স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরীক্ষার তারিখ ২০২৩ নিয়ে বিস্তারিতভাবে সাজানো হয়েছে আমাদের ব্লগ পোষ্টটি। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ, নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড বিষয়েও নোটিশ আপডেট করা হবে আমাদের KFPlanet সাইটে।
ঔষধ পরিদর্শক (১০ম গ্রেড) দশম গ্রেড পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌখিক পরীক্ষা ২০২৩ নোটিশ
পরীক্ষা নিয়ন্ত্রক | বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) |
অধিদপ্তর | ঔষধ প্রশাসন অধিদপ্তর |
নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ | ০৪-০৬-২০ |
পদের নাম | ঔষধ পরিদর্শক (১০ম গ্রেড) |
পরীক্ষার ধরন | মৌখিক |
পরীক্ষা শুরু | সকাল ১০ টা থেকে |
পরীক্ষা তারিখ | ২৯-১১-২২ থেকে ৩০-১১-২২ |
শর্ত | লিখিত পরীক্ষায় পাস করতে হবে |
পরীক্ষার্থীর সংখ্যা | ১৬৪ জন |
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরীক্ষার তারিখ ২০২৩ কবে?
১০ম গ্রেডের ঔষধ পরিদর্শক পদের মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৩ তারিখে পর্যন্ত অনুষ্ঠিত হবে।উল্লেখিত পদের লিখিত পরীক্ষায় পাস করলেই আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
পরীক্ষার স্থানঃ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার পুর্বে জেনে নিন
- ঔষধ প্রশাসন অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য ব্যাবহার করবেন।
- কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে অনলাইন থেকে আবার ডাউনলোড করা যাবে।
- কোন অবস্থাতেই প্রবেশপত্র ছাড়া ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
- চাকরির আবেদনের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র ভাইভা বোর্ডে জমা দিতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে।
- মৌখিক পরীক্ষার দিন পরীক্ষার স্থানে মুঠোফোন ও কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ বা সেগুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাস্ক পরতে হবে।
মৌখিক পরীক্ষার সময়ে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবে
- সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদন ফর্মসহ সহ সকল সনদপত্রের ফটোকপি দাখিল করতে হবে।
- জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
- আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার নাম এবং মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের সুস্পষ্টভাবে সনদে উল্লেখ করতে হবে।
- শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে।
- সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদন্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।