ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা,ভর্তি বিজ্ঞপ্তি ও খরচ (সকল বিষয়)

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো বেশি এগিয়ে নিতে যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশি অবদান রাখছে তার মধ্যে  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অন্যতম।মানসম্মত এবং যুগোপযোগী শিক্ষাই পারে একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে। মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি (EWU) ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
যে সকল শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভর্তি ও যাবতীয় খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, আমাদের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনেক গুলি বিষয়ে স্নাতকে ভর্তি হতে পারবেন। তবে যে কোন বিষয়ে স্নাতক করতে হলে অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে।  বিজ্ঞান ও প্রকৌশল, অর্থনীতি ও ব্যবসা এবং কলা অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। ভর্তির যোগ্যতা নিচে দেওয়া হল

এস.এস.সি ও এইচ.এস.সি-তে জিপিএ ২.৫ প্রাপ্ত যে কোন ছাত্র-ছাত্রী ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের সুযোগ গ্রহন করতে পারেন। এম.বি.এ (MBA) ভর্তির ক্ষেত্রে সিজিপিএ ২ থাকতে হবে। এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পড়ার খরচ

সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ যে কোন বিষয়ে স্নাতক করতে খরচ বেশি হয়। সেজন্য সব সময় মনে রাখবেন ভাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই শুধু হবে না। ভর্তি হওয়ার পর প্রত্যেক সেমিষ্টারের খরচ জোগাতে পারবেন কি না। আপনাদের সুবিধার জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পড়ার খরচ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরব।

  • ভর্তি পরীক্ষার আবেদনপত্র এডমিন অফিস থেকে ৬০০ (ছয়শত) টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে।
  • ভর্তি ফি ১১,০০০ টাকা।
 সাবজেক্ট ক্রেডিট সর্বমোট
BBA ১২৩ ৬৯৬,১২০/=
BSS in Economics ১২৩ ৫৭০,১২০/=
BA in English ১২৩ ৫৬১,১২০/=
LL.B (Hon’s) ১৩৫ ৬৪৮,১২০/=
BSS in Sociology ১২৩ ৫৫২,১২০/=
BSS in Information Studies and Library Management ১২৩ ৫৪৭,৬২০/=
B. Sc. in ETE ১৪০ ৮১২,১২০/=
B. Sc. in ICE ১৪০ ৮১২,১২০/=
B. Sc. in CSE ১৪০ ৮১২,১২০ /=
B. Sc. in EEE ১৪০ ৮১২,১২০ /=
 B. Pharm. ১৫৮ ৯৮১,১২০/=
B. Sc. in GEB ১৩৩ ৭৭৩,৬২০/=
B.Sc. in Civil Engineering ১৫৬.৫ ৯০৪,৬৭০/=
BSS in PPHS ১২৩ ৪৩০,৬২০/=
B.Sc. (Hons.) in Mathematics ১২৮ ৪৭৮,৬২০/=

ল্যাব ফি:

  • CSE, GEB, ICE, ETE এবং EEE প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে ২৫০০/-,
  • PPHS-এর জন্য ল্যাব ফি:  ১৫০০/- প্রতি সেমিস্টার এবং টাকা। অন্যান্য সমস্ত প্রোগ্রামের জন্য প্রতি সেমিস্টারে ১০০০/-।
  • B.Sc এর জন্য ল্যাব ফি সিভিল ইঞ্জিনিয়ারিং-এ:   ২৬৫০/- প্রতি সেমিস্টার
  • ফার্মাসি এবং গণিত ব্যাচেলর জন্য ল্যাব ফি: টাকা ৩৭৫০/- প্রতি সেমিস্টার

ছাত্র কার্যকলাপ ফি: ছাত্র কার্যকলাপ ফি টাকা। B.Pharm, PPHS এবং গণিত এবং অন্যান্য সকল বিভাগের জন্য প্রতি সেমিস্টারে ৭৬৫/- টাকা। ৫১০/- প্রতি সেমিস্টার।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্পর্কে

মহাখালী কমার্সিয়াল এরিয়ার ওয়্যারলেস গেট সংলগ্ন স্কয়ার বিল্ডিং এর পেছনে এটি অবস্থিত। এখানে ই.ডব্লিউ.ইউ (EWU) এর ৪ (চার) টি বিল্ডিং রয়েছে, এর মধ্যে একটিকে প্রশাসনিক কার্যক্রম এবং বাকি তিনটিতে ৯টি বিষয়ের ক্লাস সম্পন্ন হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com