পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ সালের স্নাতক-অনার্স/সমমান ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলারসহ বিস্তারিত তথ্য নিচে দেয়া থাকবে। এই বছরে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অধীনে ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পরীক্ষা নেওয়া হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে ২৭ এপ্রিল, ০৩ মে, ১০ মে ২০২৪ তারিখে। 

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪

শিরোনামGST Admission Circular 2024
বিজ্ঞপ্তি প্রকাশ১১ ফেব্রুয়ারি ২০২৪
আবেদন শুরু১২ ফেব্রুয়ারি ২০২৪
শেষ তারিখ২৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত
ফলাফলজানিয়ে দেয়া হবে।
আবেদন ফি৫০০ টাকা
প্রবেশ পত্র ডাউনলোড—- থেকে
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২৭ এপ্রিল, ০৩ মে, ০৫ মে ২০২৪
বিজ্ঞান বিভাগ (A ইউনিট)২৭ এপ্রিল ২০২৪
মানবিক বিভাগ (B ইউনিট)০৩ মে ২০২৪
বানিজ্য বিভাগ(C ইউনিট)১০ মে ২০২৪
পরীক্ষার সময়১২ টা  থেকে ১ টা পর্যন্ত
আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষা বিকাল ০৩ টা থেকে ০৪ টা

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের যোগ্যতা ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষা বছরে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা নিচে দেয়া হয়েছে। ২০১৯,২০২০,২০২১ সালে এসএসসি/দাখিল/ভোকেশনাল পাস হতে হবে। ২০২২ বা ২০২৩ সালে এইচএসসি/আলিম/কারিগরি ভোকেশনাল/ ডিপ্লোমা ইন কমার্স/ A লেভেল/o লেভেল পাস হতে হবে। তবে ইউনিটভিত্তিক আলাদা যোগ্যতা রয়েছে।

 

বিজ্ঞান বিভাগ -A ইউনিটমানবিক বিভাগ – B ইউনিট বাণিজ্য বিভাগ – C ইউনিট 
১) এসএসিতে ৪র্থ বিষয়সহ নুন্যতম ৩.৫০ জিপিএ পেতে হবে১) এসএসিতে ৪র্থ বিষয়সহ নুন্যতম ৩ জিপিএ পেতে হবে১) এসএসিতে ৪র্থ বিষয়সহ নুন্যতম ৩.০ জিপিএ পেতে হবে
২) এইচএস সি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নুন্যতম ৩.৫০ জিপিএ পেতে হবে২) এইচএস সি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নুন্যতম ৩.০ জিপিএ পেতে হবে২) এইচএসিতে ৪র্থ বিষয়সহ নুন্যতম ৩ জিপিএ পেতে হবে
৩) তবে উভয় পরীক্ষায় মোট ৮.০০ জিপিএ থাকতে হবে৩) তবে উভয় পরীক্ষায় মোট ৬.০০ জিপিএ থাকতে হবে৩) তবে উভয় পরীক্ষায় মোট ৬.৫০  জিপিএ থাকতে হবে
৪) সাধারন শিক্ষাবাের্ডের বিজ্ঞান শাখাসহ ভােকেশনাল (এইচএসসি) বিজ্ঞান বলে বিবেচিত হবে৪) সাধারন মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে৪) সাধারন বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
৫) মাদ্রাসা বাের্ডও (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।৫) মাদ্রাসা বাের্ড (সাধারন, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে৫) ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে

বিঃদ্রঃ

  • O লেভেলঃ O লেভেল পরীক্ষায় কমপক্ষে ৩ টি বিষয়ে B গ্রেড সহ ৫ টি বিষয়ে পাস করতে হবে।
  • A লেভেলঃ A লেভেল পরীক্ষায় ২ টি বিষয়ে B গ্রেড সহ ৩ বিষয়ে পাস থাকতে হবে ।
  • সমমান নির্ধারনের জন্য আবেদনের শেষের অন্তুত ২ দিন পুর্বে সরারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করতে হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২৭ এপ্রিল, ০৩ মে, ১০ মে ২০২৪ খ্রিঃ নির্ধারন করা হয়েছে। বিজ্ঞান বিভাগ A ইউনিটের পরীক্ষা হব ২৭ এপ্রিল ২০২৪ তারিখে। মানবিক বিভাগ B ইউনিটের পরীক্ষা হবে ০৩ মে ২০২৪ তারিখে।

বানিজ্য বিভাগ C ইউনিটের পরীক্ষা হবে ১০ মে ২০২৪ তারিখে। সকল পরীক্ষার সময় দুপুর ১২ টা  থেকে দুপুর ১ টা পর্যন্ত। তবে আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষা বিকাল ০৩ টা থেকে ০৪ টা

 GST পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়র তালিকা 

২০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ টি সাধারন বিশ্ববিদ্যালয় আর  ১২ টি  বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ১০টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলুন তাদের তালিকা দেখে নেওয়া যাক।

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা

  1. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  2. বরিশাল বিশ্ববিদ্যালয়
  3. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  4. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
  5. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  6. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  7. ইসলামী বিশ্ববিদ্যালয়
  8. খুলনা বিশ্ববিদ্যালয়
  9. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  10. কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (নতুন)

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তালিকা

  1. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  2. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  3. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  5. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  6. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  7. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  8. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  9. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  10. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  11. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  12. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নতুন

গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৪

gst

গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪

GST পরীক্ষার কোন বিষয়ে কত নাম্বার 

GST বা গুচ্ছ পরীক্ষা ১০০ মার্কের হবে এবং সেটা ১ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে ।নিচে কোন বিষয়ে কত নাম্বার উত্তর দিতে হবে সেটা দেখানো হল

A ইউনিট (বিজ্ঞান শাখা) 

আবশ্যিক বিষয়মান
ইংরেজি১০
বাংলা১০
পদার্থ বিজ্ঞান২০
রসায়ন২০
ঐচ্ছিক বিষয় (যে কোন দুইটি বিষয় উত্তর দিতে হবে
গণিত২০
জীব বিজ্ঞান২০
আই সি টি২০

 

B ইউনিট (মানবিক শাখা)  

বিষয়মান
ইংরেজি৩৫
বাংলা৪০
আইসিটি২৫

 

C ইউনিট (বাণিজ্য শাখা) 

বিষয়মান
ইংরেজি১২
বাংলা১৩
আইসিটি২৫
হিসাব বিজ্ঞান২৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা২৫

 

শিক্ষার্থী বাছাই পদ্ধতি 

এস এস সি/সমমান এবং এইচ এস সি/সমমান পরীক্ষার ফলাফলের উপর আবেদন কৃত ছাত্র-ছাত্রির মেধা তালিকা অনুযায়ী বাছাই করা হবে । প্রক্রিয়াটি নিচে দেওয়া হল

বিজ্ঞান বিভাগ 

বাছাইয়ের শর্তজিপিএ(৪র্থ বিষয়সহ)

(এস এস সি৪০%+এইচ এস সি৬০%)

নম্বর(৪র্থ বিষয় সহ)

(এস এস সি৪০%+এইচ এস সি৬০%)

এইচ এস সি পদার্থবিজ্ঞান

জিপি               নম্বর

এইচ এস সি রসায়ন

জিপি                   নম্বর

বাছাই ক্রম             ১               ২  ৩                           ৪ ৫                            ৬

মানবিক বিভাগ

বাছাইয়ের শর্তজিপিএ(৪র্থ বিষয়সহ)

(এস এস সি৪০%+এইচ এস সি৬০%)

নম্বর(৪র্থ বিষয় সহ)

(এস এস সি৪০%+এইচ এস সি৬০%)

এইচ এস সি বাংলা

জিপি                  নম্বর

এইচ এস সি ইংরেজি

জিপি                  নম্বর

বাছাইক্রম              ১         ২ ৩                            ৪ ৫                             ৬

 

বাণিজ্য বিভাগ

বাছাইয়ের শর্তজিপিএ(৪র্থ বিষয়সহ)

(এস এস সি ৪০%+এইচ এস সি৬০% )

নম্বর(৪র্থ বিষয়সহ)

(এস এস সি ৪০%+এইচ এস সি৬০)

এইচ এস সি বাংলা

জিপি                  নম্বর

এইচ এস সি ইংরেজি

জিপি                 নম্বর

বাছাইক্রম                ১                ২  ৩                           ৪ ৫                             ৬

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog