সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা ২০২৩ অনুসারে এবার অনলাইনে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে। এই বছর অর্থাৎ ২০২৩ সালে স্কুলে ভর্তি করা হবে লটারির মাধ্যমে সম্পন্ন হবে বলে জানা গেছে। টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালনা করা হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে, চলবে ০৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। আপনি যদি সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি বিজ্ঞপ্তির সকল তথ্য পেতে চান তাহলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৩ চূড়ান্ত করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে। বিগত সালের মত এবারও লটারির ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ভর্তির সময়সূচি,বিজ্ঞপ্তি ও নীতিমালার অনুমোদন দেয়। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির তথ্য ২০২৩
বিদ্যালয়ের ক্যাটাগরি | সরকারি মাধ্যমিক বিদ্যালয় |
কোন অধিদপ্তরের অধীন | মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) |
আবেদন ফি | ১১০ টাকা |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
আবেদনের পদ্ধতি | gsa.teletalk.com.bd |
আবেদন ফির শেষ তারিখ | ০৬ ডিসেম্বর ২০২৩,রাত ১২ টা |
আবেদন শুরুঃ | ১৬ নভেম্বর ২০২৩ |
আবেদন শেষঃ | ০৬ ডিসেম্বর ২০২৩ |
ভর্তি লটারির তারিখ | ১৫ ডিসেম্বর ২০২৩ |
অফিসিয়াল সাইটঃ | www.dshe.gov.bd |
Govt high school admission circular 2023
![সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলো! 9 সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩](https://i.postimg.cc/hSPbW8ZN/school-admission-2023-1.webp)
কে এফ প্ল্যানেট ফেসবুক পাতায় লাইক দিয়ে একটিভ থাকুন
২০২৩ সালের সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থীর ভর্তির বয়স
দেশের সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের ভর্তির বয়স কত বছর হতে হবে সে বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে।
- শিক্ষা মন্ত্রণালয়ের ও জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, শিক্ষার্থীর ১ম শ্রেণিতে ভর্তি হতে বয়স হতে হবে ৬ বছরের বেশী।
- ১ম শ্রেণিতে ৬ বছরের বেশী ধরে অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে। যেমন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স হবে ১১ বছরের বেশী।
অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন এর নিয়মাবলী
- সরকারি স্কুল সমূহে অনলাইনে ভর্তির জন্য, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- টেলিটক প্রি-পেইড মোবাইল এসএমএস এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।
- অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা: http://gsa.teletalk.com.bd
- উপরোক্ত ঠিকানায় গিয়ে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পর ইউজার আইডি পাওয়া যাবে।
- এই ইউজার আইডি ব্যাবহার করে আবেদন ফি মোবাইল এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে।
- স্কুল থেকে ভর্তির ফরম বিতরণ হবে না
- ২৮ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
স্কুলের গ্রুপ, লিফট ও পছন্দক্রম
- ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩টি ফিডার শাখাসহ) ৩টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে।
- আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।
- সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে।
- প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
আপনি আরও দেখতে পারেনঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা ২০২৩