৩০ মে ২০২৩ তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতে চাইলে আবেদনের সময়সীমার মধ্যে আবেদনপত্র জমা দিয়ে দিন। আবেদন ফরমের সাথে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। মৌলভীবাজার ডিসি অফিসে শূণ্য পদে আবেদন করতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি, স্নাতক, সমমান পাস হতে হবে।
২৯ মে ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ০১ ক্যাটাগরির ৪২ টি পদে নিয়োগ দেয়া হবে। আবেদন করতে পারবেন ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
মৌলভীবাজার ডিসি অফিসে নিয়োগ ২০২৩ এর সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম | মৌলভীবাজার জেলা প্রসাশকের কার্যালয় |
চাকরীর ধরণ | সরকারী চাকরী |
চাকরীর ক্যাটাগরি | ফুলটাইম চাকরী |
চাকরীর জেলা | মৌলভীবাজার |
কত ক্যাটাগরি | ০১ টি |
পদের সংখ্যা | ৪২ টি |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি, স্নাতক পাস |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ৩০ জুন ২০২৩ |
আবেদন পত্র ডাউনলোড লিংক | https://www.moulvibazar.gov.bd |
জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার নিয়োগ ২০২৩ পদের বিস্তারিত
১. পদের নামঃ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ৪২ টি
যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাস
অভিজ্ঞতাঃ কম্পিউটার টাইপে মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা
গ্রেডঃ ১৬
Moulvibazar Jela Proshashok Job Circular 2023
Application Deadline: 30 June 2023
http://dcmbr.teletalk.com.bd অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcmbr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- Online -এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-০৬-২০২৩ খ্রি. সকাল ১০.০০ টা, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুন, ২০২৩ খ্রি. বিকাল ৫.০০ টা।
- Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ আবেদনের SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান
- Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী রঙ্গিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy -তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনাে teletalk Pre-paid মােবাইল নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ও teletalk এর SMS
- সার্ভিস চার্জ বাবদ ১২.০০ (বারাে) টাকাসহ (অফেরৎ যােগ্য) মােট ১১২.০০ (একশত বারাে) টাকা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।
- প্রথম SMS : DCMBR <space>User ID লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: DCMBR ABCDEF
- দ্বিতীয় SMS : DCMBR <space>Yes<space>PIN লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: DCMBR YES XXXXXXXX
- শুধুমাত্র Teletalk Pre-paid মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
সিলেট বিভাগের জেলাসমূহ এর ডিসি অফিসে নিয়োগ
- সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতেঃ
👉KFPlanet ফেসবুক পেজ লাইক দিন 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣Telegram Channel ফলো করুন ➣ Youtube Channel সাবস্ক্রাইব করুন। ➣ সার্কুলার ডাউনলোড করতে KF-Mobile APP ইন্সটল করুন।