গণ কল্যাণ ট্রাস্ট জিকেটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (১০০ পদে)

গণ কল্যাণ ট্রাস্ট জিকেটি ১০০টি পদে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাস করলেই আবেদন করতে পারবেন। সকল এনজিও চাকরির সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি হাতের নাগালে নিয়ে আসার জন্য KFPlanet টিম কাজ করে যাচ্ছে।

গণ কল্যাণ বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ে একটি উন্নয়ন সংস্থা। ১০০ পদে গন কল্যাণ ট্রাস্ট (gkt) NGO তে শূন্য পদসমূহ পূরণ করার জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মাঠ কর্মী নিয়োগ, ক্রেডিট অফিসার নিয়োগ এই দুই পদে সধারনত নিয়োগ হয়।

গণ কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

গণ কল্যাণ উন্নয়ন সংস্থা এদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যোগ্যতা অনুসারে যে কোন পদে আবেদন করতে পারবেন। আগামী ২৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে, নিদিষ্ট তারিখের পর আবেদন পত্র গ্রহণ করা হবে না।

প্রথমে শিক্ষানবীশ তিন মাস করতে হবে তারপর আপনি মূল বেতন কোম্পানির সকল সুবিধা নিতে পারবেন। সাক্ষাতের সময় মূল কাগজ পত্র সহ সকল ফটোকপি সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযুক্তি করতে হবে। চাকরী পেলে আপনাকে জামানত দিতে হবে। বিস্তারিত আরো কিছু তথ্য নিচে দেওয়া হলঃ

পদের নামঃ ক্রেডিট অফিসার
পদ সংখ্যাঃ ১০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পর্যায়ের ডিগ্রী
অভিজ্ঞতাঃ কম্পিউটার ব্যাবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন মাসিকঃ ১৫,০০০/- ২১,০০০/- টাকা

Gono Kallayan Trust (GKT) Job Circular 2024

59443089 468934 P 7 mr
visa.kfplanet.com

উৎসঃ প্রথম আলো, ১৬ আগস্ট ২০২৪

আবেদনের সময়সীমাঃ ২৯ আগস্ট ২০২৪  

চলমান সকল বেসরকারি চাকরির খবর 2024 (এক নজরে সকল নিয়োগ বিজ্ঞপ্তি )

পদের নামঃ মাঠ কর্মী ঋণ
পদ সংখ্যাঃ ৬০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পর্যায়ের ডিগ্রী
অভিজ্ঞতাঃ কম্পিউটার ব্যাবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন মাসিকঃ ১৩,৫০০/- ১৬,৭৫০/- টাকা

পদের নামঃ সিনিয়র একাউন্টস অফিসার
পদ সংখ্যাঃ ০৬ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক, মাস্টার্স পর্যায়ের ডিগ্রী
অভিজ্ঞতাঃ কম্পিউটার ব্যাবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন মাসিকঃ আলোচনা সাপেক্ষে

 

2 thoughts on “গণ কল্যাণ ট্রাস্ট জিকেটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (১০০ পদে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com