গ্রেড ০৯,১০১৩,১৬ বেতনে গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হলো।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ০৬  টি ক্যাটাগরির পদে ০৭ জনকে নিয়োগ দেওয়া হবে সরকারি এই দপ্তরে। আগ্রহী ও যোগ্য চাকরী প্রার্থী আগামী ০৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। গণযোগাযোগ অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইট ব্যাবহার করে অনলাইনে আবেদন করতে হবে।

গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠান টাইপসরকারি অধিদপ্তর
কোন ধরনের চাকরি?সরকারি চাকরি ফুলটাইম
জব পোস্টিংঢাকা
স্মারক নং১৫.৫৬.০০০০.০১৪.১১.০২৪.২২/২১৪৭
প্রকাশ সুত্রজাতীয় দৈনিক পত্রিকা
মোট শূন্য পদ০৭ টি
প্রার্থীর ধরননারী-পুরুষ
বয়স১৮-৩০
আবেদনের মাধ্যমঅনলাইনে
আবেদন ফি২০০-৬০০ টাকা
আবেদনের মাধ্যমডাকযোগে
আবেদন শুরু১৫/১২/২২
আবেদনের শেষসীমা০৫/০১/২৩
অফিশিয়াল ওয়েবসাইটgsb.gov.bd

গণযোগাযোগ অধিদপ্তর চাকরি ২০২৩ এর পদ সমূহ, বেতন স্কেল ও যোগ্যতা

1.পদের নামঃ সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 
শুন্য পদঃ ০১ টি
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- বেতন গ্রেড ০৯
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতাঃ ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা

2.পদের নামঃ উপ সহকারী প্রকৌশলী (০১ টি) 
পড়াশোনার যোগ্যতাঃ সিভিলে ডিপ্লোমা ডিগ্রি
অভিজ্ঞতাঃ ০৪ বছরের
বেতন গ্রেডঃ ১০ম গ্রেড
বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/-

3.পদের নামঃ উপ সহকারী প্রকৌশলী (০১ টি) 
পড়াশোনার যোগ্যতাঃ ইলেক্ট্রিক্যাল ডিপ্লোমা ডিগ্রি
অভিজ্ঞতাঃ ০৪ বছরের
বেতন গ্রেডঃ ১০ম গ্রেড
বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/-

4.পদের নামঃ হিসাবরক্ষক (০১ টি)
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রি
অভিজ্ঞতাঃ ০৫বছরের
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
বেতন গ্রেডঃ ১৩

5.পদের নামঃ ক্যাশিয়ার
পড়াশোনার যোগ্যতাঃ ব্যাবসা শিক্ষায় স্নাতক/সমমানের ডিগ্রি
অভিজ্ঞতাঃ ০৫বছরের
পদের সংখ্যাঃ ০১ টি
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডঃ ১৬

6.পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০২ টি
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
বেতন গ্রেডঃ ১৬
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/সমমান
অভিজ্ঞতাঃ টাইপে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৫ শব্দ মিনিটে

গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগের অনলাইনে আবেদনের শর্ত ও নিয়মাবলী

  1. নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা প্রয়োগ করা হবে।
  2. আবেদনকারীর বয়স ১৫/১২/ ২২ ইং তারিখে সর্বনিন্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বেত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  3. সরকারি/আধা সরকারি স্বায়তৃশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  4. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  5. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জব সার্কুলারে উল্লেখিত পদের সংখ্যা কম/বেশি করার ক্ষমতা রাখে অধিদপ্তর এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
  6. চাকরি প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়ত ভাতা প্রদান করা হবে না।
  7. নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে

Gonojogajog Odhidoptor Job Circular 2023 Image

ittefaq

Source: Ittefaq, 16 December 2023

Application Deadline: 05 January 2023

গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি দপ্তর।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের গরীব ও নিরক্ষর জনগণকে শিক্ষিত করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ১৯৭২ সালে গণযোগাযোগ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog