ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, ২৭ ডিসেম্বর প্রকাশ হয়েছে। বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন প্রকট আকার ধারন করছে। যে সকল বেকার ভাই বোন এনজিও চাকরী করতে চান তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। বাংলাদেশে যে কয়েক টি এনজিও আছে তাদের মধ্যে ঘাসফুল অন্যতম।
প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ অবহেলিত ও দলিত জনগোষ্ঠীর প্রতীক হিসেবে সংস্থার নামকরণ করেন “ঘাসফুল”। আমাদের অনুচ্ছেদে ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য পাবেন। আমরা ঘাসফুল এনজিও সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপডেট করার চেষ্টা করি। আপনি Ghashful Job Circular 2025 সহ যে কোন তথ্য জানতে আমদের ওয়েব সাইট দেখতে পারেন।
ঘাসফুল Ghashful এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আপনি কোন এনজিও চাকরী খুজছেন? তাহলে ঘাসফুল এনজিও চাকরী আপনার জন্য খুব উপযোগি। ঘাসফুল এনজিও বিশ্বের অন্যতম সেরা উন্নয়ন সংস্থা। ঘাসফুল এনজিওতে কাজ করা এনজিও সেক্টরে অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা বিকাশের একটি অনন্য সুযোগ দেয়। ঘাসফুল শব্দটি দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য নিবেদিত। তাই যারা নিজের ও পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য ভালো চাকরি খুঁজছেন তাদের জন্য এই চাকরিটি হতে পারে কাঙ্খিত চাকরি।
চাকরিটি আপনাকে উদ্দীপক এবং সহায়ক পরিবেশে বহুমুখিতা, উদ্যোগ এবং সৃজনশীলতার সুযোগ দেবে। স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, সম্প্রদায় উন্নয়ন, কৃষির মতো বহুমুখী ক্ষেত্রে তার কার্যক্রম সম্প্রসারিত করেছে। নিম্নলিখিত পদের জন্য আকর্ষণীয় বেতন সহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে অনুগ্রহ করে ঘাশফুল এনজিও ক্যারিয়ার ২০২৫-এর নিম্নলিখিত প্রয়োজনীয়তা এবং চাকরির সার্কুলার পড়ুন। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করুন।
ঘাসফুল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ তথ্য
প্রতিষ্ঠানের নাম | ঘাসফুল এনজিও |
চাকরীর ক্যাটাগরি | এনজিও চাকরী |
চাকরীর ধরণ | ফুলটাইম |
পদের সংখ্যা | ০৬ ধরনের |
পদের নাম | বিজ্ঞপ্তি দেখুন |
বয়স | সর্বোচ্ছ ৪০ বছর |
যোগ্যতা | পদ অনুসারে |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন জায়গায়। |
আবেদন শুরু | শুরু হয়েছে |
আবেদন করার শেষ সময় | ১০ জানুয়ারি ২০২৫ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
অফিশিয়াল লিংক | www.ghashful-bd.org |
ঘাসফুল এনজিও আবেদন
আপনি কীভাবে ঘাসফুল এনজিও কিভাবে আবেদন করবেন ভাবছেন। প্রথমে আপনি তাদের অফিশিয়াল ওয়েব সাইট যাবেন। তারপর সার্কুলার অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে ভাল ভাবে দেখে নিবেন। আবেদন করতে সকল তথ্য একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী করবেন। যে কোন ভুল হলে আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে। এইভাবে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন।
- আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি ছব, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ,জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি সহ খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
- আগামী ১০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বরাবর, মানব সম্পদ বিভাগ, ঘাসফুল বাড়ি নং #৬২ রোড নং# ৩ ব্লক বি চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি পৌঁছতে হবে।
