ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ রেজাল্ট প্রকাশ! DBBL Scholarship Result

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ রেজাল্ট দুই ধাপে প্রকাশ করা হয়। প্রথমে প্রাথমিকভাবে নির্বাচিত ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২৩ প্রকাশ করে DBBL. আর এরপর ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির চূড়ান্ত ফলাফল দিয়ে থাকে।

➸➸ ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সার্কুলার

উল্লেখ্য ২০২৩ সালের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়েছিলো ৩০ জুলাই ২০২৩ আড় আবেদনের শেষ হয়েছিলো ২৪ আগস্ট ২০২৩ তারিখে। ২০২৩ সালে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করেছিলেন Dutch Bangla Bank Scholarship এর জন্য।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ রেজাল্ট কখন দিবে?

৩১ আগস্ট ২০২৩ তারিখে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল দেয়া হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য পরীক্ষা করে মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত রেজাল্ট তালিকা প্রকাশ করা হবে শিগ্রই।

প্রাথমিকভাবে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ রেজাল্ট

DBBL Scholarship
visa.kfplanet.com

লিংকঃ  https://app.dutchbanglabank.com/DBBLScholarship/downloadAcknowledgeScholarshipApplicationAction.action

অথবা সরাসরি আপনার নামসহ খুজুনঃ

https://app.dutchbanglabank.com/DBBLScholarship/showPrimarySelectionGlobalParemetersAction.action?batch_Id=SSC-2023

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির চূড়ান্ত ফলাফল

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে নিকটের ডাচ-বাংলা ব্যাংক এর যেকোন শাখায় (যেখানে শাখা নেই সেখানে DBBL মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে কিছু কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

কি কি কাগজপত্র দরকার হবে?

  1. আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  2. আবেদনকারীর পিতা ও মাতার সাম্প্রতিক সময়ে তোলা তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  3. SSC পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি
  4. SSC পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি
  5. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি
  6.  প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি
  7. পিত/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি।
  8. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি।

 

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com