ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত স্কুল ও কলেজ। ১৯ মে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনলাইনে প্রকাশ করেছে। যে সকল শিক্ষার্থী ঢাকা রেসিডেনসিয়াল কলেজে ভর্তির আবেদন করতে চান, সে সকল শিক্ষার্থী আমাদের ওয়েব সাইট থেকে নির্দেশনা দেখতে পারেন।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সরকারি নীতিমালা অনুযায়ী আবাসিক ও অনাবাসিক হিসেবে এবং দিবা শাখায় অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির সকল তথ্য আমাদের KFPlanet ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত জি.পি.এ প্রাপ্ত ছাত্ররা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে থেকে আর শেষ হবে ১১ জুন ২০২৪ (সম্ভাব্য) নিচে বিস্তারিত তুলে দেওয়া হলঃ
স্কুলের নাম | ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ |
ধরন | শিক্ষা মন্ত্রণালয়ের স্বায়ত্ত শাসিত। |
আবেদন শুরু | ২৬ মে ২০২৪ |
আবেদন শেষ | ১১জুন ২০২৪ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আবেদনের লিংক | বিজ্ঞপ্তিতে |
ফলাফল ১ম,২য় ও ৩য় পর্যায় | ২৩ মে, ০৪ জুলাই, ১২ জুলাই ২০২৪ |
ভর্তি শুরু | ১৫ জুলাই ২০২৪ |
ভর্তি শেষ | ২৫ জুলাই ২০২৪ |
ক্লাস শুরু | ৩০ জুলাই ২০২৪ |
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভর্তি আসন সংখ্যা ও যোগ্যতা
বিভাগ |
মাধ্যম/ ভার্সন |
আসন সংখ্যা |
অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জি.পি.এ | বহিরাগত ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জি.পি.এ | |
প্রভাতী শাখা |
দিবা শাখা |
||||
বিজ্ঞান |
বাংলা |
৩০০ |
৩০০ |
৪.৭৫ |
৫.০০ |
ইংরেজি |
৬৫ |
৬৫ |
৪.৭৫ |
৫.০০ |
|
ব্যাবসা শিক্ষা |
বাংলা |
৪৫ |
৫০ |
৪.৫০ |
৪.৫০ |
ইংরেজি |
৫০ |
৫০ |
৪.৫০ |
৪.৫০ |
|
মানবিক |
বাংলা |
৫০ |
৫০ |
৪.২৫ |
৪.২৫ |
একাদশ শ্রেনিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভর্তি তথ্য ও আবেদনের যোগ্যতা
ভর্তিচ্ছু অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র প্রয়োজনবোধে প্রভাতি আবাসিক/অনাবাসিক ও দিবা অনাবাসিক শাখায় আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে, মেধাক্রম অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক প্রভাতি/দিবা শাখায় নির্বাচিত হবার পর তা কোন ত্রুমেই পরিবর্তন করা যাবে না। এ কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা আবাসিক থাকতে হলে অবশ্যই প্রভাতি শাখায় আবেদন করতে হবে। যারা অনাবাসিক থাকতে চায় তারা এসএসসিতে যে শাখায়/শিফটে ছিল সেই শাখায়/শিফটে আবেদন করবে।
- ভর্তির অনলাইনে আবেদন গ্রহণঃ ২৬ মে থেকে ১১ জুন ২০২৪ পর্যন্ত।
- ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ ১ম,২য় ও ৩য় পর্যায় যথাক্রমে ২৩ মে, ০৪ জুলাই, ১২ জুলাই ২০২৪ ২০২৪ (সম্ভাব্য)
- ভর্তিঃ ১৫-২৫ জুলাই ২০২৪ (প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
- ক্লাস শুরুঃ ০৩০ জুলাই ২০২৪
- কলেজের শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরমে পছন্দক্রম priority তালিকায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে ১ নম্বরে রাখতে হবে৷
- কলেজের ওয়েব সাইট drmc.edu.bd এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য, নিয়মাবলি ও ফলাফল জানা যাবে।
- কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ব্যয় সংক্রান্ত যাবতীয় বিবরণ কলেজের ওয়েব সাইটে www.drme.edu.bd সংযুক্ত করা আছে।
- বিজ্ঞান বিভাগ হতে উততীর্ঘ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে।
- মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আবেদন করতে পারবে।
অত্র কলেজে শুধুমাত্র প্রভাতি শাখায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবাসিক সুযোগ সুবিধা (হাউসে সীট শুন্য থাকা সাপেক্ষে) পাবে ।
Dhaka Residential Model College HSC Admission 2024
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ভর্তি ২০২৪, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি 2024, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ভর্তি বিজ্ঞপ্তি 2024, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ঢাকা, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেনসিয়াল মডেল কলেজ, dhaka residential model school admission 2024