- ইমেইলে মাধ্যমে আবেদন করতে পারেন। ইমেইলের ঠিকানা: ghashfulrecruitment@gmail.com
- প্রাথমিক বাছায়ে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র ও একজনের জন্য একাধিক পদে আবেদন পত্র গ্রহণযোগ্য নয়।
- নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও নওগাঁ জেলায় আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
Ghashful NGO Job Circular 2025
আবেদনের সময়সীমাঃ ১০ জানুয়ারি ২০২৫
ঘাসফুল সম্পর্কেঃ
১৯৭২ সালে একজন জাতীয়ভাবে স্বীকৃত সমাজসেবী শামসুন্নাহার রহমান পরান দ্বারা সূচিত, ঘাসফুল চট্টগ্রাম শহরের বস্তি এলাকায় ত্রাণ কাজের সাথে তার উন্নয়ন যাত্রা শুরু করেছে এবং তারপর থেকে স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, সম্প্রদায় উন্নয়ন, কৃষির মতো বহুমুখী ক্ষেত্রে তার কার্যক্রম সম্প্রসারিত করেছে। মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সংকটে ত্রাণ কার্যক্রম দিয়ে শুরু হয় সংস্থার যাত্রা।
গত ৪৭ বছর ধরে সংস্থাটি ঘাসফুলের মতো সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষত নারী, শিশু-কিশোরদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় নানামুখি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।যার প্রধান লক্ষ্য “সচেতন, স্বর্নিভর বাংলাদেশ যেখানে সকলের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ক্ষুদ্র অর্থায়ন ও নিরাপত্তা কার্যক্রমে ঘাসফুল তিনটি ভিন্নধারাকে অগ্রাধিকার দেয়।জলবায়ু পরিবর্তন, ইত্যাদি সমাজে সমতা এবং বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত জাতি গঠনের দিকে।
পদের নামঃ এসোসিয়েট অফিসার (ক্রেডিট অফিসার )
বয়সঃ সর্বোচ্চ ৩৮ বছর
মাসিক বেতনঃ ২০,০০০- ২৫,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর
পদের নামঃ সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
মাসিক বেতনঃ ৩২,৫০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
পদের নামঃ এসোসিয়েট অফিসার (শাখা হিসাবরক্ষক))
বয়সঃ সর্বোচ্চ ৩৮ বছর
মাসিক বেতনঃ ২০,০০০- ২৫,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর
পদের নামঃ জুনিয়র অফিসার (শাখা ব্যাবস্থাপক)
পদের সংখ্যাঃ ০১ জন
বয়সঃ সর্বোচ্চ ৩৮ বছর
মাসিক বেতনঃ ১৭,৫০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর
পদের নামঃ সহকারী কর্মকর্তা (ক্রেডিট অফিসার)
পদের সংখ্যাঃ ০১ জন
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
মাসিক বেতনঃ ১৪,৭০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
পদের নামঃ প্রকল্প ব্যাবস্থাপক
পদের সংখ্যাঃ ০১ জন
বয়সঃ ৩৫-৪৫ বছর
মাসিক বেতনঃ ৫৫,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ এগ্রিকালচারের উপর ডিগ্রি
পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (লাইভস্টক সার্ভিস)
পদের সংখ্যাঃ ০১ জন
বয়সঃ ৩০-৪০ বছর
মাসিক বেতনঃ ৩০,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ/এমবিএ ডিগ্রি
পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (আইসিটি)
পদের সংখ্যাঃ ০১ জন
বয়সঃ ৩০-৪০ বছর
মাসিক বেতনঃ ৩০,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ/এমবিএ ডিগ্রি
পদের নামঃ এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার
পদের সংখ্যাঃ ০১ জন
বয়সঃ ৩০-৪০ বছর
মাসিক বেতনঃ ২৫,০০০/-
শিক্ষাগত যোগ্যতাঃ হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর
দয়াকরে জানাবেন কি,ঘাসফুল এনজিওর কার্যদিবস সপ্তাহে কত দিন?
06 দিন
This circular is very helpfull for us.
Thanks