ ০৮: নিরাপত্তা চাবি (৪ অঙ্কের) Security Key (4 Digits) : ছবিতে প্রদর্শিত নম্বরটি লিখুন।
- *ধাপ ০৯: SSC Dakhil Result পেতে “ফলাফল দেখুন বা View Result” বোতামে ক্লিক করুন।
- পরবর্তী পেজে আপনার কাঙ্ক্ষিত মাদ্রাসা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৫ দেখতে পারবেন।
মোবাইল এসএমএস এর মাধ্যমে দাখিল ফলাফল ২০২৫
মাদ্রাসা বোর্ডের এসএসসি ফলাফল ২০২৫ মেসেজে পাওয়ার জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন। দাখিল পরীক্ষা ২০২৫ এর অংশগ্রহণকারীরা সকল অপারেটরে এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন।
DAKHIL <স্পেস> MAD <স্পেস> রোল নং <স্পেস> 2025 এবং 16222 এ মেসেজ সেন্ড করুন।
যেমনঃ DAKHIL MAD 123456 2025
মাদ্রাসা বোর্ডের দাখিল পুনঃনিরীক্ষণ ফলাফল ২০২৫
( প্রকাশ পেলে এখানে আপডেট করা হবে)
সকল সরকারি ও বেসরকারি , ফ্রি ও পেইড প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
Dakhil exam in marksheet