৮০ পদে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত!

বিভিন্ন ধরনের ৩৬০ পদে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৭ বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত দরিদ্র বিমোচন নিয়ে কাজ করে দিশা এনজিও।দিশা এনজিওর প্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক।

DISA হল একটি ক্রমবর্ধমান বেসরকারি এনজিও। Development Initiative for Social Advancement DISA  দায়িত্বের সাথে মাইক্রো-ফাইনান্স ক্ষুদ্র ও মাঝারি ঋণ দিয়ে থাকে।

দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির ধরন এনজিও চাকরি
এনজিওর নাম দিশা এনজিও DISA NGO
বিজ্ঞপ্তি প্রকাশ ২৫ জুলাই ২০২৪
মোট পদের সংখ্যা ৮০ টি
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/মাস্টার্স
বয়সসীমা ২২-৩২ বছর
আবেদনের শেষসীমা ২০ আগস্ট ২০২৪
আবেদনের মাধ্যম ডাকযোগে
ওয়েবসাইট https://www.disabd.org

আবেদন করার নিয়মাবলী 

দিশা এনজিও তে চাকরির জন্য আবেদন করার জন্য প্রার্থীকে ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে। দিশা এনজিও তে কাজ করতে আগ্রহী প্রার্থীকে তার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র, প্রার্থীর সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,

আবেদনকারী নিউজ ইউনিয়ন অথবা পৌরসভা থেকে চেয়ারম্যান অথবা মেয়র কর্তৃক স্বাক্ষরিত জন্ম সনদ পত্রের ফটোকপি মোবাইল নম্বরসহ আবেদন করতে হবে।

দরখাস্ত আগামী ২০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে ডাক যোগাযোগের মাধ্যমে দিশা অফিসে প্রেরণ করতে হবে।প্রার্থীকে অবশ্যই খামের উপর তার পদের নাম উল্লেখ করতে হবে।

দরখাস্ত ডাক করার ঠিকানাঃ দিশা,ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬।

বিশেষ দ্রষ্টব্য:

  1. নির্বাচিত প্রার্থীদের কে মাঠ পর্যায়ে দায়িত্ব গ্রহণের জন্য অবশ্যই তাদেরকে নিজ দায়িত্বে বাইসাইকেলের ব্যবহার নিশ্চিত করতে হবে।
  2. নির্বাচনের প্রার্থীরা কর্মসংস্থানের যোগদানের সময় ১০,০০০(দশ হাজার) টাকা জমা দিতে হবে।
  3. এছাড়া অন্যান্য সকল তথ্য এবং আবেদন করার বিস্তারিত তথ্য জানতে দিশা এনজিও অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  4. বয়স সীমাঃ  দিশা এনজিওতে আবেদনের জন্য কোন নির্দিষ্ট বয়স সীমা উল্লেখ করা নেই।

DISA NGO JOB Circular 2024 

3e3e5dcd 468019 P 1 mr
visa.kfplanet.com

Source: Prothom Alo, 25 July 2024

Application Deadline: 20 August 2024

⇒সকল এনজিও নিয়োগ সার্কুলার দেখুন এক পোস্টে

দিশা এনজিও সম্পর্কে তথ্যঃ বেসরকারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা (Association for Social Advancement)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই এনজিও দেশের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com